মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৮. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬২
মহিলাদের অশুভ হওয়া
হাদীস নং- ২৬২
হযরত ইবন বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে কোন বস্তুর অশুভ হওয়া সম্পর্কে আলোচনা করা হয়। তখন তিনি ইরশাদ করেন : অশুভ হওয়া বিষয়টি ঘর, ঘোড়া এবং নারীর সাথে সম্পৃক্ত। ঘরের অশুভ হলো সংকীর্ণ হওয়া এবং প্রতিবেশী খারাপ বা দুষ্ট প্রকৃতির হওয়া। ঘোড়ার অশুভ হলো তা অবাধ্য হওয়া। নারীর অশুভ হলো সে বন্ধ্যা হওয়া।
অন্য এক রেওয়ায়েতে আছে, যদি কোন বস্তুর মধ্যে অশুভ থাকে, তবে তা ঘর, নারী এবংঘোড়ার মধ্যে আছে। ঘরের অশুভ হলো এর সংকীর্ণ হওয়া। নারীর অশুভ হলো সে দুশ্চরিত্রা ও বন্ধ্যা হওয়া। ঘোড়ার অশুভ হলো এর অবাধ্যতা ও মুখে জোর হওয়া।
হযরত ইবন বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে কোন বস্তুর অশুভ হওয়া সম্পর্কে আলোচনা করা হয়। তখন তিনি ইরশাদ করেন : অশুভ হওয়া বিষয়টি ঘর, ঘোড়া এবং নারীর সাথে সম্পৃক্ত। ঘরের অশুভ হলো সংকীর্ণ হওয়া এবং প্রতিবেশী খারাপ বা দুষ্ট প্রকৃতির হওয়া। ঘোড়ার অশুভ হলো তা অবাধ্য হওয়া। নারীর অশুভ হলো সে বন্ধ্যা হওয়া।
অন্য এক রেওয়ায়েতে আছে, যদি কোন বস্তুর মধ্যে অশুভ থাকে, তবে তা ঘর, নারী এবংঘোড়ার মধ্যে আছে। ঘরের অশুভ হলো এর সংকীর্ণ হওয়া। নারীর অশুভ হলো সে দুশ্চরিত্রা ও বন্ধ্যা হওয়া। ঘোড়ার অশুভ হলো এর অবাধ্যতা ও মুখে জোর হওয়া।
عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، قَالَ: تَذَاكَرُوا الشُّؤْمَ ذَاتَ يَوْمٍ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " الشُّؤْمُ فِي: الدَّارِ، وَالْمَرْأَةِ، وَالْفَرَسِ، فَشُؤْمُ الدَّارِ: أَنْ تَكُونَ ضَيِّقَةً لَهَا جِيرَانٌ سُوءٌ، وَشُؤْمُ الْفَرَسِ: أَنْ تَكُونَ جَمُوحًا، وَشُؤْمُ الْمَرْأَةِ: أَنْ تَكُونَ عَاقِرًا ".
زَادَ الْحَسَنُ بْنُ سُفْيَانَ: «سَيِّئَةَ الْخُلُقِ عَاقِرًا» .
وَفِي رِوَايَةٍ: «إِنْ يَكُنِ الشُّؤْمُ فِي شَيْءٍ، فَفِي الدَّارِ وَالْفَرَسِ وَالْمَرْأَةِ، فَأَمَّا الدَّارُ، فَشُؤْمُهَا ضِيقُهَا، وَأَمَّا الْمَرْأَةُ، فَشُؤْمُهَا سُوءُ خُلُقِهَا وَعُقْرُ رَحِمَهَا، وَأَمَّا شُؤْمُ الْفَرَسِ، فَأَنْ يَكُونَ جَمُوحًا»
زَادَ الْحَسَنُ بْنُ سُفْيَانَ: «سَيِّئَةَ الْخُلُقِ عَاقِرًا» .
وَفِي رِوَايَةٍ: «إِنْ يَكُنِ الشُّؤْمُ فِي شَيْءٍ، فَفِي الدَّارِ وَالْفَرَسِ وَالْمَرْأَةِ، فَأَمَّا الدَّارُ، فَشُؤْمُهَا ضِيقُهَا، وَأَمَّا الْمَرْأَةُ، فَشُؤْمُهَا سُوءُ خُلُقِهَا وَعُقْرُ رَحِمَهَا، وَأَمَّا شُؤْمُ الْفَرَسِ، فَأَنْ يَكُونَ جَمُوحًا»