প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৩৬তম পর্ব) – লাইলাতুল কদর
বছরের সব দিন এক নয়। কিছু কিছু দিনকে আল্লাহ তা‘আলা অন্য দিনের তুলনায় বেশি সম্মান দান করেছেন। লাইলাতুল কদরও তেমনি এক রাত:
লাইলাতুল কাদর হাজার মাসের চেয়েও উত্তম (সূরাতুল কদর: ৩)
আমরা সারা বছরই আল্লাহর ইবাদত করবো। তবে শবে কদরে অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করা সুন্নাত। শুধু তাই নয়, এই রাতের অনুসন্ধান করাও আলাদা সুন্নত:
তোমরা রামাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদরকে খোঁজ! (বুখারী)
এই রাতটা নামায পড়ে কাটানোই সুন্নত। অন্য ইবাদতও করা যাবে:
= যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে, সওয়াব পাওয়ার আশায় দাঁড়াবে (নামায আদায় করবে), তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে।
এই রাতে আমরা বেশি বেশি তাহাজ্জুদ পড়বো। বেশি বেশি কুরআন তিলাওয়াত করবো। এ-রাতেই কুরআন নাযিল হয়েছে!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
দুশ্চিন্তা থেকে মুক্তির ১০ আমল
দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা আমাদের জীবনের এক অনাকাঙ্ক্ষিত অংশ। এটি আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে ...
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
ইসলামে শ্রমিকের অধিকার
ইসলাম একটি কালজয়ী অনবদ্য জীবন বিধান। বিশ্বসৃষ্টির শুরু থেকেই মহীয়ান- গরীয়ান ও সর্বশক্তিমান মহান আ...
নবীজীর ভালোবাসা ও সুন্নাতী যিন্দেগী
হযরত সালমান মনসুরপুরী রহ. বলেন, নবীজীর মুহাব্বত হৃদয়ের শক্তি, রূহের খোরাক, চোখের শীতলতা, দেহের সজীবত...

মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন