আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১৭০৪৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার এক আত্নীয় আছে, তার ছোট একটা ব্যবসা আছে যার মুলধন ২৫০০০০(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, এই মুহুর্তে তার ব্যবসা পরিচালনার জন্য আরও কিছু মুলধন দরকার, সে এই মুহুর্তে বিভিন্ন SME loan নিতে আগ্রহী যা স্পষ্ট সুদ, এই মুহূর্তে সুদ থেকে বাচানোর জন্য আমি তাকে কিছু টাকা যাকাত প্রদান করতে ইচ্ছুক,তাকে এখন যাকাত প্রদান করা যাবে কি??

আত্নীয়র পরিবার যৌথ পরিবার, কিন্তু আত্নীয়র ব্যবসা আলাদা, তার বাবার নিসাব পরিমান সম্পদ থাকতে পারে নাও পারে, এবং আত্নীয়র বাবা তার সন্তান কে ব্যবসার জন্য টাকা দিতে অনিচ্ছুক, এমতাবস্থায় আমি আত্নীয় কে সুদ থেকে বাচানোর জন্য এবং তার ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখার জন্য মুলধন হিসেবে কিছু যাকাত দিতে পারব কি????
জানিয়ে উপকৃত করবেন,


আর আমি যাকাতের নিসাব ৩৫০০০০(তিন লক্ষ পঞ্চাশ হাজার) ধরেছি।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
১৬ এপ্রিল, ২০২২
নারায়ণগঞ্জ