প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (২৪তম পর্ব) – সাগরসম গুনাহের মাফ চাই?
গুনাহের সাগরে ডুবে হাবুডুবু খাচ্ছি? কোনও চিন্তা নেই! মাত্র এক মিনিটেই সমাধান! বিফলে মূল্য ফেরত! এটা আমার কথা নয়, নবীজির!
আমরা নামাযের মাধ্যমে আল্লাহর সামনে দাঁড়াই। পাঁচ ফরযে পাঁচবার। নামায শেষ করে সাথে সাথে বের হয়ে গেলে কেমন দেখায়! দুনিয়ার বড় কারো সাথে সাক্ষাত করতে গেলেও, কাজ শেষে চট করে উঠে চলে আসি না।
নামাযের মতো সর্বোচ্চ পর্যায়ের ঈমানী কাজ সেরে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে পড়া ঠিক মানানসই মনে হয় না। একটুখানি বিরতি দিলেই ব্যাপারটা চোখসহা মনে হয়। সাথে সাথে উঠে গেলে বিশ্রী রকমের দৃষ্টিকটু লাগবে না! স্বার্থ ফুরিয়ে গেছে, ব্যস হ্যাংলার মতো উঠে চলে এলাম? নাহ এটা হতে দেয়া যায় না!
নবীজি এই সময়টাতে ছোট্ট একটা আমল করতেন। খুবই ফলপ্রসূ একটা আমল:
= যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পর:
৩৩ বার সুবহা-নাল্লাহ
৩৩ বার আলহামদুলিল্লাহ
৩৪ বার আল্লাহু আকবার পড়বে।
তারপর নিচের দু‘আ পড়বে:
لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
তার গুনাহ-খাতা মাফ করে দেয়া হবে। তার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও মাফ করে দেয়া হবে (আবু হুরাইরা: মুসলিম)
দু‘আটার অর্থ: আল্লাহ ছাড়া কোনও ইলাহ (উপাস্য) নেই। তারই সমস্ত ক্ষমতা। তার জন্যেই সমস্ত প্রশংসা। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান!
আমলটা এতই সহজ, বড়জোর এক থেকে দেড় মিনিট সময় লাগবে। অল্প পুঁজিতে এত এত মুনাফা! হাতছাড়া করা কি ঠিক হবে!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
যিলহজ্জ মাসের প্রথম দশকের ফজিলত ও আমল
জিলহজ্জের প্রথম দশদিন ইবাদতের মহান মৌসুম। আল্লাহ তাআলা বছরের অন্যসব দিনের উপর এ দিনগুলোকে মর্যাদা দি...
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
ঈমান-আমল সুরক্ষিত রাখতে হক্কানী উলামায়ে কেরামের সঙ্গে থাকুন, অন্যদের সঙ্গ ছাড়ুন
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... قال الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتّ...
নিজের যিন্দেগীতে ফাতেমী সুন্নত যিন্দা করুন
...

মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন