প্রশ্নঃ ৯৯৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
শায়খ, আমার প্রশ্ন হচ্ছে ফরজ সালাত বাদে অন্য সালাতসমুহ আদায়ের সময় তার কতটুকু সামনে দিয়ে একজন মুসল্লি চলাচল করতে পারবে?? বা আদ্যো কি চলাচল করতে পারবে না.
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাজী ব্যক্তির দৃষ্টি নামাজরত অবস্থায় যেখানে থাকে, এটুকু জায়গা বাদ দিয়ে একান্ত প্রয়োজনে যাওয়া যায়। ফকীহগণ এটাকে মসজিদের তিন কাতার মতান্তরে ছয় কাতার বলেছেন। পরিমাপের দিক দিয়ে ১৫/২০ ফিট ধরে নেওয়া যায়। অর্থাৎ, অতিক্রকারীর নড়াচড়ার দ্বারা নামাজীর মনযোগ যেন বিচ্ছিন্ন না হয়। এছাড়াও আরও অনেক কারণ শরীয়তে এমন আছে যে জন্য নামাজীর সামনে দিয়ে কোনো আড়াল ছাড়া যাওয়া মারাত্মকভাবে নিষেধ করা হয়েছে। হাদীস শরীফে আছে, নামাজীর সামনে দিয়ে যাওয়া কতবড় গোনাহ মানুষ যদি তা জানত, তাহলে প্রয়োজনে ৪০ বছর দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতো।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন