রুকু সেজদার তাসবীহসমূহ
প্রশ্নঃ ৮৬২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রুকু ও দুই সেজদাহ এর মাঝে যে তাসবিহ আছে এর অতিরিক্ত তাসবিহ গুলো কি ফরজ সালাতে পরতে পারবো? মানে- রুকুতে দাড়িয়ে " হামদান কাসিরান...........ফিহি "ও "সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা............রুহ"।আর দুই সেজদার মাঝে -" আল্লাহুমাগফিরলি, ওআর হামনি,ওআর জুকনি,ওয়াহ দিনি,ওয়া 'ফিনি, ওয়া 'ফুয়ান্নি,ওয়াজ বুরনি,ওয়ার ফা'নি।"
আমি এই দুই সেজদার মাঝের দুয়া টা নতুন শিখেছি।ভুল হলে সংশোধন করে দিবেন। কোন তাসবিহ কোন সালাতে পরতে হবে জানালে উপকার হতো।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ফরজ নামাযে রুকু থেকে উঠে "রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ" পড়তে পারবেন।
সাজদাহ থেকে উঠে দু'সাজদার মাঝখানে "আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনী, ওয়াহদিনী, ওয়ারযুকনী" পড়তে পারবেন।
অন্য আরেকটি বর্ণনায় এই দোয়াতে আরেকটি শব্দ বেশি রয়েছে। এখানে পাঁচটি শব্দ, সেখানে আছে ৬ টি শব্দ-
"আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনী, ওয়াহদিনী, ওয়ারযুকনী, ওয়া আফিনী।"
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، قَالَ: حَدَّثَنِي نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ قَالَ: كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ»، قَالَ رَجُلٌ وَرَاءَهُ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ الْمُتَكَلِّمُ آنِفًا؟» فَقَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ رَأَيْتُ بِضْعَةً وَثَلَاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلًا»
রিফা’আ ইবনে রাফি রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) – এর পেছনে সালাত আদায় করছিলাম। তিনি যখন রুকূ থেকে মাথা ওঠালেন, তখন বললেন, ‘সামিয়াল্লাহু লিমান হামিদাহ’। তাঁর পেছনে এক ব্যাক্তি বলে উঠল। رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সালাত শেষ করে বললেন, এখন এ কথা কে বলল? সে ব্যাক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ! আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি ত্রিশের ঊর্ধ্বে ফেরেশতাকে দেখেছি তা নিয়ে তাড়াহুরা করছে, কে তা সর্বাগ্রে লিখবে।
—সুনানে আন-নাসায়ী, হাদীস নং ১০৬২
حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ كَامِلٍ أَبِي الْعَلاَءِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ " اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي " .
ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ:
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম দুই সাজদাহ্র মাঝখানে বলতেন, "আল্লাহুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়াজবুরনী ওয়াহদিনী ওয়ারযুকনী।"
—জামে' আত-তিরমিজী, হাদীস নং ২৮৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন