মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৬. জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩২০
নাক-কান কর্তন করা নিষিদ্ধ
হাদীস নং-৩২০
হযরত বুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (স) مثله বা যুদ্ধে নিহত শত্রুদের নাক-কান কর্তন করতে নিষেধ করেছেন।
হযরত বুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (স) مثله বা যুদ্ধে নিহত শত্রুদের নাক-কান কর্তন করতে নিষেধ করেছেন।
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُثْلَةِ»
হাদীস নং:৩২১
নাক-কান কর্তন করা নিষিদ্ধ
হাদীস নং-৩২১
হযরত আতিয়া কুরযী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, কুরায়যার যুদ্ধে আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এর খেদমতে পেশ করা হয়। তখন তিনি নির্দেশ প্রদান করেন যে,বড়দেরকে হত্যা কর এবং ছোটদেরকে গোলাম (দাস) হিসেবে রাখা হোক। তাই যার নাভীর নীচে লোম গজিয়েছে, তাকে হত্যা করা হয় এবং যার গজায়নি, তাকে জীবিত ছেড়ে দেয়া হয়।
অপর এক রিওয়ায়েতে বর্ণিত আছে, হযরত আতিয়া (রাযিঃ) বলেন, আমাকে নবী করীম (ﷺ)-এর নিকট পেশ করা হয়। তখন তিনি বলেন : দেখ! যদি তার লোম গজিয়ে থাকে, তা হলে তাকে হত্যা কর। সুতরাং (আমার বয়স কম হওয়ায়) অবশেষে আমাকে ছেড়ে দেয়।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, বনু কুরায়যার যুদ্ধবন্দীদের মধ্যে আমিও একজন ছিলাম। যখন আমাকে নবী করীম (ﷺ)-এর সামনে পেশ করা হয়, তখন লোকজন আমার নাভীর নীচে লোম দেখতে পায়নি। কাজেই বন্দীদের মধ্য থেকে আমাকে মুক্তি দেয়া হয়।
হযরত আতিয়া কুরযী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, কুরায়যার যুদ্ধে আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এর খেদমতে পেশ করা হয়। তখন তিনি নির্দেশ প্রদান করেন যে,বড়দেরকে হত্যা কর এবং ছোটদেরকে গোলাম (দাস) হিসেবে রাখা হোক। তাই যার নাভীর নীচে লোম গজিয়েছে, তাকে হত্যা করা হয় এবং যার গজায়নি, তাকে জীবিত ছেড়ে দেয়া হয়।
অপর এক রিওয়ায়েতে বর্ণিত আছে, হযরত আতিয়া (রাযিঃ) বলেন, আমাকে নবী করীম (ﷺ)-এর নিকট পেশ করা হয়। তখন তিনি বলেন : দেখ! যদি তার লোম গজিয়ে থাকে, তা হলে তাকে হত্যা কর। সুতরাং (আমার বয়স কম হওয়ায়) অবশেষে আমাকে ছেড়ে দেয়।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, বনু কুরায়যার যুদ্ধবন্দীদের মধ্যে আমিও একজন ছিলাম। যখন আমাকে নবী করীম (ﷺ)-এর সামনে পেশ করা হয়, তখন লোকজন আমার নাভীর নীচে লোম দেখতে পায়নি। কাজেই বন্দীদের মধ্য থেকে আমাকে মুক্তি দেয়া হয়।
عَنْ إسْمَاعِيلَ بْنِ حَمَّادٍ، وَأَبِيهِ وَالْقَاسِمِ بْنِ مَعْنٍ، وَعَبْدِ الْمَلِكِ عَنْ عَطِيَّةَ الْقُرَظِيِّ، قَالَ: «عُرِضْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ قُرَيْظَةَ فَأَمَرَ بِقَتْلِ كِبَارِهِمْ وَسَبْيِ صِغَارِهِمْ، فَمَنْ أَنْبَتَ قُتِلَ، وَمَنْ لَمْ يُنْبِتِ اسْتَحَى مِنْهُ» ، وَفِي رِوَايَةٍ، قَالَ: عُرِضْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «انْظُرُوا، فَإِنْ كَانَ أَنْبَتَ ضَرَبُوا» ، فَوَجَدُونِي لَمْ أُنْبِتْ، فَخَلَّى سَبِيلِي ".
وَفِي رِوَايَةٍ، قَالَ: كُنْتُ فِي سَبْيِ قُرَيْظَةَ فَعُرِضْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَنَظَرُوا فِي عَانَتِي، فَوَجَدُونِي لَمْ أُنْبِتْ، فَأَلْحَقُونِي بِالسَّبْيِ»
وَفِي رِوَايَةٍ، قَالَ: كُنْتُ فِي سَبْيِ قُرَيْظَةَ فَعُرِضْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَنَظَرُوا فِي عَانَتِي، فَوَجَدُونِي لَمْ أُنْبِتْ، فَأَلْحَقُونِي بِالسَّبْيِ»
হাদীস নং:৩২২
নাক-কান কর্তন করা নিষিদ্ধ
হাদীস নং- ৩২২
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, খন্দকের যুদ্ধের দিন খন্দকের মধ্যে একজন মুশরিককে হত্যা করা হয়। তখন মুশরিকগণ তার লাশের পরিবর্তে অনেক ধন-সম্পদ দিতে সম্মত হয়। রাসূলুল্লাহ (ﷺ) এটা থেকে নিষেধ করেন।
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, খন্দকের যুদ্ধের দিন খন্দকের মধ্যে একজন মুশরিককে হত্যা করা হয়। তখন মুশরিকগণ তার লাশের পরিবর্তে অনেক ধন-সম্পদ দিতে সম্মত হয়। রাসূলুল্লাহ (ﷺ) এটা থেকে নিষেধ করেন।
وَابْنُ أَبِي لَيْلَى، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «أَنَّ رَجُلًا مِنَ الْمُشْرِكِينَ يَوْمَ الْخَنْدَقِ قُتِلَ فِي الْخَنْدَقِ، وَأَعْطَى الْمُشْرِكُونَ بِجِيفَتَةٍ مَالًا فَنَهَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ»