আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
৫. অধ্যায়ঃ নামাজ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪৮২ টি
হাদীস নং: ৭০১
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ যার ইমামতিতে তার কওম অসন্তুষ্ট, তার প্রতি ভীতি প্রদর্শন
৭০১. হযরত ইবন আব্বাস (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: তিনদল লোকের সালাত তাদের মাথার এক বিঘত উপরেও উত্থিত হয় না। তারা হলঃ ১. ঐ ব্যক্তি, যে কোন কওমের সালাতের ইমামতি করল, অথচ তারা তার প্রতি নারাজ, ২. ঐ মহিলা, যে রাত যাপন করেছে এমন অবস্থায় যে, তার স্বামী তার প্রতি নাখোশ এবং ৩. সেই দুই ভাই, যারা পরস্পরে (সম্পর্ক) বিচ্ছিন্ন।
(ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর সহীহ গ্রন্থে নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। এর শব্দমালা হলোঃ রাসুলুল্লাহ বলেছেন: তিনদল লোকের সালাত আল্লাহ কবুল করেন না। তারা হলো : ১. ঐ ব্যক্তি, যে কোন কওমের সালাতের ইমামতি করল অথচ তারা তার প্রতি অসন্তুষ্ট, ২. ঐ মহিলা, যে রাত যাপন করেছে এমন অবস্থায় যে, তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট এবং ৩. সেই দুই ভাই, যারা পরস্পর বিচ্ছিন্ন।)
(ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর সহীহ গ্রন্থে নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। এর শব্দমালা হলোঃ রাসুলুল্লাহ বলেছেন: তিনদল লোকের সালাত আল্লাহ কবুল করেন না। তারা হলো : ১. ঐ ব্যক্তি, যে কোন কওমের সালাতের ইমামতি করল অথচ তারা তার প্রতি অসন্তুষ্ট, ২. ঐ মহিলা, যে রাত যাপন করেছে এমন অবস্থায় যে, তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট এবং ৩. সেই দুই ভাই, যারা পরস্পর বিচ্ছিন্ন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من إِمَامَة الرجل الْقَوْم وهم لَهُ كَارِهُون
701 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا ترْتَفع صلَاتهم فَوق رؤوسهم شبْرًا رجل أم قوما وهم لَهُ كَارِهُون وَامْرَأَة باتت وَزوجهَا عَلَيْهَا ساخط وَأَخَوَانِ متصارمان
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يقبل الله مِنْهُم صَلَاة إِمَام قوم وهم لَهُ كَارِهُون وَامْرَأَة باتت وَزوجهَا عَلَيْهَا غَضْبَان وَأَخَوَانِ متصارمان
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يقبل الله مِنْهُم صَلَاة إِمَام قوم وهم لَهُ كَارِهُون وَامْرَأَة باتت وَزوجهَا عَلَيْهَا غَضْبَان وَأَخَوَانِ متصارمان
তাহকীক:
হাদীস নং: ৭০২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ যার ইমামতিতে তার কওম অসন্তুষ্ট, তার প্রতি ভীতি প্রদর্শন
৭০২. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তিনদল লোকের সালাত কানের সীমা অতিক্রম করে না। তারা হলোঃ ১. পলাতক দাস, যতক্ষণ ফিরে না আসে, ২. যে নারী রাত
যাপন করেছে এমন অবস্থায় যে, তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট এবং ৩. লোকের ইমাম, যার প্রতি তারা অসন্তুষ্ট।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেন এবং বলেন, এ হাদীসটি হাসান-গরীব।)
যাপন করেছে এমন অবস্থায় যে, তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট এবং ৩. লোকের ইমাম, যার প্রতি তারা অসন্তুষ্ট।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেন এবং বলেন, এ হাদীসটি হাসান-গরীব।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من إِمَامَة الرجل الْقَوْم وهم لَهُ كَارِهُون
702 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا تجَاوز صلَاتهم آذانهم العَبْد الْآبِق حَتَّى يرجع وَامْرَأَة باتت وَزوجهَا عَلَيْهَا ساخط وَإِمَام قوم وهم لَهُ كَارِهُون
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৭০৩
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭০৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ লোকেরা যদি জানত আযান ও প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কি আছে (অর্থাৎ কি পরিমাণ সওয়াব আছে), আর লটারীর মাধ্যম ছাড়া তা অর্জন করার অন্য কোন পথ না থাকলে তারা অবশ্যই লটারী করত।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিম শরীফের এক বর্ণনায় আছে: প্রথম সারিতে সালাত আদায়ের ফযীলত যদি তারা জানত, তাহলে তারা লটারী করত।)
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিম শরীফের এক বর্ণনায় আছে: প্রথম সারিতে সালাত আদায়ের ফযীলত যদি তারা জানত, তাহলে তারা লটারী করত।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
703 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَو يعلم النَّاس مَا فِي النداء والصف الأول ثمَّ لم يَجدوا إِلَّا أَن يستهموا عَلَيْهِ لاستهموا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
وَفِي رِوَايَة لمُسلم لَو تعلمُونَ مَا فِي الصَّفّ الْمُقدم لكَانَتْ قرعَة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
وَفِي رِوَايَة لمُسلم لَو تعلمُونَ مَا فِي الصَّفّ الْمُقدم لكَانَتْ قرعَة
তাহকীক:
হাদীস নং: ৭০৪
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭০৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: পুরুষের সারিসমূহের মধ্যে প্রথম সারি সর্বোত্তম এবং সর্বনিকৃষ্ট সারি হল শেষ সারি। আর স্ত্রীলোকের সারিসমূহের মধ্যে সর্বশেষ সারি সর্বোত্তম এবং সর্বনিকৃষ্ট সারি হল প্রথম সারি।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ এবং ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। অধিকন্তু এক জামাআত সাহাবী কর্তৃক হাদীসটি বর্ণিত হয়েছে। যাঁদের মধ্যে হযরত ইবন আব্বাস, উমর ইবন খাত্তাব, আনাস ইবন মাণিক, আবু সাঈদ, আবু উমামা, জাবির ইবন আবদুল্লাহ (রা) প্রমুখ রয়েছেন।)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ এবং ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। অধিকন্তু এক জামাআত সাহাবী কর্তৃক হাদীসটি বর্ণিত হয়েছে। যাঁদের মধ্যে হযরত ইবন আব্বাস, উমর ইবন খাত্তাব, আনাস ইবন মাণিক, আবু সাঈদ, আবু উমামা, জাবির ইবন আবদুল্লাহ (রা) প্রমুখ রয়েছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
704 - وَعَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خير صُفُوف الرِّجَال أَولهَا وشرها آخرهَا وَخير صُفُوف النِّسَاء آخرهَا وشرها أَولهَا
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَرُوِيَ عَن جمَاعَة من الصَّحَابَة مِنْهُم ابْن عَبَّاس وَعمر بن الْخطاب وَأنس بن مَالك وَأَبُو سعيد وَأَبُو أُمَامَة وَجَابِر بن عبد الله وَغَيرهم
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَرُوِيَ عَن جمَاعَة من الصَّحَابَة مِنْهُم ابْن عَبَّاس وَعمر بن الْخطاب وَأنس بن مَالك وَأَبُو سعيد وَأَبُو أُمَامَة وَجَابِر بن عبد الله وَغَيرهم
তাহকীক:
হাদীস নং: ৭০৫
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭০৫. হযরত ইরবায ইবন সারিয়্যা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) প্রথম সারির মুসল্লীর জন্য তিনবার ইসতিগফার করতেন, আর দ্বিতীয় সারির মুসল্লীর জন্য ইসতিগফার করতেন একবার।
(ইবন মাজাহ, নাসাঈ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম এ হাদীসটি বর্ণনা করেন, হাকিম বলেন: এ হাদীসটি বুখারী-মুসলিমের শর্তানুযায়ী সহীহ। তবে ইমাম বুখারী ও মুসলিম ইরবায (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন নি। ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে নিজ শব্দযোগে বর্ণনা করেছেনঃ
প্রথম সারির মুসল্লির জন্য তিনি তিনবার ইসতিগফার করতেন এবং দ্বিতীয় সারির মুসল্লীর জন্য করতেন একবার। ইমাম নাসাঈ বর্ণিত বর্ণনাটি ইবন হিব্বানের ন্যায়, তবে ব্যতিক্রম হলঃ তিনি প্রথম সারির মুসল্লীর জন্য দু'বার ইসতিগফার করতেন- এই কথাটুকু।)
(ইবন মাজাহ, নাসাঈ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম এ হাদীসটি বর্ণনা করেন, হাকিম বলেন: এ হাদীসটি বুখারী-মুসলিমের শর্তানুযায়ী সহীহ। তবে ইমাম বুখারী ও মুসলিম ইরবায (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন নি। ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে নিজ শব্দযোগে বর্ণনা করেছেনঃ
প্রথম সারির মুসল্লির জন্য তিনি তিনবার ইসতিগফার করতেন এবং দ্বিতীয় সারির মুসল্লীর জন্য করতেন একবার। ইমাম নাসাঈ বর্ণিত বর্ণনাটি ইবন হিব্বানের ন্যায়, তবে ব্যতিক্রম হলঃ তিনি প্রথম সারির মুসল্লীর জন্য দু'বার ইসতিগফার করতেন- এই কথাটুকু।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
705 - وَعَن الْعِرْبَاض بن سَارِيَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يسْتَغْفر للصف الْمُقدم ثَلَاثًا وَللثَّانِي مرّة
رَوَاهُ ابْن مَاجَه وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلم يخرجَا للعرباض وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه كَانَ يُصَلِّي على الصَّفّ الْمُقدم ثَلَاثًا وعَلى الثَّانِي وَاحِدَة
وَلَفظ النَّسَائِيّ كَابْن حبَان إِلَّا أَنه قَالَ كَانَ يُصَلِّي على الصَّفّ الأول مرَّتَيْنِ
رَوَاهُ ابْن مَاجَه وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلم يخرجَا للعرباض وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه كَانَ يُصَلِّي على الصَّفّ الْمُقدم ثَلَاثًا وعَلى الثَّانِي وَاحِدَة
وَلَفظ النَّسَائِيّ كَابْن حبَان إِلَّا أَنه قَالَ كَانَ يُصَلِّي على الصَّفّ الأول مرَّتَيْنِ
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৭০৬
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭০৬. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ প্রথম সারির মুসল্লীর প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন এবং তাঁর ফিরিশতাকুল ক্ষমা প্রার্থনা করেন। তারা (সাহাবাগণ) বলল, ইয়া রাসূলাল্লাহ! দ্বিতীয় সারির প্রতিও? তিনি বললেনঃ প্রথম সারির মুসল্লির প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাগণ অনুগ্রহ বিতরণ করেন। তারা বলল: দ্বিতীয় সারির প্রতিও? তিনি বললেনঃ হ্যাঁ, দ্বিতীয় সারির প্রতিও। রাসূলুল্লাহ (সা) আরো বলেছেন: তোমরা তোমাদের সারিগুলো সোজা করে নেবে এবং তোমাদের বাহুমূলসমূহকে একে অন্যের সমান সমান রাখবে। আর তোমাদের ভাইদের প্রতি কোমল হবে। তোমাদের মধ্যকার ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেবে। কেননা শয়তান ছোট ভেড়া শাবকের ন্যায় তোমাদের মধ্যে ঢুকে পড়ে।
(আহমদ ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেছেন এবং তাবারানী ও অন্যান্যরাও।)
(আহমদ ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেছেন এবং তাবারানী ও অন্যান্যরাও।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
706 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله وَمَلَائِكَته يصلونَ على الصَّفّ الأول
قَالُوا يَا رَسُول الله وعَلى الثَّانِي
قَالَ إِن الله وَمَلَائِكَته يصلونَ على الصَّفّ الأول
قَالُوا يَا رَسُول الله وعَلى الثَّانِي قَالَ وعَلى الثَّانِي
وَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سووا صفوفكم وحاذوا بَين مناكبكم ولينوا فِي أَيدي إخْوَانكُمْ وسدوا الْخلَل فَإِن الشَّيْطَان يدْخل فِيمَا بَيْنكُم بِمَنْزِلَة الْحَذف يَعْنِي أَوْلَاد الضَّأْن الصغار
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَالطَّبَرَانِيّ وَغَيره
قَالُوا يَا رَسُول الله وعَلى الثَّانِي
قَالَ إِن الله وَمَلَائِكَته يصلونَ على الصَّفّ الأول
قَالُوا يَا رَسُول الله وعَلى الثَّانِي قَالَ وعَلى الثَّانِي
وَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سووا صفوفكم وحاذوا بَين مناكبكم ولينوا فِي أَيدي إخْوَانكُمْ وسدوا الْخلَل فَإِن الشَّيْطَان يدْخل فِيمَا بَيْنكُم بِمَنْزِلَة الْحَذف يَعْنِي أَوْلَاد الضَّأْن الصغار
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَالطَّبَرَانِيّ وَغَيره
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৭০৭
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭০৭. হযরত নু'মান ইবন বশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি; আল্লাহ এবং তাঁর ফিরিশতাকূল প্রথম সারির মুসল্লীর প্রতি সালাত প্রেরণ করেন অথবা সারিসমূহের প্রথম সারির প্রতি সালাত বর্ষণ করেন।
(আহমদ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমদ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
707 - وَعَن النُّعْمَان بن بشير رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله وَمَلَائِكَته يصلونَ على الصَّفّ الأول أَو الصُّفُوف الأول
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৭০৮
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭০৮. হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) সারির এক কিনারে এসে লোকদের বক্ষদেশ ও বাহুমূল সমান করতেন এবং বলতেন: তোমরা আগে পিছে হয়ে যেয়ো না, তাহলে তোমাদের মনের মধ্যে অনৈক্য দেখা দেবে। আল্লাহ মুসল্লীদের উপর রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাগণ তাঁর অনুগ্রহ বিতরণ করেন।
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
708 - وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَأْتِي نَاحيَة الصَّفّ وَيُسَوِّي بَين صُدُور الْقَوْم ومناكبهم وَيَقُول لَا تختلفوا فتختلف قُلُوبكُمْ إِن الله وَمَلَائِكَته يصلونَ على الصَّفّ الأول
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৭০৯
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭০৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা তোমাদের সারিগুলো সমান ও সোজা করে নাও। কেননা সারি সমান করা হল সালাতের পূর্ণতা।
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ এবং অন্যান্যগণ হাদীসটি বর্ণনা করেছেন। বুখারী শরীফের বর্ণনায় আছে: কেননা সারি সমান করা সালাত কায়েমের অন্তর্গত, ইমাম আবু দাউদ নিজ শব্দযোগে বর্ণনা করেনঃ রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমরা সারিগুলো মিলিয়ে নাও, একে অন্যের নিকটবর্তী হয়ে যাও এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নাও। সেই সত্তার কসম! যাঁর হাতে আমার জীবন, অবশ্যই আমি শয়তানকে সারির মধ্যে এমনভাবে ঢুকতে দেখি, যেমন ছোট ছাগল ঢোকে। নাসাঈ এবং খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে আবূ দাউদের ন্যায় অনুরূপ বর্ণনা করেন।)
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ এবং অন্যান্যগণ হাদীসটি বর্ণনা করেছেন। বুখারী শরীফের বর্ণনায় আছে: কেননা সারি সমান করা সালাত কায়েমের অন্তর্গত, ইমাম আবু দাউদ নিজ শব্দযোগে বর্ণনা করেনঃ রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমরা সারিগুলো মিলিয়ে নাও, একে অন্যের নিকটবর্তী হয়ে যাও এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নাও। সেই সত্তার কসম! যাঁর হাতে আমার জীবন, অবশ্যই আমি শয়তানকে সারির মধ্যে এমনভাবে ঢুকতে দেখি, যেমন ছোট ছাগল ঢোকে। নাসাঈ এবং খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে আবূ দাউদের ন্যায় অনুরূপ বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
709 - وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سووا صفوفكم فَإِن تَسْوِيَة الصَّفّ من تَمام الصَّلَاة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه وَغَيرهم
وَفِي رِوَايَة للْبُخَارِيّ فَإِن تَسْوِيَة الصُّفُوف من إِقَامَة الصَّلَاة
وَرَوَاهُ أَبُو دَاوُد وَلَفظه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ رصوا صفوفكم وقاربوا بَينهَا وحاذوا بالأعناق فوالذي نَفسِي بِيَدِهِ إِنِّي لأرى الشَّيْطَان يدْخل من خلل الصَّفّ كَأَنَّهَا الْحَذف
رَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا نَحْو رِوَايَة أبي دَاوُد
الْخلَل بِفَتْح الْخَاء الْمُعْجَمَة وَاللَّام أَيْضا هُوَ مَا يكون بَين الِاثْنَيْنِ من الاتساع عِنْد عدم التراص
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه وَغَيرهم
وَفِي رِوَايَة للْبُخَارِيّ فَإِن تَسْوِيَة الصُّفُوف من إِقَامَة الصَّلَاة
وَرَوَاهُ أَبُو دَاوُد وَلَفظه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ رصوا صفوفكم وقاربوا بَينهَا وحاذوا بالأعناق فوالذي نَفسِي بِيَدِهِ إِنِّي لأرى الشَّيْطَان يدْخل من خلل الصَّفّ كَأَنَّهَا الْحَذف
رَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا نَحْو رِوَايَة أبي دَاوُد
الْخلَل بِفَتْح الْخَاء الْمُعْجَمَة وَاللَّام أَيْضا هُوَ مَا يكون بَين الِاثْنَيْنِ من الاتساع عِنْد عدم التراص
তাহকীক:
হাদীস নং: ৭১০
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১০. হযরত আলী ইবন আবূ তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের সারিগুলো সোজা ও সমান কর, তাহলে তোমাদের অন্তরসমূহ সঠিক থাকবে। তোমরা শরীরের সাথে শরীর। মিলিয়ে ফাঁকা বন্ধ করে নাও। শুরায়িহ বলেন: تماسوا অর্থ: পরস্পর সোজা ও সমান করে গায়ের সাথে গা মিলিয়ে দাঁড়ান অথবা সালাতে গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়ান। অপর এক রাবী বলেন: মিলে মিশে দাঁড়ান।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
710 - وَرُوِيَ عَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اسْتَووا تستو قُلُوبكُمْ وتماسوا تزاحموا
قَالَ شُرَيْح تماسوا يَعْنِي تزاحموا أوفى الصَّلَاة
وَقَالَ غَيره تماسوا تواصلوا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
قَالَ شُرَيْح تماسوا يَعْنِي تزاحموا أوفى الصَّلَاة
وَقَالَ غَيره تماسوا تواصلوا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
তাহকীক:
হাদীস নং: ৭১১
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১১. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা কাতার সোজা করবে, বাহুমূলসমূহকে সমপর্যায়ে রাখবে। ফাঁকাগুলো পূর্ণ করে নেবে এবং তোমাদের ভাইদের হাতের প্রতি কোমল হবে এবং শয়তানের জন্য ফাঁক রাখবে না। যে ব্যক্তি সারি মিলিয়ে নেবে, আল্লাহ তাকে তাঁর সাথে মিলিয়ে নেবেন। আর যে সারি কাটে, আল্লাহও তাকে (নিজ রহমত থেকে) কেটে দেবেন।
(আহমদ ও আবু দাউদ, নাসাঈ ও ইবন খুযায়মা হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করেছেন।)
(আহমদ ও আবু দাউদ, নাসাঈ ও ইবন খুযায়মা হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
711 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أقِيمُوا الصُّفُوف وحاذوا بَين المناكب وسدوا الْخلَل ولينوا بأيدي إخْوَانكُمْ وَلَا تذروا فرجات الشَّيْطَان وَمن وصل صفا وَصله الله وَمن قطع صفا قطعه الله
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَعند النَّسَائِيّ وَابْن خُزَيْمَة آخِره
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَعند النَّسَائِيّ وَابْن خُزَيْمَة آخِره
তাহকীক:
হাদীস নং: ৭১২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১২. হযরত জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) আমাদের কাছে এসে বললেনঃ ফিরিশতাকুল যেভাবে তাঁদের রবের সামনে দাঁড়ায়, তোমরা কেন তাঁদের ন্যায় সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছ না? আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! ফিরিশতাগণ তাদের রবের সামনে কিরূপ সারিবদ্ধভাবে দাঁড়ায়? তিনি বললেনঃ তারা প্রথম সারিসমূহ পূরা করে এবং দু'জনের মধ্যে কোন প্রকার ব্যবধান না রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন)
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
712 - وَعَن جَابر بن سَمُرَة رَضِي الله عَنهُ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَلا تصفون كَمَا تصف الْمَلَائِكَة عِنْد رَبهَا فَقُلْنَا يَا رَسُول الله وَكَيف تصف الْمَلَائِكَة عِنْد رَبهَا قَالَ يتمون الصُّفُوف الأول ويتراصون فِي الصَّفّ
رَوَاهُ أَبُو مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
رَوَاهُ أَبُو مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
তাহকীক:
হাদীস নং: ৭১৩
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যারা সালাতের মধ্যে নিজেদের বাহুমূলকে নরম রাখে, তারা তোমাদের মধ্যে উত্তম লোক।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
713 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ خياركم ألينكم مناكب فِي الصَّلَاة
رَوَاهُ أَبُو دَاوُد
رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৭১৪
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সালাত দাঁড়িয়ে গিয়েছিল (অর্থাৎ সালাতের ইকামত শেষ হয়ে গিয়েছিল) এমন সময় রাসূলুল্লাহ (সা) আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেনঃ তোমাদের সারিগুলো সোজা করে নাও এবং পরস্পরে ঘেঁষে ঘেষে দাঁড়াও। কারণ আমি তোমাদেরকে আমার পেছন থেকেও দেখি।
(বুখারী, মুসলিম ও অপরাপর হাদীস গ্রন্থসমূহে হাদীসটি বর্ণিত হয়েছে। বুখারী শরীফের এক বর্ণনায় বলা হয়েছে: কাজেই এরপর (থেকে) আমাদের প্রত্যেকে তার পাশের জনের কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে নিত।)
(বুখারী, মুসলিম ও অপরাপর হাদীস গ্রন্থসমূহে হাদীসটি বর্ণিত হয়েছে। বুখারী শরীফের এক বর্ণনায় বলা হয়েছে: কাজেই এরপর (থেকে) আমাদের প্রত্যেকে তার পাশের জনের কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে নিত।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
714 - وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ أُقِيمَت الصَّلَاة فَأقبل علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِوَجْهِهِ فَقَالَ أقِيمُوا صفوفكم وتراصوا فَإِنِّي أَرَاكُم من وَرَاء ظَهْري
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم بِنَحْوِهِ
وَفِي رِوَايَة للْبُخَارِيّ فَكَانَ أَحَدنَا يلزق مَنْكِبه بمنكب صَاحبه وَقدمه بقدمه
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم بِنَحْوِهِ
وَفِي رِوَايَة للْبُخَارِيّ فَكَانَ أَحَدنَا يلزق مَنْكِبه بمنكب صَاحبه وَقدمه بقدمه
তাহকীক:
হাদীস নং: ৭১৫
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেনঃ তোমরা যথাযথভাবে সালাতের কাতার সোজা করে নাও।
(আহমদ সহীহ রিওয়ায়াতে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমদ সহীহ রিওয়ায়াতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
715 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَحْسنُوا إِقَامَة الصُّفُوف فِي الصَّلَاة
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح
তাহকীক:
হাদীস নং: ৭১৬
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ ডানদিকের (মুসল্লীদের) প্রতি রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাকুল তাদের প্রতি রহমত বিতরণ করেন।
(আবু দাউদ এবং ইবন মাজাহ হাসান সনদে হাদীসটি বর্ণনা করেন।)
(আবু দাউদ এবং ইবন মাজাহ হাসান সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
716 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله وَمَلَائِكَته يصلونَ على ميامن الصُّفُوف
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه بِإِسْنَاد حسن
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৭১৭
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১৭. হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) এর পেছনে সালাত আদায়ের সময় আমরা তাঁর ডানদিকে দাঁড়াতে পসন্দ করতাম, যাতে তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বসেন, কাজেই আমি তাঁকে বলতে শুনলাম: হে আমার রব! তোমার বান্দাদের যে দিন পূনর্বার উঠাবে, সেদিনের আযাব থেকে আমাকে বাঁচাও।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
717 - وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ كُنَّا إِذا صلينَا خلف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أحببنا أَن نَكُون عَن يَمِينه يقبل علينا بِوَجْهِهِ فَسَمعته يَقُول رب قني عذابك يَوْم تبْعَث عِبَادك
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৭১৮
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১৮. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন: কারো কষ্ট হবে এ আশংকায় যদি কেউ প্রথম সারি বর্জন করে, তাহলে আল্লাহ তা'আলা তাকে প্রথম সারিতে দাঁড়ানোর সওয়াব দেবেন।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
718 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ترك الصَّفّ الأول مَخَافَة أَن يُؤْذِي أحدا أَضْعَف الله لَهُ أجر الصَّفّ الأول
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
তাহকীক:
হাদীস নং: ৭১৯
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ সারিতে মিশে দাঁড়ান এবং ফাঁকা না রাখার প্রতি অনুপ্রেরণা
৭১৯. হযরত আয়েশা (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যারা (একে অন্যের শরীর) ঘেঁষে ঘেঁষে সারিবদ্ধভাবে (সালাতে) দাঁড়ায়, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাকুল অনুগ্রহ বিতরণ করেন।
(হাদীসটি আহমদ, ইবন মাজাহ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেনঃ মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসটি সহীহ। ইবন মাজাহ আরো বাড়িয়ে বলেছেন: যে ব্যক্তি ফাঁকা পূরণ করবে, আল্লাহ তার একটি মর্যাদা সমুন্নত করবেন।)
(হাদীসটি আহমদ, ইবন মাজাহ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেনঃ মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসটি সহীহ। ইবন মাজাহ আরো বাড়িয়ে বলেছেন: যে ব্যক্তি ফাঁকা পূরণ করবে, আল্লাহ তার একটি মর্যাদা সমুন্নত করবেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي وصل الصُّفُوف وسد الْفرج
719 - عَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله وَمَلَائِكَته يصلونَ على الَّذين يصلونَ الصُّفُوف
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم زَاد ابْن مَاجَه وَمن سد فُرْجَة رَفعه الله بهَا دَرَجَة
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم زَاد ابْن مَاجَه وَمن سد فُرْجَة رَفعه الله بهَا دَرَجَة
তাহকীক:
হাদীস নং: ৭২০
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ সারিতে মিশে দাঁড়ান এবং ফাঁকা না রাখার প্রতি অনুপ্রেরণা
৭২০. হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) সারির মধ্য দিয়ে এক প্রান্ত হতে অন্য প্রান্ত যেতেন এবং আমাদের কাঁধে অথবা বলেছেন, বুকে হাত লাগাতেন এবং বলতেনঃ আগেপিছে হয়ে যেও না, তাহলে তোমাদের অন্তরও বিভিন্ন হয়ে যাবে। তিনি (আরো) বলতেন: অবশ্যই আল্লাহ প্রথম সারির প্রতি রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাগণ অনুগ্রহ বিতরণ করেন।
(ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي وصل الصُّفُوف وسد الْفرج
720 - وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَأْتِي الصَّفّ من نَاحيَة إِلَى نَاحيَة فيمسح مناكبنا أَو صدورنا وَيَقُول لَا تختلفوا فتختلف قُلُوبكُمْ
قَالَ وَكَانَ يَقُول إِن الله وَمَلَائِكَته يصلونَ على الَّذين يصلونَ الصُّفُوف الأول
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
قَالَ وَكَانَ يَقُول إِن الله وَمَلَائِكَته يصلونَ على الَّذين يصلونَ الصُّفُوف الأول
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
তাহকীক: