মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৬. জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩২০
নাক-কান কর্তন করা নিষিদ্ধ
হাদীস নং-৩২০
হযরত বুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (স) مثله বা যুদ্ধে নিহত শত্রুদের নাক-কান কর্তন করতে নিষেধ করেছেন।
হযরত বুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (স) مثله বা যুদ্ধে নিহত শত্রুদের নাক-কান কর্তন করতে নিষেধ করেছেন।
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُثْلَةِ»
হাদীসের ব্যাখ্যা:
مثله এর অর্থ নিহত ব্যক্তির নাক-কান-জিহবা ইত্যাদি কর্তন করা। ইসলামে এর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং আঁ হযরত (সা) এ কাজে কঠোরভাবে বাধা প্রদান করেছেন। কেননা এটি অত্যন্ত হিংস্র পশুত্বের কাজ এবং ইসলামের শান ও মান-মর্যাদা বিরোধী। ইসলাম হলো শান্তি ও নিরাপত্তার ধর্ম।


বর্ণনাকারী: