মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯২
যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে
৯২। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা (রাযিঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ হাদীস বর্ণনা করতে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর (সন্তুষ্টির) জন্য মসজিদ নির্মাণ করবে, যদিও তা কাত্তাতের ( এক প্রকার পাখি) বাসার মত ক্ষুদ্র হোক না কেন, আল্লাহ তার প্রতিদানস্বরূপ বেহেশতে তার জন্য একটি বাড়ি তৈরী করবেন।
قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا وَلَوْ كَمِفْحَصِ قَطَاةٍ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»

তাহকীক:
তাহকীক চলমান
