মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৮. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬১
বন্ধ্যা মহিলাদেরকে বিবাহ করা থেকে বিরত থাকা
হাদীস নং- ২৬১
শামদেশের এক ব্যক্তি থেকে বর্ণিত আছে যে, জনৈক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খিদমতে এসে আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমি কি অমুক মহিলাকে বিবাহ করতে পারি? তিনি তাকে এ ব্যাপারে নিষেধ করেন। এরপর দ্বিতীয়বার লোকটি আসলে তিনি পূর্বের ন্যায়। তাকে নিষেধ করেন। অতঃপর তৃতীয়বার লোকটি এসে রাসূলুল্লাহকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি এবারও তাকে নিষেধ করেন। এরপর তিনি বললেন: কালো সন্তান জন্মদানকারী মহিলা আমার নিকট সুন্দরী বন্ধ্যা মহিলার থেকে উত্তম ও পসন্দনীয়।
শামদেশের এক ব্যক্তি থেকে বর্ণিত আছে যে, জনৈক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খিদমতে এসে আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমি কি অমুক মহিলাকে বিবাহ করতে পারি? তিনি তাকে এ ব্যাপারে নিষেধ করেন। এরপর দ্বিতীয়বার লোকটি আসলে তিনি পূর্বের ন্যায়। তাকে নিষেধ করেন। অতঃপর তৃতীয়বার লোকটি এসে রাসূলুল্লাহকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি এবারও তাকে নিষেধ করেন। এরপর তিনি বললেন: কালো সন্তান জন্মদানকারী মহিলা আমার নিকট সুন্দরী বন্ধ্যা মহিলার থেকে উত্তম ও পসন্দনীয়।
عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رَجُلٍ شَامِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَتَاهُ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَتَزَوَّجُ فُلَانَةً، فَنَهَاهُ عَنْهَا، ثُمَّ أَتَاهُ أَيْضًا فَنَهَاهُ عَنْهَا، ثُمَّ أَتَاهُ فَنَهَاهُ عَنْهَا، ثُمَّ قَالَ: «سَوْدَاءُ وَلُودٌ أَحَبُّ إِلَيَّ مِنْ حَسْنَاءَ عَاقِرٍ»

তাহকীক:
তাহকীক চলমান
