মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৭. ক্রয়-বিক্রয়ের বিধান
হাদীস নং: ৩৪৫
দরিদ্রকে সুযোগ দেয়া
হাদীস নং- ৩৪৫
হযরত উম্মে হানী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে ব্যক্তি আমার উম্মতের দরিদ্র অবস্থায় তার উপর কঠোরতা চাপিয়ে দেবে, আল্লাহ তা'আলা তার কবরের উপর কঠোর শাস্তির ব্যবস্থা করবেন।
হযরত উম্মে হানী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে ব্যক্তি আমার উম্মতের দরিদ্র অবস্থায় তার উপর কঠোরতা চাপিয়ে দেবে, আল্লাহ তা'আলা তার কবরের উপর কঠোর শাস্তির ব্যবস্থা করবেন।
عَنْ إسْمَاعِيلَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَدَّدَ عَلَى أُمَّتِي فِي التَّقَاضِي، إِذَا كَانَ مُعْسِرًا شَدَّدَ اللَّهُ تَعَالَى عَلَيْهِ فِي قَبْرِهِ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে ঋণগ্রস্থকে সুযোগ দেয়ার সওয়াবের কথা বলা হয়েছে। যে ঋণগ্রস্থ ব্যক্তি দরিদ্রতার কারণে নির্ধারিত সময়ে ঋণ আদায় করতে সমর্থ না হয়, এ অবস্থায় তার উপর কঠোরতা অবলম্বন করা এবং বিভিন্ন প্রকার চাপ সৃষ্টি করে তার জীবনকে সংকীর্ণ করে দেয়া আল্লাহর নিকট অত্যন্ত অপসন্দনীয়। সুতরাং এর শাস্তি হিসেবে ঋণদাতার কবরে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
