মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১৭. ক্রয়-বিক্রয়ের বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৪৪
দরিদ্রকে সুযোগ দেয়া
হাদীস নং- ৩৪৪

হযরত হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ্ তা'আলার সম্মুখে উপস্থিত করা হবে। তখন সে বলবে, হে আমার প্রভু। আমি কোন কাজ করিনি, তবে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে একটি নেককাজ করেছি। আমি সুযোগ দিয়েছি সম্পদশালী লোকদেরকে এবং ক্ষমা করে দিয়েছি দরিদ্রকে। তখন আল্লাহ্ তা'আলা বলবেনঃ (ক্ষমা ও মার্জনার ব্যাপারে) আমি তোমার চেয়ে বেশী ক্ষমতা ও অধিকার রাখি। (অতঃপর ফিরিশতাদেরকে নির্দেশ প্রদান করবেন) আমার এ বান্দাকে ক্ষমা কর। আবু মাসউদ আনসারী (রাযিঃ) বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি [হযরত হুযায়ফা (রাযিঃ)।] এ হাদীস রাসূলুল্লাহ (ﷺ) থেকে শ্রবণ করেছেন। (অথবা এর অর্থ এই যে,) আমি এ হাদীস রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি।
عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، قَالَ: حَدَّثَنِي رِبْعِيُّ بْنُ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: " يُؤْتَى بِعَبْدٍ إِلَى اللَّهِ تَعَالَى يَوْمَ الْقِيَامَةِ، فَيَقُولُ: أَيْ رَبِّ، مَا عَمِلْتُ إِلَّا خَيْرًا مَا أَرَدْتُ بِهِ إِلَّا لِقَاءَكَ، فَكُنْتُ أُوَسِّعُ عَلَى الْمُوسِرِ، وَأُنْدِرُ عَنِ الْمُعْسِرِ، فَيَقُولُ اللَّهُ تَعَالَى: أَنَا أَحَقُّ بِذَلِكَ مِنْكَ، فَتَجَاوَزُوا عَنْ عَبْدِي ".
فَقَالَ أَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ: وَأَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ سَمِعَهُ مِنْهُ
হাদীস নং:৩৪৫
দরিদ্রকে সুযোগ দেয়া
হাদীস নং- ৩৪৫

হযরত উম্মে হানী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে ব্যক্তি আমার উম্মতের দরিদ্র অবস্থায় তার উপর কঠোরতা চাপিয়ে দেবে, আল্লাহ তা'আলা তার কবরের উপর কঠোর শাস্তির ব্যবস্থা করবেন।
عَنْ إسْمَاعِيلَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَدَّدَ عَلَى أُمَّتِي فِي التَّقَاضِي، إِذَا كَانَ مُعْسِرًا شَدَّدَ اللَّهُ تَعَالَى عَلَيْهِ فِي قَبْرِهِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা