মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৭. ক্রয়-বিক্রয়ের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৪৬
ক্রয়-বিক্রয়ের বিধান
ক্রয়-বিক্রয়ে প্রতারণা নিষিদ্ধ
হাদীস নং-৩৪৬
হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ক্রয়-বিক্রয়ে প্রতারণার আশ্রয় গ্রহণ করে, তারা আমাদের দলভুক্ত নয়।
হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ক্রয়-বিক্রয়ে প্রতারণার আশ্রয় গ্রহণ করে, তারা আমাদের দলভুক্ত নয়।
كتاب البيوع
عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «لَيْسَ مِنَّا مَنْ غَشَّ فِي الْبَيْعِ وَالشِّرَاءِ»
হাদীস নং: ৩৪৭
ক্রয়-বিক্রয়ের বিধান
ক্রয়-বিক্রয়ে প্রতারণা নিষিদ্ধ
হাদীস নং-৩৪৭
হযরত হামান ইব্ন আবী সুলায়মান (রাহঃ) বলেন, সর্বপ্রথম যিনি স্বর্ণের মুদ্রা বা ছাঁচ তৈরী করেছেন, তিনি হলেন, তুব্বা (تبع) বা আসআদ আবু কারব এবং সর্বপ্রথম রৌপ্যের মুদ্রা তৈরী করেন তুব্বা আসগার। আর সর্ব প্রথম ধাতব মুদ্রা তৈরী করেন এবং তা জনগণের মধ্যে প্রচলন করেন নমরূদ ইব্ন কিন্আন।
হযরত হামান ইব্ন আবী সুলায়মান (রাহঃ) বলেন, সর্বপ্রথম যিনি স্বর্ণের মুদ্রা বা ছাঁচ তৈরী করেছেন, তিনি হলেন, তুব্বা (تبع) বা আসআদ আবু কারব এবং সর্বপ্রথম রৌপ্যের মুদ্রা তৈরী করেন তুব্বা আসগার। আর সর্ব প্রথম ধাতব মুদ্রা তৈরী করেন এবং তা জনগণের মধ্যে প্রচলন করেন নমরূদ ইব্ন কিন্আন।
كتاب البيوع
حَمَّادٌ، عَنْ أَبِيهِ، وَأَبِي سُلَيْمَانَ، قَالَ: «أَوَّلُ مَنْ ضَرَبَ الدِّينَارَ تُبَّعٌ، وَهُوَ أَسْعَدُ بْنُ كَرْبٍ، وَأَوَّلُ مَنْ ضَرَبَ الدَّرَاهِمَ تُبَّعٌ الْأَصْغَرُ، وَأَوَّلُ مَنْ ضَرَبَ الْفُلُوسَ، وَأَدَارَهَا فِي أَيْدِي النَّاسِ نَمْرُودُ بْنُ كَنْعَانَ»
তাহকীক: