আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

৫. অধ্যায়ঃ নামাজ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৪৮২ টি

হাদীস নং: ৫৪১
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪১. মুসলিম শরীফের অন্য বর্ণনায় আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ কোন মুসলিম ব্যক্তির যখন কোন ফরয সালাতের ওয়াক্ত হয়, আর সে সালাতের উযুকে উত্তমরূপে আদায় করে, সালাতে বিনয় এবং রুকু উত্তমরূপে আদায় করে, তাহলে যতক্ষণ না সে কোন কবীরা গুনাহে লিপ্ত হবে, তার এই সালাত তার পূর্ববর্তী সকল গুনাহের জন্য কাফ্ফারা হবে। আর এ অবস্থা সর্বযুগে বিদ্যমান।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
541 - وَفِي رِوَايَة أَيْضا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من امرىء مُسلم تحضره صَلَاة مَكْتُوبَة فَيحسن وضوءها وخشوعها وركوعها إِلَّا كَانَت كَفَّارَة لما قبلهَا من الذُّنُوب مَا لم تؤت كَبِيرَة وَذَلِكَ الدَّهْر كُله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৪২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪২. হযরত আবূ আইয়ুব (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: প্রত্যেক সালাত তার পূর্ববর্তী সালাতের সময় পর্যন্তকৃত গুনাহ মুছে দেয়।
(আহমদ হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
542 - وَعَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن كل صَلَاة تحط مَا بَين يَديهَا من خَطِيئَة
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
হাদীস নং: ৫৪৩
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪৩. হযরত উসমান (রা)-এর মুক্ত দাস হারিস থেকে বর্ণিত। তিনি বলেন, এক দিন উসমান (রা) -এর সাথে আমরা বসা ছিলাম। এরপর মুআযযিন এলে তিনি তাকে ডেকে একটি পাত্রে পানি আনালেন। আমার ধারণা, তাতে এক মুদ, (প্রায় এক লিটার) পানি ছিল। তিনি তা দ্বারা উযূ করে বললেনঃ আমি যেভাবে উযূ করলাম, এভাবে আমি রাসূলুল্লাহ (সা) কে উযূ করতে দেখেছি। এরপর তিনি রাসূলুল্লাহ (সা) বলেন: যে ব্যক্তি এভাবে আমার ন্যায় উযূ করবে এবং যোহরের সালাত আদায় করবে, ফজর থেকে যোহর পর্যন্তকৃত তার পাপরাশি ক্ষমা করা হবে। তারপর আসরের সালাত আদায় করলে, যোহর থেকে আসর পর্যন্তকৃত তার পাপরাশি ক্ষমা করা হবে। তারপর সে মাগরিবের সালাত আদায় করলে, আসর থেকে মাগরিব পর্যন্তকৃত তার পাপরাশি ক্ষমা করা হবে। তারপর সে ইশার সালাত আদায় করলে, মাগরিব থেকে ঈশা পর্যন্তকৃত তার পাপরাশি ক্ষমা করা হবে। এরপর সে নীরবে ঘুমিয়ে পড়লে এবং নিদ্রা ভংগ করে উযূশেষে ফজরের সালাত আদায় করলে, ইশা থেকে ফজর পর্যন্তকৃত তার পাপরাশি ক্ষমা করা হবে। আর এ-ই হচ্ছে সৎকর্ম অসৎকর্ম মিটিয়ে দেওয়ার অর্থ। তারা বলেন ৪ এতো সৎকর্মসমূহ, হে 'উসমান! আল-বাকিয়াত কি? তিনি বললেনঃ তাহলঃ لا إله إلا الله (আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই) سُبْحَان الله (আল্লাহ অতিশয় পবিত্র) الْحَمْد لله (সকল প্রশংসা আল্লাহর জন্য) الله أكبر (আল্লাহ মহান) وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه আল্লাহর দেওয়া ক্ষমতা ব্যতীত কারো পাপ থেকে বিরত থাকা এবং সৎকাজ করার শক্তি নেই)।
(আহমদ হাসান সনদে হাদীসখানা বর্ণনা করেছেন, আবু ইয়ালা এবং বাযযারও।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
543 - وَعَن الْحَارِث مولى عُثْمَان قَالَ جلس عُثْمَان رَضِي الله عَنهُ يَوْمًا وَجَلَسْنَا مَعَه فجَاء الْمُؤَذّن فَدَعَا بِمَاء فِي إِنَاء أَظُنهُ يكون فِيهِ مد فَتَوَضَّأ ثمَّ قَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يتَوَضَّأ وضوئي هَذَا ثمَّ قَالَ من تَوَضَّأ وضوئي هَذَا ثمَّ قَامَ يُصَلِّي صَلَاة الظّهْر غفر لَهُ مَا كَانَ بَينهَا وَبَين الصُّبْح ثمَّ صلى الْعَصْر غفر لَهُ مَا كَانَ بَينهَا وَبَين الظّهْر ثمَّ صلى الْمغرب غفر لَهُ مَا كَانَ بَينهَا وَبَين الْعَصْر ثمَّ صلى الْعشَاء غفر لَهُ مَا كَانَ بَينهَا وَبَين الْمغرب ثمَّ لَعَلَّه يبيت يتمرغ ليلته ثمَّ إِن قَامَ فَتَوَضَّأ فصلى الصُّبْح غفر لَهُ مَا بَينهَا وَبَين صَلَاة الْعشَاء وَهن الْحَسَنَات يذْهبن السَّيِّئَات
قَالُوا هَذِه الْحَسَنَات فَمَا الْبَاقِيَات يَا عُثْمَان قَالَ هِيَ لَا إِلَه إِلَّا الله وَسُبْحَان الله وَالْحَمْد لله وَالله أكبر وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَأَبُو يعلى وَالْبَزَّار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৪৪
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪৪. হযরত জুনদুব ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, সে ব্যক্তি আল্লাহর যিম্মায় থাকবে। কাজেই আল্লাহ যেন আপন যিম্মার কোন বিষয়ে তোমাদের বিপক্ষে বাদী না হন। কেননা তিনি যার বিপক্ষে আপন দায়িত্বের কোন বিষয় সম্পর্কে বাদী হবেন, তাকে তিনি খুঁজে বের করবেনই। এরপর তিনি তাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন।
(মুসলিম নিজ শব্দযোগে এবং আবূ দাউদ ও তিরমিযী প্রমুখ এ হাদীসখানা বর্ণনা করেন। এ সম্পর্কে ফজর ও আসর সালাত অধ্যায়ে বিবরণ সামনে আসবে ইনশা আল্লাহ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
544 - وَعَن جُنْدُب بن عبد الله رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صلى الصُّبْح فَهُوَ فِي ذمَّة الله فَلَا يطلبكم الله من ذمَّته بِشَيْء فَإِنَّهُ من يَطْلُبهُ من ذمَّته بِشَيْء يُدْرِكهُ ثمَّ يكبه على وَجهه فِي نَار جَهَنَّم
رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَغَيرهم
وَيَأْتِي فِي بَاب صَلَاة الصُّبْح وَالْعصر إِن شَاءَ الله تَعَالَى
হাদীস নং: ৫৪৫
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: রাত ও দিনের ফিরিশতা পালাক্রমে তোমাদের কাছে আসে এবং ফজর ও আসরের সালাতে তারা একত্রিত হয়। তারপর রাতের ফিরিশতারা উপরে উঠে যায়। তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, অথচ তিনি তাদের সম্পর্কে অধিক জানেন। তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এলে? তারা বলে: আমরা তাদের যখন রেখে আসি, তখন তারা সালাতে রত ছিল, আর আমরা যখন তাদের কাছে পৌঁছেছিলাম, তখনো তারা সালাতরত ছিল।
(ইমাম মালিক, বুখারী, মুসলিম ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
545 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يتعاقبون فِيكُم مَلَائِكَة بِاللَّيْلِ وملائكة بِالنَّهَارِ ويجتمعون فِي صَلَاة الصُّبْح وَصَلَاة الْعَصْر ثمَّ يعرج الَّذين باتوا فِيكُم فيسألهم رَبهم وَهُوَ أعلم بهم كَيفَ تركْتُم عبَادي فَيَقُولُونَ تركناهم وهم يصلونَ وأتيناهم وهم يصلونَ
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
হাদীস নং: ৫৪৬
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪৬. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আল্লাহ তা'আলা মানুষের উপর দ্বীনের প্রথম ও শেষ পর্যায়ে সালাত অপরিহার্য করেছেন আর কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেয়া হবে। আল্লাহ তা'আলা বলবেন: তোমরা আমার বান্দার সালাতের দিকে তাকাও। যদি তা পূর্ণভাবে আদায় হয়ে থাকে, তাহলে পূর্ণভাবে আদায় হয়েছে লেখা হবে। যদি তা অসম্পূর্ণভাবে আদায় হয়ে থাকে, তবে তিনি বলবেন দেখ তো, আমার বান্দার নফল সালাত আছে কি না? যদি নফল থেকে থাকে, তা হলে তা দ্বারা ফরয পূর্ণ করে দাও। এরপর তিনি বলবেনঃ তার যাকাত পুরোপুরি আদায় হয়েছে কি? যদি তা পুরোপুরি আদায় হয়ে থাকে, তাহলে পূর্ণভাবে আদায় হয়েছে লেখা হবে। আর যদি তা অসম্পূর্ণভাবে আদায় হয়ে থাকে, তখন তিনি বলবেনঃ দেখ তো সে সদকা দিয়েছে কি-না? যদি তার সদকা থাকে, তাহলে তা দ্বারা তার যাকাত পুরা করে দেয়া হবে।
(আবু ইয়ালা এ হাদীসখানা বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
546 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أول مَا افْترض الله على النَّاس من دينهم الصَّلَاة وَآخر مَا يبْقى الصَّلَاة وَأول مَا يُحَاسب بِهِ الصَّلَاة وَيَقُول الله انْظُرُوا فِي صَلَاة عَبدِي فَإِن كَانَت تَامَّة كتبت تَامَّة وَإِن كَانَت نَاقِصَة يَقُول
انْظُرُوا هَل لعبدي من تطوع فَإِن وجد لَهُ تطوع تمت الْفَرِيضَة من التَّطَوُّع ثمَّ قَالَ انْظُرُوا هَل زَكَاته تَامَّة فَإِن كَانَت تَامَّة كتبت تَامَّة وَإِن كَانَت نَاقِصَة قَالَ انْظُرُوا هَل لَهُ صَدَقَة فَإِن كَانَت لَهُ صَدَقَة تمت لَهُ زَكَاته
رَوَاهُ أَبُو يعلى
হাদীস নং: ৫৪৭
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪৭. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: ঈমানের সাথে যার পাঁচটি বিষয়ের সমন্বয় পাওয়া যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। তা হলঃ ১. যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত উযু, রুকু-সাজদা এবং ওয়াক্তমত আদায় করবে, ২. রমযানের সিয়াম পালন করবে, ৩. সামর্থ্য থাকলে বায়তুল্লাহর হজ্জ পালন করবে, ৪. আনন্দচিত্তে যাকাত আদায় করবে এবং ৫. আমানত রক্ষা করবে। তখন বলা হলো: ইয়া রাসূলাল্লাহ! আমানত আদায়ের অর্থ কি? তিনি বললেন: অপবিত্রতা থেকে গোসল করা। নিশ্চয়ই আল্লাহ তা'আলা বনী আদমের উপর তাঁর দ্বীনের জন্য এর চেয়ে অন্য কোন আমানত গচ্ছিত রাখেন নি।
(তাবারানী এ হাদীসখানা উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
547 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خمس من جَاءَ بِهن مَعَ إِيمَان دخل الْجنَّة من حَافظ على الصَّلَوَات الْخمس على وضوئهن وركوعهن وسجودهن ومواقيتهن وَصَامَ رَمَضَان وَحج الْبَيْت إِن اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلا وَآتى الزَّكَاة طيبَة بهَا نَفسه وَأدّى الْأَمَانَة
قيل يَا رَسُول الله وَمَا أَدَاء الْأَمَانَة قَالَ الْغسْل من الْجَنَابَة إِن الله لم يَأْمَن ابْن آدم على شَيْء من دينه غَيرهَا
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
হাদীস নং: ৫৪৮
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪৮. হযরত উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ আল্লাহ তা'আলা তাঁর বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। কাজেই যে তা সংরক্ষণ করবে এবং তার হকের কোন অংশে কম করবে না, তাকে জান্নাতে প্রবেশ করানোর ব্যাপারে আল্লাহর অঙ্গীকার রয়েছে। আর যে ব্যক্তি তা করবে না, তার সাথে আল্লাহর কোন চুক্তি নেই। চাইলে তিনি তাকে শাস্তি দেবেন, নতুবা তিনি চাইলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
(ইমাম মালিক, আবু দাউদ, নাসাঈ ও ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
548 - وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول خمس صلوَات كتبهن الله على الْعباد فَمن جَاءَ بِهن وَلم يضيع مِنْهُنَّ شَيْئا اسْتِخْفَافًا بحقهن كَانَ لَهُ عِنْد الله عهد أَن يدْخلهُ الْجنَّة وَمن لم يَأْتِ بِهن فَلَيْسَ لَهُ عِنْد الله عهد إِن شَاءَ عذبه وَإِن شَاءَ أدخلهُ الْجنَّة
رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه
হাদীস নং: ৫৪৯
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪৯. আবু দাউদ শরীফে বর্ণিত আছে যে, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ আল্লাহ তা'আলা পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। কাজেই যে উত্তমরূপে উযূ করবে, যথাসময়ে সালাত আদায় করবে এবং তাতে রুকু-সিজদা পূর্ণরূপে আদায় করবে এবং সালাতে পূর্ণ আল্লাহ-ভীতি থাকবে, তাকে ক্ষমা করার ব্যাপারে রয়েছে আল্লাহর অঙ্গীকার। আর যে তা করবে না, তার সাথে আল্লাহর কোন চুক্তি নেই। চাইলে তিনি তাকে ক্ষমা করবেন, নতুবা তাকে চাইলে শাস্তি দেবেন।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
549 - وَفِي رِوَايَة لابي دَاوُد سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول خمس صلوَات افترضهن الله من أحسن وضوءهن وصلاهن لوقتهن وَأتم ركوعهن وسجودهن وخشوعهن كَانَ لَهُ على الله عهد أَن يغْفر لَهُ وَمن لم يفعل فَلَيْسَ على الله عهد إِن شَاءَ غفر لَهُ وَإِن شَاءَ عذبه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৫০
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫০. হযরত সা'দ ইবন আবু ওয়াককাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, দুই ব্যক্তি ছিলেন পরস্পর ভাই ভাই। তাদের একজন অপর ভাইয়ের চল্লিশ রাত পূর্বে ইনতিকাল করেন। এরপর রাসূলুল্লাহ (সা) এর কাছে প্রথম (মৃত্যুবরণকারী) ভাইযের ফযীলত আলোচিত হয়। তখন রাসূলুল্লাহ (সা) বললেন: দ্বিতীয় ভাই কি মুসলমান ছিল না? তারা বলল: হ্যাঁ, অবশ্যই। আর সে মন্দ লোক ছিল না। রাসূলুল্লাহ বললেন: তোমরা জান না, তার সালাত তাকে কোন স্তরে পৌঁছিয়েছে। অবশ্য সালাতের উপমা হল তোমাদের কারো দরজায় অবিস্থত গভীর, পরিপূর্ণ, সুমিষ্ট পানির নহরের মত। উক্ত নহরে দৈনিক পাঁচবার যে গোসল করবে, তার সম্পর্কে তোমাদের কি ধারণা, তার দেহে কি কোন ময়লা অবশিষ্ট থাকবে? অবশ্য তোমরা জান না, তার সালাত তাকে মর্যাদার কোন স্তরে পৌঁছে দিয়েছে।
(ইমাম মালিক নিজ শব্দযোগে, আহমদ হাসান সনদে এবং নাসাঈও ইবন খুযায়মা 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এ বিষয়ে ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে আমির ইবন সা'দ ইবন আবু ওয়াককাস (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেছেন: আমি সা'দ (রা) এবং রাসূলুল্লাহ (সা) এর কয়েকজন সাহাবীকে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ (সা) এর যামানায় দুই ব্যক্তি ছিল পরস্পর ভাই ভাই। তাদের একজন ছিল অপরজন অপেক্ষা শ্রেষ্ঠ। (ঘটনাক্রমে) তাদের উত্তমজন ইনতিকাল করে। এর চল্লিশ রাত পর অপরজন ইনতিকাল করে। এ ঘটনা রাসূলুল্লাহ এর নিকট বর্ণনা করা হল। তিনি বললেন: সে কি সালাত আদায় করত? তারা বলল: হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ! সে মন্দ লোক ছিল না। রাসূলুল্লাহ (সা) বললেনঃ তোমরা জান না, তার সালাত তাকে কোন স্তরে পৌঁছিয়েছে। হাদীসের শেষ পর্যন্ত।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
550 - وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ كَانَ رجلَانِ أَخَوان فَهَلَك أَحدهمَا قبل صَاحبه بِأَرْبَعِينَ لَيْلَة فَذكرت فَضِيلَة الأول مِنْهُمَا عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ألم يكن الآخر مُسلما قَالُوا بلَى وَكَانَ لَا بَأْس بِهِ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَمَا يدريكم مَا بلغت
بِهِ صلَاته إِنَّمَا مثل الصَّلَاة كَمثل نهر عذب غمر بِبَاب أحدكُم يقتحم فِيهِ كل يَوْم خمس مَرَّات فَمَا ترَوْنَ فِي ذَلِك يبقي من درنه فَإِنَّكُم لَا تَدْرُونَ مَا بلغت بِهِ صلَاته
رَوَاهُ مَالك وَاللَّفْظ لَهُ وَأحمد بِإِسْنَاد حسن وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ عَن عَامر بن سعد بن أبي وَقاص قَالَ سَمِعت سَعْدا وناسا من أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُولُونَ كَانَ رجلَانِ أَخَوان فِي عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَكَانَ أَحدهمَا أفضل من الآخر فَتوفي الَّذِي هُوَ أفضلهما ثمَّ عمر الآخر بعد أَرْبَعِينَ لَيْلَة ثمَّ توفّي فَذكر ذَلِك لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ ألم يكن يُصَلِّي قَالُوا بلَى يَا رَسُول الله وَكَانَ لَا بَأْس بِهِ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وماذا يدريكم مَا بلغت بِهِ صلَاته
الحَدِيث
হাদীস নং: ৫৫১
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কুয়া'আ গোত্রের দুই ব্যক্তি রাসূলুল্লাহ (সা) এর নিকট ইসলাম গ্রহণ করে। তাদের একজন শাহাদাত বরণ করে এবং অপরজন এক বছর পর ইনতিকাল করে। তাহা ইবন উবায়দুল্লাহ (রা) বলেনঃ আমি স্বপ্নে দেখলাম দ্বিতীয়জনকে শহীদের পূর্বে জান্নাতে প্রবেশ করানো হচ্ছে। ফলে আমি এতে বিস্ময়াভিভূত হয়ে পড়লাম। তারপর (এ ঘটনা) আমি নবী (সা) এর নিকট বর্ণনা করলাম অথবা রাসূলুল্লাহ (সা) এর নিকট ব্যাপারটি আলোচনা করা হল। তখন রাসূলুল্লাহ (সা) বললেনঃ সে (দ্বিতীয় ব্যক্তি) কি তার (শহীদ) হওয়ার পর রমযানের সিয়াম পালন করে নি, ছয় হাজার রাক'আত সালাত আদায় করেনি এবং বছরে এত এত রাক'আত সালাত আদায় করেনি?
(আহমদ হাসান সনদে, ইবন মাজাহ ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী এ হাদীসখানা বর্ণনা করেন। প্রত্যেকেই হযরত তালহা (রা) থেকে দীর্ঘ বর্ণনা দেন। তবে ইবন মাজাহ ও ইবন হিব্বান হাদীসের শেষাংশে বৃদ্ধি করেন: "দুইজনের মধ্যে রয়েছে আকাশ-পাতাল ব্যবধান।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
551 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ رجلَانِ من بلي حَيّ من قضاعة أسلما مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فاستشهد أَحدهمَا وَأخر الآخر سنة
قَالَ طَلْحَة بن عبيد الله فَرَأَيْت الْمُؤخر مِنْهُمَا أَدخل الْجنَّة قبل الشَّهِيد فتعجبت لذَلِك فَأَصْبَحت فَذكرت ذَلِك للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَو ذكر لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَلَيْسَ قد صَامَ بعده رَمَضَان وَصلى سِتَّة آلَاف رَكْعَة وَكَذَا وَكَذَا رَكْعَة صَلَاة سنة
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَرَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ كلهم عَن طَلْحَة بِنَحْوِهِ أطول مِنْهُ وَزَاد ابْن مَاجَه وَابْن حبَان فِي آخِره فَلَمَّا بَينهمَا أبعد من السَّمَاء وَالْأَرْض
হাদীস নং: ৫৫২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমি তিন ব্যক্তির ব্যাপারে শপথ করে বলছিঃ ১. আল্লাহ যাদের জন্য ইসলামে অংশ রেখেছেন এবং যাদের জন্য রাখেননি, তারা সমান নয়। আর ইসলামের অংশ তিনটি। তা হলঃ সালাত, সিয়াম ও যাকাত। ২. দুনিয়াতে যে বান্দার অভিভাবকত্ব আল্লাহ গ্রহণ করেননি, কিয়ামতের দিন তিনি তাকে অন্যের অভিভাকত্বে দিয়ে দিবেন এবং ৩. কোন ব্যক্তি কোন কওমকে ভালবাসলে আল্লাহ তাকে তাদের অন্তর্ভুক্ত করবেন এবং ৪. আমি যদি শপথ করে বলি, তাহলে অন্যায় হবে না, তা হলঃ আল্লাহ দুনিয়াতে যার অপরাধ গোপন রাখেন, কিয়ামতের দিন তিনি তার অপরাধ গোপন রাখবেন।
(আহমদ উত্তম সনদে এবং তাবারানীর 'কাবীর' গ্রন্থে হযরত ইবন মাসউদ (রা) থেকে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
552 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاث أَحْلف عَلَيْهِنَّ لَا يَجْعَل الله من لَهُ سهم فِي الْإِسْلَام كمن لَا سهم لَهُ وأسهم الْإِسْلَام ثَلَاثَة الصَّلَاة وَالصَّوْم وَالزَّكَاة وَلَا يتَوَلَّى الله عبدا فِي الدُّنْيَا فيوليه غَيره يَوْم الْقِيَامَة وَلَا يحب رجل قوما إِلَّا جعله الله مَعَهم وَالرَّابِعَة لَو حَلَفت عَلَيْهَا رَجَوْت أَن لَا إِثْم لَا يستر الله عبدا فِي الدُّنْيَا إِلَّا ستره يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من حَدِيث ابْن مَسْعُود
হাদীস নং: ৫৫৩
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৩. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন: সালাত জান্নাতের চাবি।
(ইমাম দারিমী এ হাদীসখানা বর্ণনা করেন। তবে তাঁর সনদে আবু ইয়াহ্ইয়া আল-কাত্তাত নামে একজন সন্দিগ্ধ বর্ণনাকারী রয়েছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
553 - وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مِفْتَاح الْجنَّة الصَّلَاة
رَوَاهُ الدَّارمِيّ وَفِي إِسْنَاده أَبُو يحيى القَتَّات
হাদীস নং: ৫৫৪
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৪. হযরত আবদুল্লাহ ইবন কুরত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কিয়ামতের দিন মানুষের থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেয়া হবে। যদি তা যথাযথভাবে আদায় করা হয়, তাহলে তার সমস্ত আমল যথার্থ বিবেচিত হবে। আর যদি সালাত বিনষ্ট হয়ে যায়, তাহলে সমস্ত আমল নিষ্ফল হবে।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসখানা ইনশা আল্লাহ্ ত্রুটিমুক্ত সনদে বর্ণিত।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
554 - وَعَن عبد الله بن قرط رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أول مَا
يُحَاسب بِهِ العَبْد يَوْم الْقِيَامَة الصَّلَاة فَإِن صلحت صلح سَائِر عمله وَإِن فَسدتْ فسد سَائِر عمله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَلَا بَأْس بِإِسْنَادِهِ إِن شَاءَ الله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৫৫
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেয়া হবে এবং দৃষ্টি নিবদ্ধ করা হবে সালাতের প্রতি। যদি তা যথাযথভাবে আদায়
হয়, তাহলে সে হবে সফলকাম, আর যদি সে তা বিনষ্ট করে, তবে সে হবে অপূরণীয় ক্ষতিগ্রস্থ।
(এ হাদীসটিও তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
555 - وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أول مَا يُحَاسب بِهِ العَبْد يَوْم الْقِيَامَة الصَّلَاة ينظر فِي صلَاته فَإِن صلحت فقد أَفْلح وَإِن فَسدتْ خَابَ وخسر
رَوَاهُ فِي الْأَوْسَط أَيْضا
হাদীস নং: ৫৫৬
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৬. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যার আমানতদারী নেই তার ঈমান নেই। পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয় না। যে সালাত আদায় করে না, তার দ্বীন নেই। দ্বীনে সালাতের অবস্থান ঐরূপ, যেমন শরীরে মাথার অবস্থান।
(তাবারানী 'আওসাত' ও 'সগীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হাসান ইবন হাকাম হিবরী এককভাবে এ হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
556 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا إِيمَان لمن لَا أَمَانَة لَهُ وَلَا صَلَاة لمن لَا طهُور لَهُ وَلَا دين لمن لَا صَلَاة لَهُ إِنَّمَا مَوضِع الصَّلَاة من الدّين كموضع الرَّأْس من الْجَسَد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَقَالَ تفرد بِهِ الْحُسَيْن بن الحكم الْحبرِي
হাদীস নং: ৫৫৭
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে নবী (সা) বলেন: সূত্রে বর্ণিত। তিনি তাঁর কাছে উপবিষ্ট উম্মতের উদ্দেশ্যে বলেন: তোমরা আমার পক্ষ থেকে ছয়টি বস্তুর যামীন হও, আমি তোমাদের জান্নাতের যামীন হবো। তারা বলল: ইয়া রাসূলাল্লাহ। সেগুলো কি কি? তিনি বললেন: সালাত, যাকাত, আমানত, গুপ্তাংগ, পেট এবং যবান।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। নবী (সা) থেকে এই সনদ ব্যতীত এ হাদীসখানা বর্ণিত হয়নি।
[হাফিয (র) বলেন: সনদটি ত্রুটিমুক্ত।]
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
557 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ لمن حوله من أمته اكفلوا لي بست أكفل لكم بِالْجنَّةِ
قَالُوا وَمَا هِيَ يَا رَسُول الله قَالَ الصَّلَاة وَالزَّكَاة وَالْأَمَانَة والفرج والبطن وَاللِّسَان

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَقَالَ لَا يرْوى عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا بِهَذَا الْإِسْنَاد
قَالَ الْحَافِظ وَلَا بَأْس بِإِسْنَادِهِ
হাদীস নং: ৫৫৮
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৮. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা) এর নিকটে এসে জিজ্ঞেস করল: সর্বোত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ (সা) বললেন: সালাত। সে বলল: এরপর কোনটি? তিনি বললেন: তারপরও সালাত। সে বলল: তারপর কোনটি? তিনি বললেন: তারপরও সালাত। এভাবে তিনবার বললেন। সে বলল: তারপর কোটি, তিনি বললেন: আল্লাহর পথে জিহাদ করা। এরপর তিনি পূর্ণ হাদীসটি বর্ণনা করেন।
(আহমদ এবং ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে নিজ শব্দযোগে এ হাদীস বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
558 - وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن رجلا أَتَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَسَأَلَهُ عَن أفضل الْأَعْمَال فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الصَّلَاة
قَالَ ثمَّ مَه قَالَ ثمَّ الصَّلَاة
قَالَ ثمَّ مَه قَالَ ثمَّ الصَّلَاة ثَلَاث مَرَّات
قَالَ ثمَّ مَه قَالَ الْجِهَاد فِي سَبِيل الله فَذكر الحَدِيث
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ
হাদীস নং: ৫৫৯
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৯. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা অবিচল থাক এবং কখনো গণনা করো না। তোমরা জেনে রাখ, তোমাদের সর্বোত্তম আমল হল সালাত। আর মুমিন ব্যতীত কেউ উযূর ব্যাপারে যত্নবান হয় না।
(হাদীসটি হাকিম থেকে বর্ণিত। তিনি বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী হাদীসখানা সহীহ। হাদীসখানা মু'আল্লাল নয়, তবে আবু বিলাল সন্দেহ পোষণ করেছেন। ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে আবূ বিলালের সূত্র ব্যতীত অন্য সূত্রে তদনুরূপ বর্ণনা করেছেন। এ পর্যায়ে উযূ সংরক্ষণ বিষয়ক আলোচনা পূর্বে করা হয়েছে। (তাবারানী হযরত সালামা ইবন আকওয়া (রা) সূত্রে 'আওসাত' গ্রন্থে এ হাদীসখানা বর্ণনা করেন। তিনি তাতে বলেন: "তোমরা জেনে রাখ, তোমাদের সর্বোত্তম আমল হল সালাত।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
559 - وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اسْتَقِيمُوا وَلنْ تُحْصُوا وَاعْلَمُوا أَن خير أَعمالكُم الصَّلَاة وَلنْ يحافظ على الْوضُوء إِلَّا مُؤمن
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلَا عِلّة لَهُ سوى وهم أبي بِلَال وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من غير طَرِيق أبي بِلَال بِنَحْوِهِ وَتقدم هُوَ وَغَيره فِي الْمُحَافظَة على الْوضُوء وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث سَلمَة بن الْأَكْوَع وَقَالَ فِيهِ وَاعْلَمُوا أَن أفضل أَعمالكُم الصَّلَاة
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৫৬০
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৬০. হযরত হানযালা (রা)-এর সচিব থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে সত্য জেনে আমল করবে, সে জান্নাতী, অথবা তার জন্য জান্নাত অবধারিত। অথবা বলেছেনঃ জাহান্নাম তার জন্য হারাম। আর আমলগুলো হলঃ পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে সংরক্ষণ এবং রুকু-সিজদাসমূহ ও সময়ের প্রতি লক্ষ্য রেখে সালাত আদায় করা।
(আহমদ উত্তম সনদে এ হাদীসখানা বর্ণনা করেছেন এবং এই হাদীসের সনদ সূত্রের রাবীগণ সহীহ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
560 - وَعَن حَنْظَلَة الْكَاتِب رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من حَافظ على الصَّلَوَات الْخمس ركوعهن وسجودهن ومواقيتهن وَعلم أَنَّهُنَّ حق من عِنْد الله دخل الْجنَّة أَو قَالَ وَجَبت لَهُ الْجنَّة أَو قَالَ حرم على النَّار
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiq

তাহকীক: