প্রশ্নঃ ৮৮১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বালতিতে রাখা পানিতে নখ চুবানো হলে ওই পানি দিয়ে ওজু করলে ওজু হবে কি?????
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ পানি দ্বারা আপনার ওযু ও পবিত্রতা অর্জন শুদ্ধ হবে। নখ ও আঙ্গুল বালতিতে ডুবে যাওয়ার দ্বারা ঐ পানি ওযু ও পবিত্রতা অর্জনের অনুপোযুক্ত হয়ে যায়নি। কেননা পানি নেওয়ার জন্য কোনো পাত্রে হাত ঢুকালেই তা ব্যবহৃত হয়ে যায় না। পবিত্রতা অর্জন বা হাত ধোয়ার উদ্দেশ্যে পানিতে হাত প্রবেশ না করালে পানি الماء المستعمل বা ব্যবহৃত পানি হয়ে যায় না।
উল্লেখ্য, এক্ষেত্রে প্রথমে ছোট কোনো পাত্র দিয়ে পানি নিয়ে উভয় হাত কব্জি পর্যন্ত ধুয়ে নেওয়া ভালো।
-কিতাবুল আছল ১/২১; ফাতাওয়া খানিয়া ১/১৫; মুখতারাতুন নাওয়াযিল ১/১৫৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২২; হালবাতুল মুজাল্লী ১/৩১২; রদ্দুল মুহতার ১/২০০
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন