প্রশ্নঃ ৮৭০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামুওয়ালাইকুম
নামাজে বসে কি বিধর্মী কারো জন্যে দুয়া করা পাপ? পড়েছিলাম ইহুদি এবং খ্রিস্টান ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব করতে না করা হয়েছে কেননা তারা সামনে বন্ধু পাছে শত্রু।কোনো হিন্দু ধর্মের কেউ যদি মারা যায় এবং তাকে কোনো কারনে যদি ঘৃনা করা হতো। তার মারা যাবার পর যদি নিজের মধ্যে খারাপ লাগা কাজ করে,তার পরিবারের অবস্থা দেখে খারাপ লাগে। তার পরিবারের এই খারাপ সময় কাটায় উঠার জন্যে এবং নিজের খারাপ লাগা থেকে যদি নামাজে দুয়া করি তাহলে কি সেটা কবিরা গুনাহ হবে? আর যদি গুনাহ হয়ে থাকে এবং কেউ যদি নামাজে দুয়া করে ফেলে তাহলে তার কি করনীয়?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কাফির মুশরিক বিধর্মীরা তাদের জীবদ্দশায় মুসলমানদের কখনোই বন্ধু হওয়ার উপযুক্ত নয়।
তাদের মৃত্যুর পর তাদের পরিবার-পরিজন ও সম্পদের প্রতি ভালোলাগা সৃষ্টি হওয়া বা তাদের জন্য দোয়া করা সম্পূর্ণ নিষিদ্ধ। এসম্পর্কে কুরআনুল কারীমের সুস্পষ্ট বর্ণনা:
وَلَا تُصَلِّ عَلٰۤی اَحَدٍ مِّنۡہُمۡ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمۡ عَلٰی قَبۡرِہٖ ؕ اِنَّہُمۡ کَفَرُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ وَمَاتُوۡا وَہُمۡ فٰسِقُوۡنَ
(হে নবী! ) তাদের (অর্থাৎ মুনাফিকদের) মধ্য হতে কেউ মারা গেলে তুমি তার প্রতি (জানাযার) নামায পড়বে না এবং তার কবরের পাশে দাঁড়াবেও না। তারা তো আল্লাহ ও তাঁর রাসূলের সাথে কুফরী করেছে এবং তারা পাপিষ্ঠ অবস্থায় মারা গেছে।
—আত তাওবাহ্ - ৮৪
فَلَا تُعۡجِبۡکَ اَمۡوَالُہُمۡ وَلَاۤ اَوۡلَادُہُمۡ ؕ اِنَّمَا یُرِیۡدُ اللّٰہُ لِیُعَذِّبَہُمۡ بِہَا فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَتَزۡہَقَ اَنۡفُسُہُمۡ وَہُمۡ کٰفِرُوۡنَ
তাদের অর্থ-সম্পদ ও সন্তান-সন্ততি (-এর আধিক্য) দেখে তোমার বিস্মিত হওয়া উচিত নয়। আল্লাহ তো চান দুনিয়ার জীবনে তাদেরকে এসব জিনিস দ্বারাই শাস্তি দিতে আর যাতে কাফির অবস্থায়ই তাদের প্রাণ বের হয়।
—আত তাওবাহ্ - ৫৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন