মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৭. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২৩
ইহরাম বাঁধার স্থান
হাদীস নং-২২৩
অনুবাদ: হযরত নাফে' (রাযিঃ) বলেন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে শুনেছেন, এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল! ইহরাম বাঁধার স্থান কোথায় ? তখন রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ মদীনাবাসী যুল হুলাইফা থেকে, ইরাকবাসী আকীক থেকে, শাম বা সিরিয়াবাসী জুহফা থেকে, নাজদবাসী কারন থেকে ইহরাম বাঁধবে।
অনুবাদ: হযরত নাফে' (রাযিঃ) বলেন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে শুনেছেন, এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল! ইহরাম বাঁধার স্থান কোথায় ? তখন রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ মদীনাবাসী যুল হুলাইফা থেকে, ইরাকবাসী আকীক থেকে, শাম বা সিরিয়াবাসী জুহফা থেকে, নাজদবাসী কারন থেকে ইহরাম বাঁধবে।
باب مواقيت الحج
عَنْ يَحْيَى، أَنَّ نَافِعًا أَخْبَرَهُ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: قَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيْنَ الْمَهَلُّ؟ قَالَ: «يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَيُهِلُّ أَهْلُ الْعِرَاقِ مِنَ الْعَقِيقِ، وَيُهِلُّ أَهْلُ الشَّامِ مِنَ الْجُحْفَةِ، وَيُهِلُّ أَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ»
হাদীস নং:২২৪
ইহরাম বাঁধার স্থান
হাদীস নং - ২২৪
অনুবাদঃ হযরত আসওয়াদ ইবনে ইয়াযীদ (রাহঃ) হতে বর্ণিত আছে, হযরত উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) জনগণের সামনে খুতবা পেশ করে বলেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ্জ পালনের ইচ্ছা করে সে যেন মীকাতে না পৌঁছে ইহরাম না বাঁধে, যে মীকাত তোমাদের নবী (ﷺ) নির্ধারণ করে নিয়েছেন। অর্থাৎ মদীনাবাসী এবং মদীনার উপর দিয়ে রাস্তা অতিক্রমকারী ভিন দেশীয় লোকদের জন্য যুল হুলাইফা, শাম বা সিরিয়াবাসী এবং সিরিয়ার উপর দিয়ে রাস্তা অতিক্রমকারী ভিন দেশীয় লোকদের জুহফা, নজদবাসী এবং এর উপর দিয়ে রাস্তা অতিক্রমকারী ভিন দেশীয় লোকদের জন্য কারন (قرن), ইয়েমেনবাসী এবং ইয়েমেনের উপর দিয়ে রাস্তায় অতিক্রমকারী লোকদের জন্য ইয়ালামলাম, ইরাকবাসী এবং অন্যান্য সমস্ত লোকদের জন্য যাতু ইরক।
অনুবাদঃ হযরত আসওয়াদ ইবনে ইয়াযীদ (রাহঃ) হতে বর্ণিত আছে, হযরত উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) জনগণের সামনে খুতবা পেশ করে বলেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ্জ পালনের ইচ্ছা করে সে যেন মীকাতে না পৌঁছে ইহরাম না বাঁধে, যে মীকাত তোমাদের নবী (ﷺ) নির্ধারণ করে নিয়েছেন। অর্থাৎ মদীনাবাসী এবং মদীনার উপর দিয়ে রাস্তা অতিক্রমকারী ভিন দেশীয় লোকদের জন্য যুল হুলাইফা, শাম বা সিরিয়াবাসী এবং সিরিয়ার উপর দিয়ে রাস্তা অতিক্রমকারী ভিন দেশীয় লোকদের জুহফা, নজদবাসী এবং এর উপর দিয়ে রাস্তা অতিক্রমকারী ভিন দেশীয় লোকদের জন্য কারন (قرن), ইয়েমেনবাসী এবং ইয়েমেনের উপর দিয়ে রাস্তায় অতিক্রমকারী লোকদের জন্য ইয়ালামলাম, ইরাকবাসী এবং অন্যান্য সমস্ত লোকদের জন্য যাতু ইরক।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ: أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ خَطَبَ النَّاسَ، فَقَالَ: «مَنْ أَرَادَ مِنْكُمُ الْحَجَّ، فَلَا يُحْرِمَنَّ إِلَّا مِنَ الْمِيقَاتِ، وَالْمَوَاقِيتُ الَّتِي وَقَّتَهَا نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَهْلِ الْمَدِينَةِ، وَمَنْ مَرَّ بِهَا مِنْ غَيْرِ أَهْلِهَا ذُو الْحُلَيْفَةِ، وَلِأَهْلِ الشَّامِ، وَمَنْ مَرَّ بِهَا مِنْ غَيْرِ أَهْلِهَا الْجُحْفَةُ، وَلِأَهْلِ نَجْدٍ، وَمَنْ مَرَّ بِهَا مِنْ غَيْرِ أَهْلِهَا قَرْنٌ، وَلِأَهْلِ الْيَمَنِ، وَمَنْ مَرَّ بِهَا مِنْ غَيْرِ أَهْلِهَا يَلَمْلَمُ، وَلِأَهْلِ الْعِرَاقِ، وَلِسَائِرِ النَّاسِ ذَاتُ عِرْقٍ»
হাদীস নং:২২৫
ইহরাম বাঁধার স্থান
হাদীস নং - ২২৫
অনুবাদঃ হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি আরয করল, হে আল্লাহর রাসূল! ইহরামকারী (محرم) কি পরিধান করবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কোর্তা, পাগড়ী, কাবা, পায়জামা, টুপী পরতে পারবে না এবং যে কাপড় কুসুম ও জাফরানী রং্গে রং্গিন হবে, তা পরিধান করতে পারবে না। যাদের কাছে চপ্পল থাকবে না, তারা মোজাকে টাখনু বা গোড়ালীর নীচে কেটে তা পরিধান করবে।
অনুবাদঃ হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি আরয করল, হে আল্লাহর রাসূল! ইহরামকারী (محرم) কি পরিধান করবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কোর্তা, পাগড়ী, কাবা, পায়জামা, টুপী পরতে পারবে না এবং যে কাপড় কুসুম ও জাফরানী রং্গে রং্গিন হবে, তা পরিধান করতে পারবে না। যাদের কাছে চপ্পল থাকবে না, তারা মোজাকে টাখনু বা গোড়ালীর নীচে কেটে তা পরিধান করবে।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَاذَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ؟ قَالَ: «لَا يَلْبِسُ الْقَمِيصَ، وَلَا الْعِمَامَةَ، وَلَا الْقِبَاءَ، وَلَا السَّرَاوِيلَ، وَلَا الْبَرَانِسَ، وَلَا ثَوْبًا مَسَّهُ وَرْسٌ أَوْ زَعْفَرَانُ، وَمَنْ لَمْ يَكُنْ لَهُ نَعْلَانِ، فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ»
হাদীস নং:২২৬
ইহরাম বাঁধার স্থান
হাদীস নং-২২৬
অনুবাদ: হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার কাছে লুঙ্গি নেই, সে পায়জামা পরিধান করবে এবং যার চপ্পল নেই, সে মোজা পরিধান করবে (মোজা এমনভাবে গোড়ালীর নিচ থেকে কেটে নিতে হবে যাতে গোড়ালী খোলা থাকে)।
অনুবাদ: হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার কাছে লুঙ্গি নেই, সে পায়জামা পরিধান করবে এবং যার চপ্পল নেই, সে মোজা পরিধান করবে (মোজা এমনভাবে গোড়ালীর নিচ থেকে কেটে নিতে হবে যাতে গোড়ালী খোলা থাকে)।
عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَكُنْ لَهُ إِزَارٌ، فَلْيَلْبَسْ سَرَاوِيلَ، وَمَنْ لَمْ يَكُنْ لَهُ نِعَالٌ، فَلْيَلْبَسْ خُفَّيْنِ»