মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১. ঈমান-আকাঈদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:
মুশরিক লোকদের সন্তানদের ব্যাপারে কোনরূপ ফয়সালা না দিয়ে বিরত থাকা
৬। হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেনঃ প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশু স্বীয় ফিতরত বা প্রকৃতির উপর জন্মগ্রহণ করে থাকে। অতঃপর তার পিতামাতা তাকে ইয়াহুদী অথবা খ্রীস্টান বানিয়ে ফেলে। হুযূর (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করা হল, হে আল্লাহর রাসূল! যে শিশু অবস্থায় মৃত্যুবরণ করে, তার কি অবস্থা হবে? তখন হুযূর (ﷺ) বললেন, আল্লাহ্ ভাল জানেন যে, সে ভবিষ্যতে কি কাজ করত।
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ: " كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ، أَوْ يُنَصِّرَانِهِ، قِيلَ: فَمَنْ مَاتَ صَغِيرًا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ