আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৯৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সামী যদি উপার্জন করতে না চায়, ইচ্ছাকৃতভাবে অলসতা বশত অকর্মক হয়, স্ত্রী সন্তানের হাতখরচ না দেয়, নামাজ কালামে আসক্ত না হয়, তাহলে কি তাকে দীনের পথে আনার জন্য ও শিক্ষা দেয়ার জন্য তার সাথে দূরত্ব বজায় রাখা যাবে? ( যৌথ পরিবারে থাকায় আমার, আমার ছোট একটি সন্তান, ও আমার সামীর খাদ্য ও বাসস্থানের চাহিদা শশুর শাশুড়ি পূরণ করেন। বাবার সহায় সম্পত্তি থাকায় তার উপর ই আমার সামী নির্ভর করে শিক্ষিত হয়েও ইচ্চেকরে চাকরি বাকরিতে টিকে থাকেনা, কোন না কোন অজুহাত দিয়ে যেকন চাকরি ২/৩ মাস করে ছেড়ে দেয়, তার ইচ্ছে ব্যবসা করবে বাবার টাকায়, কিন্তু সে কোন চাকরি ৬ মাস টিকিয়ে রাখতে পারেনা বলে তার বাবা তাকে ব্যবসা ধরিয়ে দেয়না বিশাসের অভাবে।) এমতাবস্থায় আমার কি করা উচিত?

৪ নভেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





দাম্পত্য জীবনে মান-অভিমান কখনো কখনো কল্যান বয়ে আনে। কাজেই যদি মনে করেন মান-অভিমানে তার অভ্যাস ও স্বভাব পরিবর্তন হবে তাহলে কিছুটা করতে পারেন। তবে লক্ষ রাখতে হবে যেন হিতে বিপরীত হয়ে না যায়।

নিয়মিত আল্লাহ তায়লার কাছে দুয়া,কান্নাকাটি করুন। বিশেষত শেষ রাতে
তার পরিবর্তনের আশায় তাকে শুনিয়ে শুনিয়ে আল্লাহ তায়ালার কাছে দোয়া করুন। এটা অনেক ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ।

তার মাঝে দায়িত্ববোধ এবং কর্তব্য সচেতনতা জাগ্রত করে তুলতে দায়িত্ব সচেতন লোকদের বিভিন্ন ঘটনা কাহিনি শোনাতে পারেন।
সর্বোপরি একজন আদর্শবান এবং স্বামীভক্ত নারী পারে তার স্বামীকে সুন্দর এবং সম্ভবনাময় করে গড়ে তুলতে। কাজেই আল্লাহ তায়ালার ওপর ভরসা করে আপনি চেষ্টা চালিয়ে যান। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন