মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯০
আযান ও ইকামতের বর্ণনা
৯০। হযরত ইবনে বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, একজন আনসারী সাহাবী রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে হাযির হলেন এবং তাঁকে চিন্তাযুক্ত দেখতে পেলেন। এ ব্যক্তি (আনসারী) ধনী ও সম্পদশালী ছিলেন। দরিদ্র লোকজন তাঁর বাড়িতে জমা হতো। তিনি রাসুলুল্লাহ (ﷺ)-কে চিন্তাযুক্ত দেখে সেখান থেকে চলে গেলেন। পানাহার ত্যাগ করে এবং আত্মীয়-স্বজন ও তাঁর নিকট আগত লোকজন ছেড়ে তিনি মহল্লার মসজিদে দিয়ে নামায পড়া আরম্ভ করেন। এ অবস্থায় তাঁর তন্দ্রা এসে যায় এবং স্বপ্নে দেখেন যে, কোন একজন ব্যক্তি এসে তাঁকে বলল, তুমি কি জান রাসূলুল্লাহ্ (ﷺ) কেন চিন্তিত হয়েছেন? তিনি বললেন না। তখন আগন্তুক বলল, এ আযানের ব্যাপারে তিনি চিন্তিত হয়ে পড়েছেন? তুমি তাঁর কাছে যাও এবং বল, তিনি যেন হযরত বিলাল (রাযিঃ)-কে আযান দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। অতঃপর ঐ ব্যক্তি তাঁকে এভাবে আযান শিক্ষা দিলেন الله اكبر الله اكبر (আল্লাহু আকবার, আল্লাহু আকবার) দু'বার করে চারবার। اشهد ان لا اله الا الله দু'বার। اشهد ان محمد رسول الله দু'বার। حي على الصلاة দু'বার। حي على الفلاح দু'বার। অতঃপর তাকে একইভাবে ইকামত শিক্ষা দেন এবং আযানের শেষে قد قامت الصلاة - قد قامت الصلاة - الله اكبر - الله اكبر - لا اله الا الله সংযোগ করেন।
(বর্ণনাকারী বলেন) যেভাবে বর্তমানের লোকজন আর্যান ও ইকামত দিয়ে থাকে। অতঃপর এ আনসারী (নাম আব্দুল্লাহ ইবনে যায়দ ইবনে আব্দে রাব্বিহ) মসজিদ থেকে বের হয়ে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরজায় গিয়ে বসেন ইতিমধ্যে হযরত আবু বকর (রাযিঃ) সেখানে আগমণ করেন। আনসারী তাঁকে বললেন : আমার জন্য একটু অনুমতি প্রার্থনা করুন। হযরত আবু বকর (রাযিঃ)-ও এ স্বপ্ন দেখেছিলেন এবং তা বর্ণনা করেন। অতঃপর আনসারীকে অনুমতি দেওয়া হলো। তখন আনসারী প্রবেশ করলেন এবং স্বপ্নে যা দেখেছিলেন, তা বর্ণনা করলেন। তখন নবী (ﷺ) বলেন: হযরত আবু বকর (রাযিঃ)-ও অনুরূপ স্বপ্নের কথা আমার নিকট বর্ণনা করেছে। অতঃপর তিনি (ﷺ) হযরত বিলাল (রাযিঃ)-কে এভাবে আযান দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, আনসারদের মধ্যে থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আগমণ করেন এবং তাঁকে চিন্তিত দেখতে পান। এ ব্যক্তি লোকজনের সাথে রাতে আহার করতেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর এ অবস্থা দেখে তিনি আহার পরিত্যাগ করে মসজিদে গিয়ে নামায আদায় করতে থাকেন। এ অবস্থায় তাঁর তন্দ্রা এসে যায় এবং তিনি স্বপ্নে দেখেন যে, এক ব্যক্তি তাঁর নিকট এসে বলে, তুমি কি জান রাসূলুল্লাহ (ﷺ) কেন চিন্তিত হয়ে পড়েছেন? তিনি বললেন না। ঐ ব্যক্তি বলল, এ আযানের কারণেই। তুমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গিয়ে বল, তিনি যেন হযরত বিলাল (রাযিঃ)-কে আযান দেয়ার নির্দেশ প্রদান করেন। অতঃপর ঐ ব্যক্তি তাঁকে এভাবে আযান শিক্ষা দিলেন: الله اكبر (আল্লাহু আকবার) দু'বার করে চারবার।। اشهد ان لا اله الا الله (আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু) দু'বার اشهد ان محمد رسول الله (আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ) দু’বার। حي على الصلاة (হাইয়্যা আলাস সালাহ) দু'বার। حي على الفلاح (হাইয়্যা আলাল ফালাহ) দু'বার। الله اكبر الله اكبر - لا اله الا الله (আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহ)।
অতঃপর এভাবে ইকামত শিক্ষা দিলেন। সর্বশেষ قد قامت الصلاة (কাদাকা-মাতিস সালাতু) দু'বার। (বর্ণনাকারী বলেন) যেভাবে বর্তমানে লোকজন আর্থান ও ইকামত দিয়ে থাকে। এরপর আনসারী সাহাবী তন্দ্রা থেকে জাগ্রত হয়ে নবী (ﷺ)-এর ঘরের নিকট এসে দরজায় বসে পড়েন। এ সময় হযরত আবু বকর (রাযিঃ) আগমণ করেন। আনসারী বললেনঃ আমার জন্য একটু অনুমতি প্রার্থনা করুন। হযরত আবু বকর (রাযিঃ) ভিতরে প্রবেশ করে আনসারীর স্বপ্নের মতই তিনি রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট আযানের কথা বর্ণনা করেন। এরপর আনসারী প্রবেশ করলেন এবং যা কিছু স্বপ্নে দেখেছেন, তা রাসূল (ﷺ)-এর নিকট বর্ণনা করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হযরত আবু বকর (রাযিঃ) এ আযান আমার নিকট বর্ণনা করেছেন। এরপর তিনি বলেনঃ হযরত বিলাল (রাযিঃ)-কে নির্দেশ দাও সে যেন এরূপ আযান প্রদান করে।
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ: أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ مَرَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَآهُ حَزِينًا، وَكَانَ الرَّجُلُ إِذَا طَعِمَ يَجْتَمِعُ إِلَيْهِ، فَانْطَلَقَ حَزِينًا بِمَا رَأَى مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَرَكَ طَعَامَهُ وَمَا كَانَ يَجْتَمِعُ إِلَيْهِ، وَدَخَلَ مَسْجِدَهُ يُصَلِّي، فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ نَعَسَ، فَأَتَاهُ آتٍ فِي النَّوْمِ، فَقَالَ: " هَلْ عَلِمْتَ حُزْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: لَا، قَالَ: فَهُوَ لِهَذَا التَّأْذِينِ، فَأْتِهِ فَمُرْهُ أَنْ يَأْمُرَ بِلَالًا أَنْ يُؤَذِّنَ لِلَّهِ، فَعَلَّمَهُ الْأَذَانَ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ مَرَّتَيْنِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مَرَّتَيْنِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ مَرَّتَيْنِ، حَيَّ عَلَى الصَّلَاةِ مَرَّتَيْنِ، حَيَّ عَلَى الْفَلَاحِ مَرَّتَيْنِ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، ثُمَّ عَلَّمَهُ الْإِقَامَةَ مِثْلَ ذَلِكَ، وَقَالَ فِي أُخْرَى: قَدْ قَامَتِ الصَّلَاةُ قَدْ قَامَتِ الصَّلَاةُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ كَأَذَانِ النَّاسِ وَإِقَامَتِهِمْ، فَأَقْبَلَ الْأَنْصَارِيُّ، فَقَعَدَ عَلَى بَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرَّ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: اسْتَأْذِنْ لِي، وَقَدْ رَأَى مِثْلَ ذَلِكَ، فَأَخْبَرَ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ اسْتَأْذَنَ الْأَنْصَارِيُّ، فَدَخَلَ فَأَخْبَرَ بِالَّذِي رَأَى، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَدْ أَخْبَرَنَا أَبُو بَكْرٍ مِثْلَ ذَلِكَ، فَأَمَرَ بِلَالًا يُؤَذِّنُ بِذَلِكَ "، وَفِي رِوَايَةٍ: " أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ مَرَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَآهُ حَزِينًا، وَكَانَ الرَّجُلُ ذَا طَعَامٍ يُعَشَّى، فَانْصَرَفَ لِمَا رَأَى مِنْ حُزْنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَرَكَ طَعَامَهُ، فَدَخَلَ مَسْجِدَهُ يُصلِّي، فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ نَعَسَ، فَأَتَاهُ آتٍ فِي النَّوْمِ، فَقَالَ لَهُ: تَدْرِي مَا أَحْزَنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: لَا، قَالَ: هُوَ النِّدَاءُ، فَأْتِهِ بِأَنْ يَأْمُرَ بِلَالًا، قَالَ الرَّجُلُ: فَعُلِّمَ الْأَذَانَ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ مَرَّتَيْنِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مَرَّتَيْنِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ مَرَّتَيْنِ، حَيَّ عَلَى الصَّلَاةِ مَرَّتَيْنِ، حَيَّ عَلَى الْفَلَاحِ مَرَّتَيْنِ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، ثُمَّ علَمَّهُ الْإِقَامَةَ كَذَلِكَ، ثُمَّ قَالَ فِي آخِرِهِ: قَدْ قَامَتِ الصَّلَاةِ مَرَّتَيْنِ كَأَذَانِ النَّاسِ وَإِقَامَتِهِمْ، فَاسْتَنْبَهَ الْأَنْصَارِيُّ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَلَسَ بِالْبَابِ، فَجَاءَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ الْأَنْصَارِيُّ: اسْتَأْذِنْ لِي، فَدَخَلَ أَبُو بَكْرٍ، فَأَخْبَرَ أَبُو بَكْرٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ ذَلِكَ، ثُمَّ دَخَلَ الْأَنْصَارِيُّ، فَأَخْبَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالَّذِي رَأَى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَدْ أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، فَقَالَ: مُرْ بِلَالًا بِمِثْلِ ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৯১
আযান ও ইকামতের বর্ণনা
৯১। হযরত ইবনে উমর (রাযিঃ) বলেন: নবী (ﷺ) মুয়াযিযনের আযানের সময় ঐ বাক্যসমূহ উচ্চারণ করতেন, যা মুয়াযযিন বলত।
عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ قَالَ مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ»