ঈদের দিনের সুন্নত ও আদব

সুন্নাহ

() মেসওয়াক করা।

() গোসল করা।

- ইবনে মাজাহ ১৩১৫

বিস্তারিত

() শরিয়তসম্মত সাজ-সজ্জা করা।

- বুখারী ৯৪৮

বিস্তারিত

() উত্তম কাপড় পরিধান করা।

() সুগন্ধি ব্যবহার করা।

() খুব সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।

() ঈদুল ফিতরের দিন কোন মিষ্টি দ্রব্য খেয়ে ঈদগাহে যাওয়া।

- জামে' তিরমিযী ৫৪২

বিস্তারিত

() ঈদুল আযহার দিন কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া।

- জামে' তিরমিযী ৫৪২

বিস্তারিত

() ঈদগাহ ঈদের নামাজ পড়া।

- বুখারী ৯৫৬

বিস্তারিত

(১০) যে রাস্তা দিয়ে ঈদগাহ গমন করবে প্রত্যাবর্তনের সময় ওই রাস্তা ছাড়া অন্য রাস্তা ব্যবহার করবে।

- বুখারী ৯৮৬

বিস্তারিত

(১১) ঈদগাহে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর প্রদান করা।

(১২) সকাল সকাল ঈদগাহে যাওয়া।

(১৩) পায়ে হেঁটে যাওয়া।

- ইবনে মাজাহ ১২৯৪

বিস্তারিত

(১৪) ঈদগাহে যাওয়ার সময় এই তাকবীর বলতে বলতে যাওয়া: الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد

বিস্তারিত