মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৮. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ২৬৪
কুমারী ও প্রাপ্তবয়স্কা নারীদের বিবাহে তাদের অনুমতি গ্রহণ করা
হাদীস নং- ২৬৪
হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন নিজের কোন কন্যাকে কারো সাথে বিবাহ দেয়ার ইচ্ছা পোষণ করতেন, তখন তিনি বলতেন : অমুক ব্যক্তি (নাম উচ্চারণ করে) অমুকের (স্বীয় কন্যার) কথা আলোচনা করছেন। অতঃপর (কন্যার পক্ষ থেকে নীরবতা বা অনুমতি পাওয়ার পর) তার বিবাহ ঐ ব্যক্তির সাথে সম্পন্ন করতেন।
অন্য এক রেওয়ায়েতে হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) যখন কোন কন্যাকে কারো সাথে বিবাহ প্রদানের অভিপ্রায় ব্যক্ত করতেন, তখন তাদের পর্দার বা হুজরার নিকট গমন করে বলতেন, অমুক ব্যক্তি অমুকের (স্বীয় কন্যার) নাম স্মরণ করছে। অতঃপর তার বিবাহ ঐ ব্যক্তির সাথে সম্পন্ন করতেন।
অপর এক রেওয়ায়েতে বর্ণিত আছে, যখন নবী করীম (ﷺ)-এর নিকট তাঁর কোন কন্যার ব্যাপারে পয়গাম বা প্রস্তাব আসত, তখন তিনি তাদের হুজরার নিকট গমন করে বলতেন, অমুক ব্যক্তি অনুকের (আমার কন্যার) কথা বলছেন। অতঃপর স্বীয় কন্যার বিবাহ সম্পন্ন করতেন।
হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন নিজের কোন কন্যাকে কারো সাথে বিবাহ দেয়ার ইচ্ছা পোষণ করতেন, তখন তিনি বলতেন : অমুক ব্যক্তি (নাম উচ্চারণ করে) অমুকের (স্বীয় কন্যার) কথা আলোচনা করছেন। অতঃপর (কন্যার পক্ষ থেকে নীরবতা বা অনুমতি পাওয়ার পর) তার বিবাহ ঐ ব্যক্তির সাথে সম্পন্ন করতেন।
অন্য এক রেওয়ায়েতে হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) যখন কোন কন্যাকে কারো সাথে বিবাহ প্রদানের অভিপ্রায় ব্যক্ত করতেন, তখন তাদের পর্দার বা হুজরার নিকট গমন করে বলতেন, অমুক ব্যক্তি অমুকের (স্বীয় কন্যার) নাম স্মরণ করছে। অতঃপর তার বিবাহ ঐ ব্যক্তির সাথে সম্পন্ন করতেন।
অপর এক রেওয়ায়েতে বর্ণিত আছে, যখন নবী করীম (ﷺ)-এর নিকট তাঁর কোন কন্যার ব্যাপারে পয়গাম বা প্রস্তাব আসত, তখন তিনি তাদের হুজরার নিকট গমন করে বলতেন, অমুক ব্যক্তি অনুকের (আমার কন্যার) কথা বলছেন। অতঃপর স্বীয় কন্যার বিবাহ সম্পন্ন করতেন।
عَنْ شَيْبَانَ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يُزَوِّجَ إِحْدَى بَنَاتِهِ، يَقُولُ: «إِنَّ فُلَانًا يَذْكُرُ فُلَانَةً، ثُمَّ يُزَوِّجُهَا» ، وَفِي رِوَايَةٍ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذَا زَوَّجَ إِحْدَى بَنَاتِهِ أَتَى خِدْرَهَا، فَيَقُولُ: «إِنَّ فُلَانًا يَذْكُرُ فُلَانَةً، ثُمَّ يُزَوِّجُهَا» ، وَفِي رِوَايَةٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خُطِبَتْ إِلَيْهِ ابْنَةٌ مِنْ بَنَاتِهِ أَتَى خِدْرَهَا، فَقَالَ: «إِنَّ فُلَانًا يَذْكُرُ فُلَانَةً، ثُمَّ ذَهَبَ فَأَنْكَحَ»
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ (সা) এমনিভাবে স্বীয় কন্যাদের বিবাহ সম্পন্ন করতেন।
