প্রশ্নঃ ৯০৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত মুফতী সাহেবদের কাছে জানতে চাই,তারাবীর নামাজ তো দুই দুই রাকাত করে এখন যদি কেহ ভুলে খতম তারাবীতে দুই রাকের বৈঠক না করে তৃতীয় রাকাতের জন্য দাড়ীয়ে যায়,, অথবা তৃতীয় রাকাত শেষ করে ফেলে। তাহলে করনিয় কি?
বিস্তারিত বললে উপকৃত হব। ইনশাআল্লাহ।
আল্লাহ আপনার আমার ইলিমে বরকত দান করুক।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم و رحمة الله
حامدا و مصليا و مسلما، –
তারাবীহ্’র নামাযে দুই রাকাতের পর না বসে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় হল- ৩য় রাকাতের সিজদার আগে মনে হলে বৈঠকে ফিরে আসবে এবং সাহু সিজদার সাথে নামায শেষ করবে।
আর যদি তৃতীয় রাকাতের সিজদা করে ফেলে তাহলে চার রাকাত আদায় করে নেবে, এক্ষেত্রে শেষের দুই রাকাত তারাবিহ হিসেবে গণ্য হবে, আর প্রথম দুই রাকাত বাতিল হয়ে যাবে এবং তা পুনরায় আদায় করতে হবে।
সূত্র
(ফাতাওয়া খানিয়া, খন্ড: 1, পৃষ্ঠা: 239 ,আলবাহরুর রায়েক, খন্ড: 2, পৃষ্ঠা: 67, বাদায়েউস সানায়ে, খন্ড: 1, পৃষ্ঠা: 646, আলমুহিতুল বুরহানী, খন্ড: 2, পৃষ্ঠা:)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন