মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৭. ক্রয়-বিক্রয়ের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৩৮
ক্রেতার পক্ষ থেকে শর্ত আরোপের বর্ণনা
হাদীস নং-৩৩৮
হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন, যদি কোন ব্যক্তি নর ও মাদী খেজুর বৃক্ষ প্রজনন করার পর বিক্রি করে অথবা এমন গোলাম যার সম্পদ আছে, তাকে বিক্রি করে, তাহলে ফল এবং মাল বিক্রেতার। কিন্তু যদি ক্রেতা কোন শর্ত করে থাকে।
অন্য এক রিওয়ায়েতে আছে, যে ব্যক্তি এমন গোলাম বিক্রি করে যার সম্পদ আছে, তাহলে ঐ সম্পদ ও মাল বিক্রেতার হবে। কিন্তু ক্রেতা যদি কোন শর্ত আরোপ করে থাকে। যে ব্যক্তি প্রজননকৃত খেজুর বৃক্ষ বিক্রি করে, তাহলে এর ফলের মালিক হবে বিক্রেতা, তবে ক্রেতা যদি অন্য কোন শর্ত আরোপ করে থাকে।
হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন, যদি কোন ব্যক্তি নর ও মাদী খেজুর বৃক্ষ প্রজনন করার পর বিক্রি করে অথবা এমন গোলাম যার সম্পদ আছে, তাকে বিক্রি করে, তাহলে ফল এবং মাল বিক্রেতার। কিন্তু যদি ক্রেতা কোন শর্ত করে থাকে।
অন্য এক রিওয়ায়েতে আছে, যে ব্যক্তি এমন গোলাম বিক্রি করে যার সম্পদ আছে, তাহলে ঐ সম্পদ ও মাল বিক্রেতার হবে। কিন্তু ক্রেতা যদি কোন শর্ত আরোপ করে থাকে। যে ব্যক্তি প্রজননকৃত খেজুর বৃক্ষ বিক্রি করে, তাহলে এর ফলের মালিক হবে বিক্রেতা, তবে ক্রেতা যদি অন্য কোন শর্ত আরোপ করে থাকে।
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ بَاعَ نَخْلًا مُؤَبَّرًا، أَوْ عَبْدًا لَهُ مَالٌ، فَالثَّمَرَةُ وَالْمَالُ لِلْبَائِعِ إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُشْتَرِي» ، وَفِي رِوَايَةٍ: «مَنْ بَاعَ عَبْدًا وَلَهُ مَالٌ، فَالْمَالُ لِلْبَائِعِ، إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ، وَمَنْ بَاعَ نَخْلًا مُوَبَّرًا، فَثَمَرَتُهُ لِلْبَائِعِ إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ»