হোটেলে বয়দেরকে টিপস Tips দেওয়া কি জায়েজ?
প্রশ্নঃ ৯৩৭০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হোটেলে বয়দেরকে বখশিশের নামে টাকা দেওয়ার প্রচলন আছে। অবশ্য না দিলেও কোনো বাধ্যবাধকতা নেই। এখন জানার বিষয় হল, উক্ত টাকা ঘুষের অন্তভুর্ক্ত হবে কি না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হোটেল বয়দেরকে স্বেচ্ছায় যে বখশিশ দেওয়া হয় তা জায়েয। কিন্তু যদি বখশিশ দিয়ে অতিরিক্ত সুবিধা গ্রহণ করা হয়ে থাকে তাহলে তা ঘুষ হিসেবে গণ্য হবে। বয়ের জন্যও উক্ত বখশিশ গ্রহণ করা জায়েয হবে না এবং গ্রাহকের জন্যও এর বিনিময়ে অবৈধ সুবিধা নেয়া হালাল হবে না।
آپ نے جو رقم اپنی خوشی سے اس کو اور اس کے بچے کو دی وہ آپ کی طرف سے اس کے اور اس کے بچے کے لیے ہدیہ جب کہ آپ نے جو رقم اسے دی ہے وہ کام کے معاوضہ کے طور پر نہیں دی،نیز اس نے کسی قسم کا مطالبہ بھی نہیں کیا، بلکہ آپ اپنی خوشی سے دی ہے،لہذا اس میں شرعًا کوئی حرج نہیں ہے ۔
تفسیر البحر المحیط میں ہے:
"هذه آية نهي عن الرشا وأخذ الأموال على ترك ما يجب على الآخذ فعله، أو فعل ما يجب عليه تركه."
(سورۃ النحل،ج6،ص591،ط؛دار الفکر)
کفایت المفتی میں ہے:
"رشوت کی تعریف:
"جو کام کہ خود اس پر کرنا لازم ہے اس کے کرنے پر اجرت لینایا حق کو رشوت لے کر ناحق کردینا یہ رشوت ہے۔"
(کتاب القضاء والافتاء،ج2،ص274،ط؛دار الاشاعت)
فتویٰ نمبر : 144406101981
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, হাদীস ও ফিকহ বিভাগ
মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন