প্রশ্নঃ ৮০৩১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম শায়েখ,আমি একজন হাস্পাতালের ওয়ার্ডবয়। আমার ইনকাম অতি অল্প তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে আমার জন্য।তাই আমার এলাকার কিছু রূগী আমার মাধ্যমে হাস্পাতালে আসে।আমি ডাক্তার দেখিয়ে দেয়,ডাক্তার দেখাতে সাহায্য করি।এতে করে রুগীরা আমার দ্বারা উপকৃত হয়। পরিক্ষা নিরিক্ষা করে ছাড় দেওয়ার পরও আমার যদি কোন কমিশন থাকে তা নেওয়া আমার জন্য জায়েজ হবে কিনা??
দয়া করে কোরআনের আলোকে জানালে উপকৃত হব???? ধন্যবাদ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আপনার যেটুকু কাজ করার চুক্তি রয়েছে, এই দায়িত্ব পালন করে রোগীর কাছ থেকে বকশিশ নেওয়ার অর্থ হল একই কাজের পারিশ্রমিক দুই বার নিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যে পারিশ্রমিক পাচ্ছেন, তা রোগীদের কাছ থেকেই নেওয়া হয়েছে। রোগীরা কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে পারিশ্রমিক দিয়েছে। এরপর আবারও তাদের কাছ থেকে বকশিশের নামে কোন কিছু নেয়া জুলুম ছাড়া আর কী?
অবশ্য আপনার দায়িত্বের অতিরিক্ত সেবা দিয়ে কারো কাছ থেকে বকশিশ নেওয়া নাজায়েয হবে না।
যেমন ডিউটির সময় ও কাজ ঠিক রেখে কোন রোগীকে অতিরিক্ত সেবা ও সময় দিলেন, এতে তারা আপনাকে খুশি হয়ে কিছু বকশিস দিল।
এমনিভাবে ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে পূর্ব থেকেই কথা থাকল আমাদেরকে রোগী এনে দিলে তোমাকে কমিশন দেয়া হবে। শর্ত অনুযায়ী আপনি তাদের কাছে রোগী নিয়ে গেলেন। রোগীর সঙ্গে থেকে কিছু সময় ও শ্রম দিলেন। তবে আপনার জন্য এই কমিশন নাজায়েয নয়।
শুধুমাত্র পরামর্শ দিয়ে কমিশন নেয়া ঠিক নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন