✧
বিস্তারিত
সুন্নাহ
পায়ে হেঁটে যাওয়া।
- ইবনে মাজাহ ১২৯৪
বিস্তারিতঃ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَخْرُجُ إِلَى الْعِيدِ مَاشِيًا وَيَرْجِعُ مَاشِيًا .
হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… সা'দ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটেই ঈদগাহ থেকে ফিরে আসতেন।
কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজা' রহঃ (সুনানে ইবনে মাজা')
হাদিস নং: ১২৯৪ আন্তর্জাতিক নং: ১২৯৪
তাহকীকঃ বিশুদ্ধ (পারিভাষিক হাসান)
বর্ণনাকারীঃ সাদ বিন আবূ ওয়াক্কাস (রাঃ)
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/26585