প্রশ্নঃ ৯১৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হুজুর আমি জানতে চেয়েছি মেয়েদের পিরিয়ড অবস্থায় খতমে ইউনুস কি পড়া যাবে ।
আশা করি উওরটা দিবেন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হায়েয নেফাস অবস্থায় যেসব আমল করা যাবে না:
১. নামায পড়া।
২. রোযা রাখা।
৩. কুরআনুল কারীম তিলাওয়াত করা।
৪. কুরআনুল কারীম স্পর্শ করা।
৫. স্বামী-স্ত্রী সহবাস করা। (হায়েয-নিফাস অবস্থায় স্ত্রীর নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটুকু বাদ দিয়ে শরীরের অন্যান্য স্থান থেকে স্বামী-স্ত্রী উপভোগ করতে পারবে।)
৬. মসজিদ ও বাইতুল্লায় প্রবেশ করা।
৭. তাওয়াফ করা।
উপরোক্ত বিষয়গুলো ছাড়া অন্যান্য যিকির-আযকার, আযানের জবাব দেয়া, দুরুদ শরীফ পড়া, এমনকি দোয়া হিসেবে নিজের অথবা বাচ্চাদের প্রতিরক্ষার জন্য সূরা ফালাক ও সূরা নাস পড়ায় কোন অসুবিধা নেই। বরং এই সময়ে বেশি বেশি যিকির-আযকার, দরুদ শরীফ ইত্যাদি পড়ার মধ্যে ব্যস্ত থাকা উচিত। যেন ঋতুবতী মহিলাকে শয়তান গাফিল পেয়ে তার উপর চড়াও না হতে পারে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন