মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৭. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২২৩
হজ্ব - উমরার অধ্যায়
ইহরাম বাঁধার স্থান
হাদীস নং-২২৩
অনুবাদ: হযরত নাফে' (রাযিঃ) বলেন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে শুনেছেন, এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল! ইহরাম বাঁধার স্থান কোথায় ? তখন রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ মদীনাবাসী যুল হুলাইফা থেকে, ইরাকবাসী আকীক থেকে, শাম বা সিরিয়াবাসী জুহফা থেকে, নাজদবাসী কারন থেকে ইহরাম বাঁধবে।
অনুবাদ: হযরত নাফে' (রাযিঃ) বলেন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে শুনেছেন, এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল! ইহরাম বাঁধার স্থান কোথায় ? তখন রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ মদীনাবাসী যুল হুলাইফা থেকে, ইরাকবাসী আকীক থেকে, শাম বা সিরিয়াবাসী জুহফা থেকে, নাজদবাসী কারন থেকে ইহরাম বাঁধবে।
كتاب الحج
باب مواقيت الحج
عَنْ يَحْيَى، أَنَّ نَافِعًا أَخْبَرَهُ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: قَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيْنَ الْمَهَلُّ؟ قَالَ: «يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَيُهِلُّ أَهْلُ الْعِرَاقِ مِنَ الْعَقِيقِ، وَيُهِلُّ أَهْلُ الشَّامِ مِنَ الْجُحْفَةِ، وَيُهِلُّ أَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ»
হাদীসের ব্যাখ্যা:
ব্যাখ্যা: এই সমস্ত স্থান থেকে ইহরাম বাঁধা ব্যতীত সামনে অগ্রসর হওয়া হারাম বা নিষিদ্ধ। যদি ইহরাম ব্যতীত সামনে চলে যায়, তাহলে দম ওয়াজিব হবে। যদি মীকাতে ফিরে এসে সেখান থেকে ইহরাম বাঁধে, তাহলে অধিকাংশ উলামায়ে কিরামের মতে দম দিতে হবে না।