বিস্তারিত

সুন্নাহ

ঈদগাহে যাওয়ার সময় এই তাকবীর বলতে বলতে যাওয়া: الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد

বিস্তারিতঃ

উল্লেখ্য, এ তাকবীর ঈদুল ফিতরের দিন নীরবে বলতে বলতে পথ চলবে আর ঈদুল আযহার দিন উচ্চস্বরে পড়বে।