প্রশ্নঃ ৯০১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শায়েখ জামায়াতে সালাত আদায় করার সময় অযু ভেঙ্গে গেলে করনীয় কি এবং একাকী সালাত আদায় করার সময় অযু ভেঙ্গে গেলে করনীয় কি?? তাছাড়া বিনা ওযুতে কুরআনের তাফসীর পড়া যাবে??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাজের ভিতর অজু চলে গেলে ওযু করার জন্য নামাজ ছেড়ে বেরিয়ে আসবে। জামাতে অথবা একাকী নামাজ পড়ার সময় উভয় ক্ষেত্রে একই মাসালা। অজু করে ফিরে আসার পর ইচ্ছা করলে যেখান থেকে নামাজ ছেড়ে চলে গিয়েছিল সেখান থেকে নামাজের বাকি অংশ পূর্ণ করতে পারবে। তবে নতুন করে নামাজ পড়ে নেওয়া উত্তম হবে।
অজু করতে গিয়ে যদি কারো সঙ্গে কথাবার্তা বলে তাহলে নামাযের শুধু অবশিষ্ট অংশ পড়ার সুযোগ থাকবে না বরং শুরু থেকেই পড়তে হবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ أَصَابَهُ قَىْءٌ أَوْ رُعَافٌ أَوْ قَلَسٌ أَوْ مَذْىٌ فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ ثُمَّ لْيَبْنِ عَلَى صَلاَتِهِ وَهُوَ فِي ذَلِكَ لاَ يَتَكَلَّمُ " .
আয়িশাহ রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সলাতরত অবস্থায় কারো বমি হলে, নাক দিয়ে রক্ত বের হলে, খাদ্য বা পানীয় পেট থেকে মুখে চলে এলে অথবা বীর্যরস নির্গত হলে, সে যেন বাইরে এসে ওজু করে, অতঃপর পূর্বোক্ত সলাতের অবশিষ্টাংশ পূর্ণ করে, উক্ত অবস্থায় যদি সে কথা না বলে থাকে।
—সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১২২১
বিনা অজুতে তাফসীরগ্রন্থ অধ্যায়ন করা যাবে। তবে কাগজের যে অংশে আয়াত লেখা আছে তা স্পর্শ করা যাবে না।
উল্লেখ্য, তাফসীর অধ্যায়নের সময় ওযুর সাথে অধ্যায়ন করলে সব দিক থেকে নিরাপদ এবং ঈমান বৃদ্ধির জন্য সহায়ক।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন