প্রশ্নঃ ৯০৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সিরাত গ্রন্থ পড়তে চাচ্ছিলাম। খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় কোন গ্রন্থটি রয়েছে, মেহেরবানি করে জানিয়ে বাধিত করবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
و عليكم السلام و رحمة الله,
‘সিরাহ’ অধ্যয়নের ক্ষেত্রে আপনি যদি প্রাথমিক পর্যায়ে ছাত্র হয়ে থাকেন, তাহলে প্রথমত মুফতি মোহাম্মদ শফি (রাহিমাহুল্লাহ তা'আলা) রচিত ‘সীরাতে খাতামুল আম্বিয়া’ অধ্যয়ন করতে পারেন, সাথে সাথে গুরুদত্ত সিং কর্তৃক লিখিত, মাওলানা আবু তাহের মিসবাহ (দা.বা.) কর্তৃক অনূদিত ‘তোমাকে ভালোবাসি হে নবী’ গ্রন্থটিও হৃদয়ে নাড়া দেয়ার মত। ইদ্রিস কান্দলবী (রহ:)রচিত ‘সিরাতে মুস্তফা’ এবং শফিউর রহমান মোবারকপুরী কর্তৃক লিখিত ‘আর রাহীকুল মাখতুম’ উল্লেখিত গ্রন্থদ্বয় খুবই নির্ভরযোগ্য এবং তথ্যবহুল। প্রথম দু'টি ছোট এবং দ্বিতীয় দুইটি মাঝারি ধরনের গ্রন্থ। সিরাহ অধ্যায়নের ক্ষেত্রে আল্লাহতালা আপনার আমার পথকে সহজ করে দিন, রাসূল সাল্লাল্লাহু ইসলামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। (আমীন)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন