মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৬. জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩২২
নাক-কান কর্তন করা নিষিদ্ধ
হাদীস নং- ৩২২

হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, খন্দকের যুদ্ধের দিন খন্দকের মধ্যে একজন মুশরিককে হত্যা করা হয়। তখন মুশরিকগণ তার লাশের পরিবর্তে অনেক ধন-সম্পদ দিতে সম্মত হয়। রাসূলুল্লাহ (ﷺ) এটা থেকে নিষেধ করেন।
وَابْنُ أَبِي لَيْلَى، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «أَنَّ رَجُلًا مِنَ الْمُشْرِكِينَ يَوْمَ الْخَنْدَقِ قُتِلَ فِي الْخَنْدَقِ، وَأَعْطَى الْمُشْرِكُونَ بِجِيفَتَةٍ مَالًا فَنَهَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ»

হাদীসের ব্যাখ্যা:

মালের পরিবর্তে মৃত লাশ বিক্রি করা অত্যন্ত দৃষণীয় কাজ। তাই আঁ হযরত (সা) এর থেকে বিরত রাখেন এবং এটা তিনি পছন্দ করেননি।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩২২ | মুসলিম বাংলা