আল্লাহ-র নৈকট্য অর্জনের শিক্ষা দেওয়া নবীজি সা.-এর কাজ নয়! হেযবুত তওহীদ। পর্ব–৮
আল্লাহ-র নৈকট্য অর্জনের শিক্ষা দেওয়া নবীজি সা.-এর কাজ নয়! হেযবুত তওহীদ। পর্ব–৮
প্রত্যেক নবী আ.-এর মূল কাজ ছিলো, ‘আল্লাহ-র পথভোলা বান্দাদেরকে আল্লাহ-র সাথে সম্পর্ক জুড়ে দেওয়া’। সে ধারাবাহিকতায় আমাদের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এরও কাজ ছিলো আল্লাহ-র নৈকট্য অর্জনের পথ দেখানো।
হেযবুত তওহীদ কী বলে?
কিন্তু হেযবুত তওহীদ লিখেছে,
তাসাওয়াফের মাধ্যমে স্রষ্টার সঙ্গে যোগসূত্র স্থাপন করে তাঁর নৈকট্যলাভের প্রক্রিয়া শিক্ষা দেওয়া মোহাম্মদের (সা.) লক্ষ্য নয়, তাঁর উদ্দেশ্য হচ্ছে তাদের সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে ফেলে দিয়ে সেখানে নতুন আইন, নতুন সমাজ-ব্যবস্থা স্থাপন করা। -বর্তমানের বিকৃত সুফিবাদ, পৃ. ১৭
অর্থাৎ হেযবুত তওহীদ বুঝাতে চাইলো, আল্লাহ-র নৈকট্য অর্জন করার শিক্ষা দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাজ নয়। নাউযুবিল্লাহ।
ইসলাম কী বলে?
এ বাপারে স্পষ্টভাবে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
أنَّ رسولَ اللهِ ﷺ قالَ لا أسأَلُكُم على ما أتَيْتُكم مِنَ البيِّناتِ والهدى أجرًا إلّا أنْ تَوادُّوا اللهَ، وأنْ تقَرَّبوا إليه بطاعتِهِ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ ও হেদায়েতের জন্য কোনও প্রতিদান চাই না, তবে তোমরা আল্লাহকে ভালোবাসো এবং তাঁর আনুগত্যের মাধ্যমে তাঁর নৈকট্য লাভ করো। –মুসতাদরাকে হাকেম, হাদিস নং : ৩৭০৪
উক্ত হাদিস দ্বারা বোঝা গেলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ববাসীর সামনে এসে ঘোষণা দিয়েছিলেন–আমি তোমাদের কাছে এসেছি এজন্য, যেন তোমরা আল্লাহ'র নৈকট্য লাভ করতে পারো। সুতরাং বোঝা গেলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মূল কাজই ছিলো ‘আল্লাহর সাথে বান্দার নৈকট্য অর্জনের যোগসূত্র তৈরি করা’ এবং এই মেহনতে তিনি অসংখ্য পন্থা উম্মতকে বলে দিয়েছেন। যেমন, হযরত আমর ইবনে আবাসাহ রা. থেকো বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
أَقْرَبُ مَا يَكُونُ الرَّبُّ مِنَ الْعَبْدِ فِي جَوْفِ اللَّيْلِ الآخِرِ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللَّهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ
আল্লাহ তাআলা শেষ রাতে তার বান্দার সবচেয়ে নিকটবর্তী হন। অতএব যারা এ সময় আল্লাহর যিকর করে (নামায পড়ে ও দু’আ করে), তুমি পারলে তাদের দলভুক্ত হয়ে যাও। –জামে তিরমিযি, হাদিস নং : ৩৫৭৯
সুতরাং উক্ত হাদিস থেকে বুঝা গেলো, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই সাহাবাদেরকে উৎসাহ দিতেন। এছাড়াও অসংখ্য আয়াত-হাদিস রয়েছে। যা থেকে প্রমাণ হয় হেযবুত তওহীদের দাবিটা সর্বৈব মিথ্যা।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
জেনারেল শিক্ষিতরা কীভাবে দীনের খেদমত করবেন?
দীনের খিদমত কী জিনিস? ধরেন, আমি ডাক্তার। এক হচ্ছে, আমি হালালভাবে ইনকাম করছি, যথাসাধ্য রোগীদের ফ্রী-ড...
ডাঃ শামসুল আরেফীন শক্তি
৭ নভেম্বর, ২০২৪
৪৬৮১
অনলাইন দাওয়াহ
অনলাইনে দাওয়াহর মূল উদ্দেশ্য কী? মূল টার্গেট অডিয়েন্স কারা? লেখালেখিসহ অন্যান্য কন্টেন্টের কোন উদ্...
আসিফ আদনান
১১ নভেম্বর, ২০২৪
১২১২৫
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন