মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৭. ক্রয়-বিক্রয়ের বিধান

হাদীস নং: ৩৪৬
ক্রয়-বিক্রয়ে প্রতারণা নিষিদ্ধ
হাদীস নং-৩৪৬

হযরত ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ক্রয়-বিক্রয়ে প্রতারণার আশ্রয় গ্রহণ করে, তারা আমাদের দলভুক্ত নয়।
عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «لَيْسَ مِنَّا مَنْ غَشَّ فِي الْبَيْعِ وَالشِّرَاءِ»

হাদীসের ব্যাখ্যা:

বর্ণিত হাদীসে আমাদের দলভুক্ত না হওয়ার অর্থ এই যে, তার মধ্যে আমাদের মুসলমানদের মত চরিত্র ও অভ্যাস নেই এবং সে ইসলামী পদ্ধতির উপরেও নেই। তিরমিযী শরীফে এই বিষয়ে হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে, আঁ হযরত (সা) একবার খাদ্যশস্যের এক স্তূপের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি স্তূপের ভিতর স্বীয় হাত প্রবেশ করালেন এবং অঙ্গুলী আর্দ্র পেলেন। তিনি খাদ্যশস্যের মালিককে বললেন : এ খাদ্যশস্য এরূপ ডিজা কেন? মালিক বলল, হে আল্লাহর রাসূল! এ স্তূপের উপর বৃষ্টির পানি পড়েছিল। তখন তিনি বললেনঃ তুমি কেন তা উপরে রাখলে না যাতে এগুলো লোক দেখতে পেত। অতঃপর তিনি ইরশাদ করেনঃ যে ব্যক্তি প্রতারণা করে, তারা আমাদের মধ্যে গণ্য নয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৪৬ | মুসলিম বাংলা