মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৮. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং : ২৬৩
কুমারী ও প্রাপ্তবয়স্কা নারীদের বিবাহে তাদের অনুমতি গ্রহণ করা
হাদীস নং- ২৬৩

হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) হযরত ফাতিমা (রাযিঃ)-কে বলেন : (হযরত) আলী তোমার কথা আলোচনা করছেন। অর্থাৎ তোমার জন্য বিবাহের সাংগাম পেশ করছেন।
عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ لِفَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «إِنَّ عَلِيًّا يَذْكُرُكِ»
হাদীস নং : ২৬৪
কুমারী ও প্রাপ্তবয়স্কা নারীদের বিবাহে তাদের অনুমতি গ্রহণ করা
হাদীস নং- ২৬৪

হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন নিজের কোন কন্যাকে কারো সাথে বিবাহ দেয়ার ইচ্ছা পোষণ করতেন, তখন তিনি বলতেন : অমুক ব্যক্তি (নাম উচ্চারণ করে) অমুকের (স্বীয় কন্যার) কথা আলোচনা করছেন। অতঃপর (কন্যার পক্ষ থেকে নীরবতা বা অনুমতি পাওয়ার পর) তার বিবাহ ঐ ব্যক্তির সাথে সম্পন্ন করতেন।
অন্য এক রেওয়ায়েতে হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) যখন কোন কন্যাকে কারো সাথে বিবাহ প্রদানের অভিপ্রায় ব্যক্ত করতেন, তখন তাদের পর্দার বা হুজরার নিকট গমন করে বলতেন, অমুক ব্যক্তি অমুকের (স্বীয় কন্যার) নাম স্মরণ করছে। অতঃপর তার বিবাহ ঐ ব্যক্তির সাথে সম্পন্ন করতেন।
অপর এক রেওয়ায়েতে বর্ণিত আছে, যখন নবী করীম (ﷺ)-এর নিকট তাঁর কোন কন্যার ব্যাপারে পয়গাম বা প্রস্তাব আসত, তখন তিনি তাদের হুজরার নিকট গমন করে বলতেন, অমুক ব্যক্তি অনুকের (আমার কন্যার) কথা বলছেন। অতঃপর স্বীয় কন্যার বিবাহ সম্পন্ন করতেন।
عَنْ شَيْبَانَ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يُزَوِّجَ إِحْدَى بَنَاتِهِ، يَقُولُ: «إِنَّ فُلَانًا يَذْكُرُ فُلَانَةً، ثُمَّ يُزَوِّجُهَا» ، وَفِي رِوَايَةٍ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذَا زَوَّجَ إِحْدَى بَنَاتِهِ أَتَى خِدْرَهَا، فَيَقُولُ: «إِنَّ فُلَانًا يَذْكُرُ فُلَانَةً، ثُمَّ يُزَوِّجُهَا» ، وَفِي رِوَايَةٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خُطِبَتْ إِلَيْهِ ابْنَةٌ مِنْ بَنَاتِهِ أَتَى خِدْرَهَا، فَقَالَ: «إِنَّ فُلَانًا يَذْكُرُ فُلَانَةً، ثُمَّ ذَهَبَ فَأَنْكَحَ»
হাদীস নং : ২৬৫
কুমারী ও প্রাপ্তবয়স্কা নারীদের বিবাহে তাদের অনুমতি গ্রহণ করা
হাদীস নং- ২৬৫

হযরত জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। হযরত আয়েশা (রাযিঃ) তাঁর নিকট পালিত এক ইয়াতীম মেয়ের বিবাহের ব্যবস্থা করেন এবং রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিজের পক্ষ থেকে তাকে উপহার প্রদান করেন।
عَنْ مُحَمَّدِ ابْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا «زَوَّجَتْ يَتِيمَةً كَانَتْ عِنْدَهَا فَجَهَّزَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِهِ»