প্রশ্নঃ ৮৯১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মেয়েরা পড়ালেখার উদ্দেশ্যে বিদেশে একা একা বসবাস করলে কি গুনাহ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাহারাম বিহীন কোন নারী সফর করা জায়েয নয়। মাহরাম ছাড়া সফর করাই যখন জায়েয নয় বিদেশে গিয়ে একজন নারী একা একা বসবাস কি করে সম্ভব?
শরীয়তের দৃষ্টিতে এটার কোনো সুযোগ নেই। মুসলিম পরিবার হিসেবে পারিবারিক ঐতিহ্য বলে যদি কিছু থাকে তাহলে এই ধরনের যুবতী নারীদেরকে বিদেশে একা একা পাঠিয়ে দেওয়া রুচিশীল মা-বাবার পক্ষে কি করে সম্ভব? কাফির-মুশরিকদের মাঝে অথবা মুসলিম পুরুষদের মাঝে বছরের পর বছর অতিবাহিত করা ব্যক্তিত্বের মূল্যবোধ থাকলে এ ধরনের কিভাবে সম্ভব?
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تُسَافِرِ الْمَرْأَةُ إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ، وَلاَ يَدْخُلُ عَلَيْهَا رَجُلٌ إِلاَّ وَمَعَهَا مَحْرَمٌ ". فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ فِي جَيْشِ كَذَا وَكَذَا، وَامْرَأَتِي تُرِيدُ الْحَجَّ. فَقَالَ " اخْرُجْ مَعَهَا ".
ইব্নু ‘আব্বাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ মেয়েরা মাহরাম (যার সঙ্গে বিবাহ নিষিদ্ধ) ব্যতীত অন্য কারো সাথে সফর করবে না। মাহরাম কাছে নেই এমতাবস্থায় কোন পুরুষ কোন মহিলার নিকট গমন করতে পারবে না। এ সময় এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রসূল! আমি অমুক অমুক সেনাদলের সাথে জিহাদ করার জন্য যেতে চাচ্ছি। কিন্তু আমার স্ত্রী হজ্জ করতে যেতে চাচ্ছে। আল্লাহর রসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তুমি তার সাথেই যাও।
—সহীহ বুখারী, হাদীস নং ১৮৬২
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন