মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১. ঈমান-আকাঈদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:
তাওহীদ ও রিসালাত
৫। হযরত বুরাইদা (রাযিঃ) বর্ণনা করেন যে, একদিন আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে উপবিষ্ট ছিলাম। তিনি সাহাবাদেরকে বললেনঃ চল আমরা আমাদের প্রতিবেশী অসুস্থ ইয়াহুদী লোকটির সেবা করে আসি। বর্ণনাকারী বলেন, হযরত (ﷺ) তার নিকট পৌঁছার পর তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেলেন। তিনি তাকে তার অবস্থার কথা জিজ্ঞাসা করলেন। এরপর বললেনঃ তুমি এ বিষয়ে সাক্ষ্য প্রদান কর যে, আল্লাহ্ ছাড়া কোন মাবূদ নেই এবং আমি আল্লাহর রাসূল। তখন লোকটি তার পিতার দিকে দৃষ্টিপাত করল, কিন্তু তার পিতা কিছুই বলল না। হুযূর (ﷺ) পুনরায় বললেন তুমি সাক্ষ্য প্রদান কর যে, এক আল্লাহ ছাড়া কোন মাবূদ নেই এবং আমি আল্লাহর রাসূল। তখনও লোকটি তার পিতার দিকে দৃষ্টিপাত করল। এ অবস্থায় তার পিতা তাকে উক্ত বিষয়ে সাক্ষ্য বা স্বীকারোক্তির জন্য নির্দেশ দান করল। তখন ইয়াহুদী যুবকটি বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ ব্যতীত কোন মাবূদ নেই এবং হযরত মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল। তখন নবী করীম (ﷺ) বললেনঃ আল্লাহর শুকরিয়া এই যে, তিনি আমার দ্বারা একজন মানুষকে দোযখের আগুন থেকে রক্ষা করেছেন।

অন্য একটি রিওয়ায়েতে একই ঘটনা এভাবে বর্ণিত আছে যে, একদিন হুযূর (ﷺ) স্বীয় সাহাবাদেরকে বললেনঃ চল আমরা আমাদের একজন রুগ্ন ইয়াহুদী প্রতিবেশীকে সেবা করে আসি। বর্ণনাকারী বলেন, যখন তিনি ঐ লোকটির নিকট গমন করেন তখন তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেলেন। হযরত (ﷺ) তাকে বললেনঃ তুমি কি স্বীকার কর এক আল্লাহ ছাড়া কোন মাবূদ নেই? সে বলল, হ্যাঁ নিশ্চয়ই? এরপর তিনি জিজ্ঞাসা করলেনঃ তুমি এ বিষয়ে সাক্ষ্য দাও যে, আমি আল্লাহর রাসূল? তখন লোকটি তার পিতার দিকে দৃষ্টিপাত করল। বর্ণনাকারী বলেন, হুযূর (ﷺ) একই বাক্য তিনবার পুনরুল্লেখ করেন। অবশেষে লোকটি বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ রাব্বুল আলামীনের শোকর যে, আমার দ্বারা তিনি একজন লোককে দোযখের আগুন থেকে রক্ষা করলেন।
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِأَصْحَابِهِ: " انْهَضُوا بِنَا نَعُودُ جَارَنَا الْيَهُودِيَّ، قَالَ: فَدَخَلَ عَلَيْهِ، فَوَجَدَهُ فِي الْمَوْتِ، ثُمَّ قَالَ: أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ؟ فَنَظَرَ إِلَى أَبِيهِ، فَلَمْ يُكَلِّمْهُ أَبُوهُ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، فَنَظَرَ إِلَى أَبِيهِ، فَقَالَ لَهُ أَبُوهُ: اشْهَدْ لَهُ، فَقَالَ الْفَتَى: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْحَمْدُ لِلَّهُ الَّذِي أَنْقَذَ بِي نَسَمَةً مِنَ النَّارِ "، وَفِي رِوَايَةٍ، أَنَّهُ قَالَ ذَاتَ يَوْمٍ لِأَصْحَابِهِ: انْهَضُوا بِنَا نَعُودُ جَارَنَا الْيَهُودِيَّ، قَالَ: فَوَجَدَهُ فِي الْمَوْتِ، فَقَالَ: أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ؟ قَالَ: نَعَمْ، قَالَ: أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ؟ قَالَ: فَنَظَرَ الرَّجُلُ إِلَى أَبِيهِ، قَالَ: فَأَعَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَصَفَ الْحَدِيثَ ثَلَاثَ مَرَّاتٍ إِلَى آخِرِهِ عَلَى هَذِهِ الْهَيْئَةِ إِلى قَوْلِهِ: فَقَالَ: أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَ بِي نَسَمَةً مِنَ النَّارِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা