মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৭. ক্রয়-বিক্রয়ের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৪১
শিকারী কুকুরের মূল্য আদায় করার অনুমতি
হাদীস নং- ৩৪১
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) শিকারী কুকুরের মূল্য প্রদানের অনুমতি দান করেছেন।
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) শিকারী কুকুরের মূল্য প্রদানের অনুমতি দান করেছেন।
عَنِ الْهَيْثَمِ بْنِ حَبِيبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «رَخَّصَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَمَنِ كَلْبِ الصَّيْدِ»
হাদীস নং:৩৪২
শিকারী কুকুরের মূল্য আদায় করার অনুমতি
হাদীস নং- ৩৪২
হযরত আব্দুল্লাহ ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) আত্তাব ইব্ন উসায়দ (রাযিঃ)-কে এ নির্দেশ নিয়ে মক্কায় প্রেরণ করেন যে, তুমি তাদেরকে দুটি শর্তের সাথে ক্রয়-বিক্রয় নিষেধ কর। কর্জ ও অনিশ্চিত মাল বিক্রয় এবং এরদ্বারা লাভ করা থেকে ও অধিকার লাভ করার পূর্বে বিক্রয় করা থেকে।
হযরত আব্দুল্লাহ ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) আত্তাব ইব্ন উসায়দ (রাযিঃ)-কে এ নির্দেশ নিয়ে মক্কায় প্রেরণ করেন যে, তুমি তাদেরকে দুটি শর্তের সাথে ক্রয়-বিক্রয় নিষেধ কর। কর্জ ও অনিশ্চিত মাল বিক্রয় এবং এরদ্বারা লাভ করা থেকে ও অধিকার লাভ করার পূর্বে বিক্রয় করা থেকে।
عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ مَنْ حَدَّثَهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ عَتَّابَ بْنَ أُسَيْدٍ إِلَى أَهْلِ مَكَّةَ، فَقَالَ: «انْهَهُمْ عَنْ شَرْطَيْنِ فِي بَيْعٍ، وَعَنْ بَيْعٍ وَسَلَفٍ، وَعَنْ رِبْحٍ مَا لَمْ يَضْمَنْ، وَعَنْ بَيْعٍ مَا لَمْ يُقْبَضْ»
হাদীস নং:৩৪৩
শিকারী কুকুরের মূল্য আদায় করার অনুমতি
হাদীস নং- ৩৪৩
হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (ﷺ) ইরশাদ করেছেন : তোমাদের কেউ যেন এমন দাস ও দাসী ক্রয় না করে যার মধ্যে কোন শর্ত রয়েছে। কেননা এটা তাদের দাসত্বের একটি গিরা (যা খোলা যায় না)।
হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (ﷺ) ইরশাদ করেছেন : তোমাদের কেউ যেন এমন দাস ও দাসী ক্রয় না করে যার মধ্যে কোন শর্ত রয়েছে। কেননা এটা তাদের দাসত্বের একটি গিরা (যা খোলা যায় না)।
عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ قَزْعَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبْتَاعُ أَحَدُكُمْ عَبْدًا، وَلَا أَمَةً فِيهِ شَرْطٌ، فَإِنَّهُ عُقِدَ فِي الرِّقِّ»