মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১৭. ক্রয়-বিক্রয়ের বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৩৯
দরের উপর দর করা নিষিদ্ধ
হাদীস নং- ৩৩৯

হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) এবং হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: কোন ব্যক্তি যেন তার ভাই-এর দরের উপর দর না করে এবং তার ভাই-এর বিবাহের পয়গামের উপর পয়গাম প্রেরণ না করে। আর এরূপ নারীকে বিবাহ না করবে যার ফুফু বা খালা তার সাথে বিবাহ বন্ধনে আব্দ্ধ। কোন নারী যেন তার বোনের তালাকের কামনা না করে যাতে তার থালা বা পেয়ালার দ্রব্য নিজের উপর ফিরে আসে। কেননা তার রিযিকদাতা আল্লাহ তা'আলা। পাথর নিক্ষেপ করে বিক্রি করো না এবং যখন শ্রমিক নিয়োগ কর, তখন পারিশ্রমিক বলে দাও।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَنْ لَا أَتَّهِمُ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «لَا يَسْتَامُ الرَّجُلُ عَلَى سَوْمِ أَخِيهِ، وَلَا يَنْكِحُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، وَلَا تُنْكَحُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَخَالَتِهَا، وَلَا تَسْأَلُ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا، لِتَكْفَأَ مَا فِي صَحْفَتِهَا، فَإِنَّ اللَّهَ هُوَ رَازِقُهَا، وَلَا تَبَايَعُوا بِإِلْقَاءِ الْحَجَرِ، وَإِذَا اسْتَأْجَرْتَ أَجِيرًا فَأَعْلِمْهُ أَجْرَهُ»
হাদীস নং:৩৪০
দরের উপর দর করা নিষিদ্ধ
হাদীস নং- ৩৪০

হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: আল্লাহর উপর ভরসা করে ক্রয় কর। সাহাবায়ে কিরাম আরয করলেন, হে আল্লাহর রাসূল, এটা কিভাবে ? তখন তিনি বলেন: (এটা হলো এই যে,) তোমরা বলে থাক, আমরা আমাদের নগদ মাল ধারা বা গনীমতের মাল পাওয়া পর্যন্ত ক্রয় করছি।
عَنْ مَعْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: " اشْتَرُوا عَلَى اللَّهِ، قَالُوا: وَكَيْفَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: يَقُولُونَ: بِعْنَا إِلَى مَقَاسِمِنَا وَمَغانِمِنَا "