বিস্তারিত
যে রাস্তা দিয়ে ঈদগাহ গমন করবে প্রত্যাবর্তনের সময় ওই রাস্তা ছাড়া অন্য রাস্তা ব্যবহার করবে।
- বুখারী ৯৮৬
বিস্তারিতঃ
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا أَبُو تُمَيْلَةَ، يَحْيَى بْنُ وَاضِحٍ عَنْ فُلَيْحِ بْنِ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ الطَّرِيقَ. تَابَعَهُ يُونُسُ بْنُ مُحَمَّدٍ عَنْ فُلَيْحٍ. وَحَدِيثُ جَابِرٍ أَصَحُّ.
মুহাম্মাদ (রাহঃ) ... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ঈদের দিন (বাড়ী ফেরার সময়) ভিন্ন পথে আসতেন।
ইউনুস ইবনে মুহাম্মাদ (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে হাদীস বর্ণনায় আবু তুমাইলা ইয়াহইয়া (রাহঃ) এর অনুসরণ করেছেন। তবে জাবির (রাযিঃ) থেকে হাদীসটি অধিকতর সহীহ।
আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ (সহীহ বুখারী)
হাদিস নং: ৯৩৪ আন্তর্জাতিক নং: ৯৮৬
তাহকীকঃ তাহকীক নিষ্প্রয়োজন
বর্ণনাকারীঃ জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)(মৃত্যুঃ ৭৮ হিজরী)
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/934