প্রশ্নঃ ৮০২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحْيم
ইমামের পিছনে কি কি করতে পারবো আর কি কি করতে পারবো না যেমন তাকবীরে তাহরীমার সময় বলা আর অন্যান্য সময় তাকবীর গুলা বলা লাগবে কি আর سمَِعَ االلهُ لِمَنْ حمَِدَهُ ইমাম এর সাথে বলতে পারবো কি ?
আর বাকি কি কি পড়তে হবে ইমামের পিছনে?
অগ্রিম
جزاك اللهُ خيراً
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইমামের পিছনে মুক্তাদী হয়ে নামাজ পড়ার সময় তাকবীর তাহরিমা থেকে সালাম পর্যন্ত সবই পড়তে হবে।
ব্যতিক্রম কয়েকটি এই :
১. তাকবীর তাহরীমাহ এর পর সানা পড়ে ইমাম "আউযুবিল্লাহ" "বিসমিল্লাহ" পড়বে। যেহেতু ইমাম একটু পরে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করবে।
মুক্তাদি যেহেতু তিলাওয়াত করবে না। তাই সে সানা পড়ে চুপ হয়ে যাবে। "আউযুবিল্লাহ" "বিসমিল্লাহ" পড়বে না।
২. ইমাম যখন সূরা ফাতিহা ও অন্য আরেকটি সূরা পড়বে, তখন মুক্তাদী চুপ করে কান পেতে শুনবে।
৩. রুকু থেকে উঠার সময় ইমাম যখন বলবে -
سمع الله لمن حمده
তখন পেছনের মুক্তাদীগণ বলবে -
ربنا لك الحمد
অথবা
ربنا ولك الحمد
অথবা
اللهم ربنا ولك الحمد
অথবা
اللهم ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন