মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৭. ক্রয়-বিক্রয়ের বিধান

হাদীস নং: ৩৪৭
ক্রয়-বিক্রয়ে প্রতারণা নিষিদ্ধ
হাদীস নং-৩৪৭

হযরত হামান ইব্ন আবী সুলায়মান (রাহঃ) বলেন, সর্বপ্রথম যিনি স্বর্ণের মুদ্রা বা ছাঁচ তৈরী করেছেন, তিনি হলেন, তুব্বা (تبع) বা আসআদ আবু কারব এবং সর্বপ্রথম রৌপ্যের মুদ্রা তৈরী করেন তুব্বা আসগার। আর সর্ব প্রথম ধাতব মুদ্রা তৈরী করেন এবং তা জনগণের মধ্যে প্রচলন করেন নমরূদ ইব্ন কিন্আন।
حَمَّادٌ، عَنْ أَبِيهِ، وَأَبِي سُلَيْمَانَ، قَالَ: «أَوَّلُ مَنْ ضَرَبَ الدِّينَارَ تُبَّعٌ، وَهُوَ أَسْعَدُ بْنُ كَرْبٍ، وَأَوَّلُ مَنْ ضَرَبَ الدَّرَاهِمَ تُبَّعٌ الْأَصْغَرُ، وَأَوَّلُ مَنْ ضَرَبَ الْفُلُوسَ، وَأَدَارَهَا فِي أَيْدِي النَّاسِ نَمْرُودُ بْنُ كَنْعَانَ»

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে বর্ণিত এ কিন্আন হলেন হযরত নূহ (আ)-এর দৌহিত্র, টাকা-পয়সার জোরের কথা সবাই অবহিত। কিন্তু এর আবিষ্কারকের নাম জানার আগ্রহ সবার। এই হাদীসে আবিষ্কারকদের নাম বলা হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান