আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

৫. অধ্যায়ঃ নামাজ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৪৮২ টি

হাদীস নং: ৬০১
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিজন এলাকায় সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা।
[হাফিয (র) বলেন]: কোন কোন আলিম জামা'আতে সালাত আদায় অপেক্ষা বিজন এলাকার সালাত আদায় উত্তম মনে করেন।
৬০১. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: জামা'আতে সালাত আদায়ে রয়েছে পঁচিশ গুণ বেশি সওয়াব। কেউ যদি পরিপূর্ণ রুকু-সিজদাসহ বিজন এলাকায় সালাত আদায় করে, তার জন্য রয়েছে পঞ্চাশ গুণ সওয়াব।
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আবদুল ওয়াহিদ ইবন যিয়াদ এই হাদীস সম্পর্কে বলেনঃ বিজন এলাকার সালাত আদায়ে জামা'আতের দ্বিগুণ সওয়াব রয়েছে। হাকিম নিজ শব্দে হাদীসটি বর্ণনা করেন এবং বলেন: বুখারী-মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসখানা সহীহ। হাদীসের মূল অংশ বুখারী ও অন্যান্যদের মত এবং ইবন হিব্বান তাঁর নিজ শব্দযোগে 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) বলেছেন: কারো একাকী সালাত আদায় অপেক্ষা জামা'আতে সালাত আদায়ে পঁচিশ গুণ বেশি সওয়াব দেওয়া হয়। আর কেউ যদি বিজন এলাকায় রুকু-সিজদা পূর্ণভাবে আদায়সহ সালাত আদায় করে, তাকে দেওয়া হয় পঞ্চাশ ওয়াক্ত সালাতের সওয়াব (মর্যাদা)।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الفلاة قَالَ الْحَافِظ رَحمَه الله وَقد ذهب بعض الْعلمَاء إِلَى تفضيلها على الصَّلَاة فِي الْجَمَاعَة
601 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الصَّلَاة فِي الْجَمَاعَة تعدل خمْسا وَعشْرين صَلَاة فَإِذا صلاهَا فِي فلاة فَأَتمَّ ركوعها وسجودها بلغت خمسين صَلَاة
رَوَاهُ أَبُو دَاوُد وَقَالَ قَالَ عبد الْوَاحِد بن زِيَاد فِي هَذَا الحَدِيث صَلَاة الرجل فِي الفلاة تضَاعف على صلَاته فِي الْجَمَاعَة
رَوَاهُ الْحَاكِم بِلَفْظِهِ وَقَالَ صَحِيح على شَرطهمَا وَصدر الحَدِيث عِنْد البُخَارِيّ وَغَيره وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَلَاة الرجل فِي جمَاعَة تزيد على صلَاته وَحده بِخمْس وَعشْرين دَرَجَة فَإِن صلاهَا بِأَرْض قي فَأَتمَّ ركوعها وسجودها تكْتب صلَاته بِخَمْسِينَ دَرَجَة
হাদীস নং: ৬০২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিজন এলাকায় সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা।
৬০২. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: সালাতের মাধ্যমে যে এলাকাতেই আল্লাহর যিকর করা হোক অথবা শুধু যিকর করা হোক, তা সপ্ত যমীন পর্যন্ত উজ্জ্বল হয়ে উঠে এবং পার্শ্ববর্তী যমীন গর্ববোধ করে। কোন ব্যক্তি যখন বিজন এলাকায় সালাত আদায়ের উদ্দেশ্যে দাঁড়ায়, তখন তার জন্য যমীন উজ্জ্বল হয়ে উঠে।
(আবু ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الفلاة
602 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من بقْعَة يذكر الله عَلَيْهَا بِصَلَاة أَو بِذكر إِلَّا استشرفت بذلك إِلَى مُنْتَهَاهَا إِلَى سبع أَرضين وفخرت على مَا حولهَا من الْبِقَاع وَمَا من عبد يقوم بفلاة من الأَرْض يُرِيد الصَّلَاة إِلَّا تزخرفت لَهُ الأَرْض
رَوَاهُ أَبُو يعلى
হাদীস নং: ৬০৩
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিজন এলাকায় সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা।
৬০৩. হযরত সালমান ফারসী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কোন ব্যক্তি যদি বিজন এলাকায় অবস্থান করে এবং এমন সময় সালাতের সময় হয়, তাহলে সে যেন উযূ করে নেয়। আর যদি পানি না পায়, তাহলে যেন তায়াম্মুম করে। যদি সে সালাতে দাঁড়ায়, তখন দুইজন ফিরিশতা তার সাথে দাঁড়িয়ে যান। আর যদি সে আযান ও ইকমত দেয় এবং সালাত আদায়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে যায়, তখন তার পিছনে এমন দীর্ঘ সারি বেঁধে আল্লাহর সেনাদল দাঁড়িয়ে যান যে, তাঁদের প্রান্তমালা দেখা যায় না।
(আবদুর রাযযাক ইবন তায়মী তাঁর পিতার সূত্রে আবু উসমান নাহদী (র) থেকে হযরত সালমান (রা) সূত্রেহাদীসটি বর্ণনা করেন।)
হযরত 'উকবা ইবন 'আমির (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত এ পর্যায়ের একটি হাদীস আগে বর্ণিত হয়েছে যে, তোমার রব ঐ বকরীর রাখালের প্রতি সন্তুষ্ট, যে পাহাড়ের চূড়ায় অবস্থানকালে সালাতের জন্য আযান দেয় এবং সালাত আদায় করে, আল্লাহ তা'আলা তখন বলেনঃ তোমরা আমার এই বান্দার প্রতি তাকাও, সে আযান দিচ্ছে এবং আমার ভয়ে সালাত আদায় করছে। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে আমি জান্নাতে প্রবেশ করাব।
(আবূ দাউদ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। 'আযান' অধ্যায়ে এ সম্পর্কিত হাদীস পূর্বে বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الفلاة
603 - وَعَن سلمَان الْفَارِسِي رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا كَانَ الرجل بِأَرْض قي فحانت الصَّلَاة فَليَتَوَضَّأ فَإِن لم يجد مَاء فليتيمم فَإِن أَقَامَ صلى مَعَه ملكاه وَإِن أذن وَأقَام صلى خَلفه من جنود الله مَا لَا يرى طرفاه
رَوَاهُ عبد الرازق عَن ابْن التَّيْمِيّ عَن أَبِيه عَن أبي عُثْمَان النَّهْدِيّ عَن سلمَان
وَتقدم حَدِيث عقبَة بن عَامر عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يعجب رَبك من راعي غنم فِي رَأس شظية يُؤذن بِالصَّلَاةِ وَيُصلي فَيَقُول الله عز وَجل انْظُرُوا إِلَى عَبدِي هَذَا يُؤذن وَيُقِيم الصَّلَاة
يخَاف مني قد غفرت لعبدي وأدخلته الْجنَّة
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَتقدم فِي الْأَذَان
হাদীস নং: ৬০৪
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬০৪. হযরত উসমান ইবন আফ্ফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি ইশার সালাত জামাআতের সাথে আদায় করল, সে যেন অর্ধেক রাত সালাত আদায় করল। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাআতের সাথে আদায় করল, সে যেন সারারাত সালাত আদায় করল।
(মালিক ও মুসলিম হাদীসটি বর্ণনা করেন। শব্দমালা মুসলিমের। আবু দাউদ তাঁর নিজ শব্দযোগে বর্ণনা করেনঃ যে ব্যক্তি ইশার সালাত জামাআতের সাথে আদায় করল, সে যেন অর্ধেক রাত সালাত আদায় করল। আর যে ব্যক্তি ইশা ও ফজরের সালাত জামাআতের সাথে আদায় করল, সে যেন সারারাত সালাত আদায় করল। তিরমিযীও আবূ দাউদের ন্যায় বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেন: এ হাদীসখানা হাসান-সহীহ। ইবন খুযায়মা তাঁর সহীহ গ্রন্থে ইশা ও ফজরের সালাত জামাআতে আদায় করার ফযীলত শীর্ষক অনুচ্ছেদে বর্ণনা করেন যে, জামা'আতের সাথে ইশার সালাত আদায় করা অপেক্ষা ফজরের সালাত জামাআতে আদায় করা উত্তম। বর্ণনাটি হল: জামাআতে ইশার সালাত আদায় করার চাইতে ফজরের সালাত জামাআতে আদায়ে রয়েছে দ্বিগুণ সওয়াব। তারপর তিনি মুসলিমের অনুরূপ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। আবূ দাউদ এবং তিরমিযীর শব্দমালা ইবন খুযায়মার বর্ণনা পরিহার করে। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
604 - عَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من صلى الْعشَاء فِي جمَاعَة فَكَأَنَّمَا قَامَ نصف اللَّيْل وَمن صلى الصُّبْح فِي جمَاعَة فَكَأَنَّمَا صلى اللَّيْل كُله
رَوَاهُ مَالك وَمُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَلَفظه من صلى الْعشَاء فِي جمَاعَة كَانَ كقيام نصف لَيْلَة وَمن صلى الْعشَاء وَالْفَجْر فِي جمَاعَة كَانَ كقيام لَيْلَة
وَرَوَاهُ التِّرْمِذِيّ كَرِوَايَة أبي دَاوُد وَقَالَ حَدِيث حسن صَحِيح قَالَ ابْن خُزَيْمَة فِي صَحِيحه بَاب فضل صَلَاة الْعشَاء وَالْفَجْر فِي جمَاعَة وَبَيَان أَن صَلَاة الْفجْر فِي الْجَمَاعَة أفضل من صَلَاة الْعشَاء فِي الْجَمَاعَة وَأَن فَضلهَا فِي الْجَمَاعَة ضعفا فضل الْعشَاء فِي الْجَمَاعَة
ثمَّ ذكره بِنَحْوِ لفظ مُسلم وَلَفظ أبي دَاوُد وَالتِّرْمِذِيّ يدافع مَا ذهب إِلَيْهِ وَالله أعلم
হাদীস নং: ৬০৫
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬০৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: মুনাফিকদের কাছে সর্বাধিক ভারী ও কষ্টদায়ক সালাত হল ইশা ও ফজর। এ দুয়ের মধ্যে যে (সওয়াব) নিহিত রয়েছে, তা যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এই (দুই সালাতে) শামিল হত। আমার মনে চায় যে, আমি একজনকে সালাতের ইমামতের দায়িত্ব দেই (যাতে তার মাধ্যমে সালাত আদায় করা হয়) এবং অন্য একজনকে ইমামতির দায়িত্ব দেই যাতে সে লোকদের সালাতের ইমামতি করে। এরপর আমি লাকড়ীর বোঝাসহ একদল লোক আমার সাথে নিয়ে ঐ সকল লোকের ঘরে চলে যাই যারা সালাতে উপস্থিত হয়নি, এবং ঘরসহ তাদের জ্বালিয়ে দেই।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
605 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أثقل صَلَاة على الْمُنَافِقين صَلَاة الْعشَاء وَصَلَاة الْفجْر وَلَو يعلمُونَ مَا فيهمَا لأتوهما وَلَو حبوا وَلَقَد هَمَمْت أَن آمُر بِالصَّلَاةِ فتقام ثمَّ آمُر رجلا فَيصَلي بِالنَّاسِ ثمَّ أَنطلق معي بِرِجَال مَعَهم حزم من حطب إِلَى قوم لَا يشْهدُونَ الصَّلَاة فَأحرق عَلَيْهِم بُيُوتهم بالنَّار
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৬০৬
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬০৬. মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (সা) কিছু সংখ্যক লোককে সালাতে অনুপস্থিত দেখতে পেয়ে বলেছেন: আমি ইচ্ছা করেছি যে, এক ব্যক্তিকে এই মর্মে নির্দেশ দেই যে, সে লোকদের নিয়ে সালাত আদায় করুক এবং আমি তাদের পেছনে যাই, যারা সালাতে আসেনি। তারপর আমি নির্দেশ দেই যে, তাদের ঘর কাঠের আগুন দ্বারা তাদেরসহ জ্বালিয়ে দেওয়া হোক। তারা যদি জানত যে, এখানে আসলে উটের গোশত ভর্তি মোটা হাড় পাওয়া যাবে, তবে নিশ্চয়ই এই সালাতে অর্থাৎ ইশার সালাতে উপস্থিত হতো।
(ইমাম আহমদ (র) বিভিন্ন বর্ণনার নিরিখে অত্র হাদীসে উল্লেখ করেন যেঃ যদি তাদের ঘরে নারী এবং শিশুরা না থাকত, তাহলে আমি ইশার সালাতে দাঁড়িয়ে যেতাম এবং যুবকদের তাদের ঘরসমূহ জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিতাম।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
606 - وَفِي رِوَايَة لمُسلم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فقد نَاسا فِي بعض الصَّلَوَات فَقَالَ لقد
هَمَمْت أَن آمُر رجلا يُصَلِّي بِالنَّاسِ ثمَّ أُخَالِف إِلَى رجال يتخلفون عَنْهَا فآمر بهم فيحرقوا عَلَيْهِم بحزم الْحَطب بُيُوتهم وَلَو علم أحدهم أَنه يجد عظما سمينا لشهدها يَعْنِي صَلَاة الْعشَاء وَفِي بعض رِوَايَات الإِمَام أَحْمد لهَذَا الحَدِيث لَوْلَا مَا فِي الْبيُوت من النِّسَاء والذرية أَقمت صَلَاة الْعشَاء وَأمرت فتياني يحرقون مَا فِي الْبيُوت بالنَّار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬০৭
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬০৭. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যদি কাউকে ইশার কিংবা ফজরে অনুপস্থিত দেখতাম, তাহলে আমরা তার সম্পর্কে মন্দ ধারণা পোষণ করতাম।
(হাদীসটি তাবারানী এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
607 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ كُنَّا إِذا فَقدنَا الرجل فِي الْفجْر وَالْعشَاء أسأنا بِهِ الظَّن
رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
হাদীস নং: ৬০৮
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬০৮. নাখা গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আবুদ-দারদা (রা)-কে তাঁর অন্তিম মুহূর্তে বলতে শুনেছিঃ আমি তোমাদের কাছে রাসূলুল্লাহ (সা) থেকে শুনেছি এমন একটি হাদীস বর্ণনা করব।
আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ তুমি এভাবে আল্লাহর ইবাদত কর, যেন তাঁকে তুমি দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তাহলে তিনি তোমাকে দেখছেন (একথা মনে করবে)। তুমি নিজকে (সব সময়) মৃত্যুর জন্য প্রস্তুত রাখবে। মযলূমের ফরিয়াদ থেকে নিজকে বাঁচিয়ে রাখবে, কেননা তার ফরিয়াদ কবুল করা হয়। তোমাদের মধ্যকার যে কেউ যদি হামাগুড়ি দিয়ে হলেও ইশা ও ফজরের সালাতে উপস্থিত হতে পারে, তাহলে সে যেন তাই করে।
(তাবারানী তার 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। বর্ণিত অস্পষ্ট ব্যক্তির নাম জাবির। তবে তাঁর অবস্থা আমার জানা নেই।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
608 - وَعَن رجل من النخع قَالَ سَمِعت أَبَا الدَّرْدَاء رَضِي الله عَنهُ حِين حَضرته الْوَفَاة قَالَ أحدثكُم حَدِيثا سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول اعبد الله كَأَنَّك ترَاهُ فَإِن لم تكن ترَاهُ فَإِنَّهُ يراك واعدد نَفسك فِي الْمَوْتَى وَإِيَّاك ودعوة الْمَظْلُوم فَإِنَّهَا تستجاب وَمن اسْتَطَاعَ مِنْكُم أَن يشْهد الصَّلَاتَيْنِ الْعشَاء وَالصُّبْح وَلَو حبوا فَلْيفْعَل
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
وسمى الرجل الْمُبْهم جَابِرا وَلَا يحضرني حَاله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬০৯
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬০৯. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি ইশার সালাত জামাআতের সাথে আদায় করল, সে যেন লায়লাতুল কদরের অংশ লাভ করল।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
609 - وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صلى الْعشَاء فِي جمَاعَة فقد أَخذ بحظه من لَيْلَة الْقدر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
হাদীস নং: ৬১০
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১০. হযরত উমর ইবন খাত্তাব (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন: যার চল্লিশ দিনের মধ্যে তাকবীরে উলা ছুটেনি এবং ইশার সালাত থেকে শুরু করে জামাআতের সাথে সব সালাত আদায় করল, আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন।
(ইবন মাজাহ (র) ইসমাঈল থেকে উমারা ইবন গাযীয়া.... হযরত আনাস ইবন মালিক (রা) থেকে হযরত উমর (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন। ইমাম তিরমিযীও এদিকে ইঙ্গিত করেছেন। তবে তিনি বলেছেন: এ হাদীসখানা মুরসাল। অর্থাৎ উমারা ইবন গাযীয়া মাযিনী মাদানী হযরত আনাস (রা)-এর সাক্ষাত পাননি।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
610 - وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه كَانَ يَقُول من صلى فِي مَسْجِد جمَاعَة أَرْبَعِينَ لَيْلَة لَا تفوته الرَّكْعَة الأولى من صَلَاة الْعشَاء كتب الله لَهُ بهَا عتقا من النَّار
رَوَاهُ ابْن مَاجَه من رِوَايَة إِسْمَاعِيل عَن عمَارَة بن غزيَّة عَن أنس بن مَالك عَن عمر وَأَشَارَ إِلَيْهِ التِّرْمِذِيّ وَلم يذكر لَفظه وَقَالَ هُوَ حَدِيث مُرْسل يَعْنِي أَن عمَارَة بن غزيَّة وَهُوَ الْمَازِني الْمدنِي لم يدْرك أنسا
হাদীস নং: ৬১১
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১১. হযরত আবূ উমামা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি উযূ করে মসজিদে এসে ফজরের (ফরযের) পূর্বে দুই রাকআত সালাত আদায় করবে এবং এরপর ফজরের (ফরয) সালাত আদায় করবে, তার সে দিনের সালাত নেককারদের সালাতরূপে গণ্য হবে এবং তাকে আল্লাহর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।
(তাবারানী কাসিম ইবন আবু আবদুর রহমান থেকে হযরত আবু উমামা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
611 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تَوَضَّأ ثمَّ أَتَى الْمَسْجِد فصلى رَكْعَتَيْنِ قبل الْفجْر ثمَّ جلس حَتَّى يُصَلِّي الْفجْر كتبت صلَاته يَوْمئِذٍ فِي صَلَاة الْأَبْرَار وَكتب فِي وَفد الرَّحْمَن
رَوَاهُ الطَّبَرَانِيّ عَن الْقَاسِم أبي عبد الرَّحْمَن عَن أبي أُمَامَة
হাদীস নং: ৬১২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১২. হযরত উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (সা) আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করেন। এরপর তিনি বললেন: অমুক কি উপস্থিত আছে? তারা বললঃ না। তিনি বললেন: অমুক কি উপস্থিত আছে? তারা বলল, না। তিনি বললেনঃ এই দুই সালাত (ইশা ও ফজর) মুনাফিকদের উপর খুবই ভারী ও কষ্টদায়ক। তোমরা যদি এই দুই সালাতে কী সওয়াব রয়েছে তা জানতে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো। হাদীসের শেষ পর্যন্ত।
(আহমদ, আবু দাউদ, ইবন খুযায়মা। ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন এবং হাকিমও। জামা'আতে অধিক অংশগ্রহণ' শীষক দীর্ঘ হাদীসে এ বিষয়ে পূর্ব বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
612 - وَعَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ قَالَ صلى بِنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا الصُّبْح فَقَالَ أشاهد فلَان قَالُوا لَا
قَالَ أشاهد فلَان قَالُوا لَا
قَالَ إِن هَاتين الصَّلَاتَيْنِ أثقل الصَّلَوَات على الْمُنَافِقين وَلَو تعلمُونَ مَا فيهمَا لأتيتموهما وَلَو حبوا على الركب
الحَدِيث رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَتقدم بِتَمَامِهِ فِي كَثْرَة الْجَمَاعَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬১৩
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১৩. হযরত সামুরা ইবন জুন্দুব (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি জামাআতের সাথে ফজরের সালাত আদায় করবে, সে আল্লাহর যিম্মাদারীতে থাকবে।
(ইবন মাজাহ সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
613 - وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صلى الصُّبْح فِي جمَاعَة فَهُوَ فِي ذمَّة الله تَعَالَى
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح
হাদীস নং: ৬১৪
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১৪. হযরত আবূ বকর সিদ্দীক (রা) সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তবে তাতে আরো বাড়িয়ে বলা হয়েছে। তোমরা আল্লাহর অঙ্গীকারের খিয়ানত করবে না। কেউ যদি তাকে হত্যা করে, তা হলে আল্লাহ তা'আলা (স্বয়ং) তার হত্যার দাবি পেশ করবেন; এমনকি তাকে অধঃমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন।
(মুসলিম হযরত জুন্দুব (রা) থেকে হাদীসটি বর্ণনা করেন। পাঁচ ওয়াক্ত সালাত' শীর্ষক অনুচ্ছেদে হাদীসটি পূর্বেও এসেছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
614 - وَرَوَاهُ أَيْضا من حَدِيث أبي بكر الصّديق رَضِي الله عَنهُ وَزَاد فِيهِ فَلَا تخفروا الله فِي عَهده فَمن قَتله طلبه الله حَتَّى يكبه فِي النَّار على وَجهه
رَوَاهُ مُسلم من حَدِيث جُنْدُب وَتقدم فِي الصَّلَوَات الْخمس
হাদীস নং: ৬১৫
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১৫. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি ফজরের সলাতের জন্য যায়, সে ঈমানের ঝাণ্ডা বহন করে। পক্ষান্তরে যে ব্যক্তি বাজারে যায়, সে শয়তানের ঝাণ্ডা বহন করে।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
615 - وَرُوِيَ عَن سلمَان رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من غَدا إِلَى صَلَاة الصُّبْح غَدا براية الْإِيمَان وَمن غَدا إِلَى السُّوق غَدا براية الشَّيْطَان
رَوَاهُ ابْن مَاجَه
হাদীস নং: ৬১৬
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১৬. রাসূলুল্লাহ (সা) এর সাহাবী হযরত মায়তাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার কাছে এই মর্মে সংবাদ পৌঁছেছে যে, যে ব্যক্তি প্রথম সমজিদে (সালাত আদায়ের জন্য) আসে, ফিরিশতা তার সাথে ঝাণ্ডা বহন করে। পতাকাবাহী ফিরিশতা তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার সাথে থাকে। যে ব্যক্তি প্রথমে বাজারে যায়, শয়তান তার সাথে পতাকা বহন করে, যতক্ষণ না সে ঘরে ফিরে আসেন।
(ইবন আবূ আসিম এবং আবূ লুয়ায়ম معرفَة الصَّحَابَة গ্রন্থে এবং অন্যান্যগণও হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
616 - وَرُوِيَ عَن ميتم رجل من أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَلغنِي أَن الْملك يَغْدُو برايته مَعَ أول من يَغْدُو إِلَى الْمَسْجِد فَلَا يزَال بهَا مَعَه حَتَّى يرجع فَيدْخل بهَا منزله وَإِن الشَّيْطَان يَغْدُو برايته إِلَى السُّوق مَعَ أول من يَغْدُو فَلَا يزَال بهَا مَعَه حَتَّى يرجع فيدخلها منزله
رَوَاهُ ابْن أبي عَاصِم وَأَبُو نعيم فِي معرفَة الصَّحَابَة وَغَيرهَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬১৭
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১৭. হযরত আবু বাকর ইবন সুলায়মান ইবন আবু খায়সামা (রা) থেকে হযরত উমর ইবন খাত্তাব (রা) সূত্রে বর্ণিত। তিনি একদা সুলায়মান ইবন আবু খায়সামা (রা)-কে ফজরের সালাতে পেলেন না। উমর (রা) বাজারের দিকে গেলেন। আর সুলায়মানের ঘর বাজার ও মসজিদের মধ্যবর্তী জায়গায় ছিল। তিনি সুলায়মানের জননী শাফার নিকট গমন করলেন। তারপর তিনি তাকে বললেনঃ আমি সুলায়মানকে ফজরের সালাতে তো দেখলাম না? তিনি বললেন :'সে (সুলায়মান) রাতভর জেগে সালাত আদায় করেছে, পরে ঘুমিয়ে পড়েছে। উমর (রা) তাকে বললেন: সারারাত (নফল) সালাত আদায় অপেক্ষা ফজরের সালাতের জামাআতে উপস্থিত হওয়া আমার কাছে অধিক প্রিয়।
(হাদীসটি মালিক বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
617 - وَعَن أبي بكر بن سُلَيْمَان بن أبي حثْمَة أَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ فقد سُلَيْمَان بن أبي حثْمَة فِي صَلَاة الصُّبْح وَإِن عمر غَدا إِلَى السُّوق ومسكن سُلَيْمَان بَين
الْمَسْجِد والسوق فَمر على الشِّفَاء أم سُلَيْمَان فَقَالَ لَهَا لم أر سُلَيْمَان فِي الصُّبْح فَقَالَت لَهُ إِنَّه بَات يُصَلِّي فغلبته عَيناهُ
قَالَ عمر لَهُ لَان أشهد صَلَاة الصُّبْح فِي جمَاعَة أحب إِلَيّ من أَن أقوم لَيْلَة
رَوَاهُ مَالك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬১৮
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১৮. হযরত আবুদ-দারদা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন: যে ব্যক্তি রাতের অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে (সালাত আদায়ের) উদ্দেশ্যে যায়, সে কিয়ামতের দিন নূরসহ আল্লাহর সাক্ষাত লাভ করবে। (তাবারানী তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি হাসান সনদে বর্ণনা করেন। ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থেও এরূপ বর্ণিত আছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
618 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من مَشى فِي ظلمَة اللَّيْل إِلَى الْمَسَاجِد لَقِي الله عز وَجل بِنور يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن وَلابْن حبَان فِي صَحِيحه نَحوه
হাদীস নং: ৬১৯
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১৯. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যারা রাতের অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে আসে, তুমি তাদেরকে কিয়ামতের দিনের পূর্ণ নূরের সুসংবাদ দাও।
(ইবন মাজাহ, ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে এবং হাকিম তাঁর শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ। তবে এ বিষয়ক হাদীস পূর্বে বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
619 - وَعَن سهل بن سعد السَّاعِدِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بشر الْمَشَّائِينَ فِي الظُّلم إِلَى الْمَسَاجِد بِالنورِ التَّام يَوْم الْقِيَامَة
رَوَاهُ ابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ وَتقدم مَعَ غَيره
হাদীস নং: ৬২০
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ বিনা ওজরে জামাআত বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৬২০. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি আযান শুনেছে অথচ কোন ওযর তাকে বিরত রাখেনি; তারা বলল: ওযর কি? তিনি বললেনঃ ভয়-ভীতি অথবা রোগ-ব্যধি। তাহলে সে যে সালাত আদায় করেছে, তা কবুল করা হবে না।
(আবূ দাউদ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীস বর্ণনা করেন এবং ইবন মাজাহও অনুরূপ বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من ترك حُضُور الْجَمَاعَة لغير عذر
620 - عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سمع النداء فَلم يمنعهُ من اتِّبَاعه عذر
قَالُوا وَمَا الْعذر قَالَ خوف أَو مرض لم تقبل مِنْهُ الصَّلَاة الَّتِي صلى
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَابْن مَاجَه بِنَحْوِهِ