আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৮৪৩৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবু সোলায়মান দারানী বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোন প্রার্থনা করতে চায়, তার উচিত, প্রথম দরূদ পাঠ করা এবং দরূদ দ্বারা দোয়া শেষ করা কেননা, আল্লাহ উভয় দরূদ কবুল করেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দরূদ পাঠ কর। আল্লাহর শান এরূপ নয় যে, কেউ তার কাছে দুইটি জিনিস চাইলে একটি পূর্ণ করবেন এবং অপরটি করবেন না।

সূরা এখলাছ তিনবার পাঠ করে আল্লাহ্’র দরবারে দোয়া করলে আল্লাহ্ নেক আশা পূর্ন করেন।

যে ব্যক্তি দৈনিক এশার নামাজ পর এই পাক নামটি ইয়া জাহিরু ১০০বার পাঠ করে তার মনের সকল নেক বাসনা পূর্ণ হয়।সূত্র:প্রতিদিনের আমলের কিতাব ।

এই হাদিস কি সহিহ?
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
৩১ আগস্ট, ২০২১
Dhaka
৮২৯৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাল বিয়ে করার কয়েক মাস পরে ইন্তেকাল করেন

তিনি অন্তঃসত্ত্বা বউ রেখে যান যার মহর তিনি আদায় করেন নাই

মৃত জামাল তার বাবা জীবিত ও তার পাচ ভাই এর মধ্যে জামাল ৫নাম্বার ছিল

তারা সবাই এক সাথে বাবার নেতৃত্বে চলতো
যার কারণে ৫ছেলের নামে কোন সম্পদ নেই তাই মৃত জামালের নামেও ব্যাক্তিগত কোনো সম্পদ নেই কিন্তু জামালের বাবার অনেক সম্পদ রয়েছে
এমতাবস্থায় আমার প্রশ্ন হলো জামাল এর বিধবা অন্তঃসত্ত্বা বউ এর বাকি মহর কি আদায় করতে হবে?

মৃত জামালের বউ বাচ্চা প্রসব করলে ঐ বাচ্চা তার দাদা থেকে ছেলে হলে কি পরিমাণ মেরাস পাবে আর মেয়ে হলে কি পরিমাণ?

আর জামালের বউ কি কোনো মেরাস পাবে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
৩১ আগস্ট, ২০২১
ঢাকা
৮৩৬৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমি একজন শিক্ষার্থী। কিছুদিন আগে (গত বছর / কয়েক বছর আগে ধর্মবিরোধী কথা বলে বিতর্কিত হয়ে এমন একজন শিক্ষকের শিক্ষাপ্রতিষ্ঠানের) একটি অনলাইন কোর্সে ভর্তি হয়েছি। আমি ভেবেছিলাম যে, এমন ধারণা শুধু ওই শিক্ষকের। তাই আমি ভর্তি হয়েছি। কিন্তু আজকে প্রথম ক্লাস করার সময় তাদের চরম ইসলামবিরোধী মানসিকতার কিছুটা পরিচয় পেলাম। বোঝাই যাচ্ছে, তাদের ট্রেইনিং দেওয়ার সময় আলাদা কিছু বলা হয়েছে খুব সম্ভবত। যেহেতু, সমাজ পরানো হচ্ছিল, তাই রাজনীতি নিয়েও কথা বল্লেন শিক্ষক। তিনি বল্লেন,বর্তমান কাবুল সরকার সন্ত্রাসী এবং রাজনীতিতে ধর্ম নিয়ে আসা উচিৎ নয়। কিন্তু আমি জানি যে, আল্লাহ রাষ্ট্রপ্রধানদের ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে বলেছেন। আমার প্রশ্ন হলো, আমার কি এই প্রতিষ্ঠান থেকে সুবিধা নেওয়া উচিৎ হবে? গুনাহ হবে কি যদি আমি যেকোনো সুবিধা নিই?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
৩০ আগস্ট, ২০২১
ঢাকা