আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১৬৪৫৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হুজুর আযানের জবাব সম্পর্কিত কিছু জানার ইচ্ছে ।
১.. লাইভ মক্কা ইউটিউব চ্যানেল এ যদি আমি আযানের জবাব দেই তাহলে কী আমি সওয়াব পাবো মক্কায় আযানের জবাব এর?
২.. রমজান মাসে আমি দেশে বসে মক্কার মাগরিবের আজান এর জবাব দেওয়াটা অসম্ভবও জাচ্ছেকারণ তখন আমাদের এখানে তারাবির নামাজ অর্থাৎ রাত ৯.৩৪ । তো আমি কি ওই টাইম এ তারাবির নামাজ চলমান অবস্থায় যদি আক্তুসময় নিয়ে আযানের জবাব দেই তারপর আবার আমার না পরা 2 রাকাত তারাবির নামাজ পড়ে যদি নিজে একা পরে আবার জামাতে যোগ দিলে কি কোনো সমস্যা হবে না তো??
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১১ এপ্রিল, ২০২২
সিলেট
১৬২৪৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি আল্লাহর রহমতে পাচওয়াক্ত নামাজ পরার চেস্টা করি।আমি দশম শ্রেনীতে পড়ি।বয়স অনুযায়ী শরীর গঠহ হয় নাই। খাটো।,মানুষের যুধু সারাক্ষন আলোচন করতে থাকে।আমি আল্লাহর কাছে৫বচর ধরে দোয়া করছি কিন্তুু কবুল হচ্ছে না।

আমার বাবার টাকা হারাম, এজন্য কি দোয়া বা নামাজ কবুল হবে না। এতে আমাদের কি দোষ, আর আমরা তো ছোট টাকা উপার্জন করার বয়স হয় নাই।আমি মোবাইলে ও আমাদের হুজুরকে জিঙ্গাসা করছি তারা বললো, এতে তোমার কিচু হবে না, যদি তুমি টাকা উপাজন করার ক্ষমতা থাকে কিন্তুু করছো না তখন হবে। আসাকরি বিষয়টি আমনাকে বুজাতে পারছি।

এজন্যকি আমার দোয়া বা নামাজ কবুল হবে না।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৭ এপ্রিল, ২০২২
ঢাকা
১৬১৬৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। কিছুদিন আগে আমি একটি হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম, এবং সম্পর্কটা আমার অনিচ্ছা সত্ত্বেও যিনা পর্যন্ত গড়িয়ে যায়। আমি আমার কাজের জন্য খুবই অনুতপ্ত, আমি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
যার সাথে আমি এ পাপ করেছি, এখন তার সাথে আমার কোনোপ্রকার যোগাযোগ নেই, আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি তাকে ছাড়া কোনোভাবে থাকতে পারছিনা, একদম ছন্নছাড়া হয়ে গেছে আমার জীবন। অপরাধবোধ প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি সবসময় এ পাপের ভয় করেছি, কিন্তু কিভাবে যেনো নিজেই এ পাপে জড়িয়ে পড়েছিলাম।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে আমি কি এই ব্যক্তিকে আমার জীবনে হালাল ভাবে স্বামী হিসেবে চেয়ে দোয়া করতে পারবো?
আমি তাকে স্বামী হিসেবে পেতে‌ চাই, শুধুমাত্র শারীরিক সম্পর্কের কারণে।আমি আবার অন্য একটা লোকের সাথে সংসার করবো এটা ভাবলেই আমার সব উলটপালট হয়ে আসে‌, নিজেকে খুব ঘেন্না লাগে। সবসময় চোখের সামনে মনেহয় ওসব ভাসতে থাকে।
এসব ভাবতে ভাবতে আমি অসুস্থ হয়ে পড়েছি, শারীরিক মানসিক দুইভাবেই আমি একদম বিধ্বস্ত হয়ে পড়েছি। আমার মনে হচ্ছে এখন আমার বিয়ে করা দরকার, আর সেজন্য আমি কি করবো এখন।
আমি এ অবস্থায় কি করবো কিছু বুঝে উঠতে পারছিনা। আমাকে প্লিজ একটু পরামর্শ দিন, একটু সাহায্য করুণ, এ অবস্থায় আমার করণীয় কি? আমি সুস্থ একটা জীবনে কিভাবে ফিরতে পারবো
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৬ এপ্রিল, ২০২২
ঢাকা