মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৮. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬০
বৃদ্ধা, বিধবা এবং তালাকপ্রাপ্তা সন্তানের মাকে বিবাহ করা থেকে বিরত থাকা
হাদীস নং-২৬০
একদা হযরত যায়দ ইবন সাবিত (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর খেদমতে হাযির হলেন। তখন তিনি হযরত যায়দ ইবন সাবিত (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলেনঃ তুমি কি বিবাহ করেছ? তিনি আরয করলেন, জী না। তখন তিনি ইরশাদ করলেনঃ তোমার মত সৎ, পূণ্যশীল রমণীকে বিবাহ কর। কিন্তু পাঁচ প্রকার মহিলাকে বিবাহ করবে না। হযরত যায়দ (রাযিঃ) আরয করলেন, ঐ পাঁচজন কে কে? তিনি বললেন: শাহবারাহ, নাহবারাহ, লারাবাহ, হাবদারাহ এবং লাগওয়াত মহিলাদেরকে বিবাহ করবে না। তখন হযরত যায়দ (রাযিঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল! আপনি যা বললেনঃ তা আমি কিছুই বুঝিনি। রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ (তা হলে শোন) শাহবারাহ হলো বিড়ালের মত চোখের অধিকারী মোটা মহিলা, নাহবারাহ হলো হালকা পাতলা লম্বা মহিলা, লাহবারাহ হলো কামভাব হারানো বৃদ্ধা মহিলা, হাবদারাহ হলো কুৎসিত আকারের মহিলা, লাগওয়াত হলো, যে নারী পূর্ব স্বামী কর্তৃক সন্তান লাভ করেছে।
শায়বানী বলেনঃ ইমাম আবু হানীফা (রাহঃ) এই হাদীস বর্ণনা করে অনেক্ষণ হাসেন।
একদা হযরত যায়দ ইবন সাবিত (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর খেদমতে হাযির হলেন। তখন তিনি হযরত যায়দ ইবন সাবিত (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলেনঃ তুমি কি বিবাহ করেছ? তিনি আরয করলেন, জী না। তখন তিনি ইরশাদ করলেনঃ তোমার মত সৎ, পূণ্যশীল রমণীকে বিবাহ কর। কিন্তু পাঁচ প্রকার মহিলাকে বিবাহ করবে না। হযরত যায়দ (রাযিঃ) আরয করলেন, ঐ পাঁচজন কে কে? তিনি বললেন: শাহবারাহ, নাহবারাহ, লারাবাহ, হাবদারাহ এবং লাগওয়াত মহিলাদেরকে বিবাহ করবে না। তখন হযরত যায়দ (রাযিঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল! আপনি যা বললেনঃ তা আমি কিছুই বুঝিনি। রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ (তা হলে শোন) শাহবারাহ হলো বিড়ালের মত চোখের অধিকারী মোটা মহিলা, নাহবারাহ হলো হালকা পাতলা লম্বা মহিলা, লাহবারাহ হলো কামভাব হারানো বৃদ্ধা মহিলা, হাবদারাহ হলো কুৎসিত আকারের মহিলা, লাগওয়াত হলো, যে নারী পূর্ব স্বামী কর্তৃক সন্তান লাভ করেছে।
শায়বানী বলেনঃ ইমাম আবু হানীফা (রাহঃ) এই হাদীস বর্ণনা করে অনেক্ষণ হাসেন।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنِي شَيْخٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ: " هَلْ تَزَوَّجْتَ؟ قَالَ: لَا، قَالَ: " تَزَوَّجْ تَسْتَعِفَّ مَعَ عِفَّتِكَ، وَلَا تَزَوَّجَنَّ خَمْسًا: شَهْبَرَةً وَلَا نَهْبَرَةً، وَلَا لَهْبَرَةً وَلَا هَيْدَرَةً وَلَا لَفُوتًا، قَالَ زَيْدٌ: يَا رَسُولَ اللَّهِ، لَا أَعْرِفُ شَيْئًا مِمَّا قُلْتَ، قَالَ: أَمَّا الشَّهْبَرَةُ: فَالزَّرْقَاءُ الْبَدِينَةُ، وَأَمَّا النَّهْبَرَةُ: فَالطَّوِيلَةُ الْمَهْزُولَةُ، وَأَمَّا اللَّهْبَرَةُ: فَالْعَجُوزُ الْمُدْبِرَةُ، وَأَمَّا الْهَيْدَرَةُ: فَالْقَصِيرَةُ الذَّمِيمَةُ، وَأَمَّا اللَّفُوتُ: فَذَاتُ الْوَلَدِ مِنْ غَيْرِكَ "، قَالَ الشَّيْبَانِيُّ: ضَحِكَ أَبُو حَنِيفَةَ مِنْ هَذَا الْحَدِيثِ طَوِيلًا