স্ত্রীর স্তন মুখে নেওয়া
প্রশ্নঃ ৭৯৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাচ্চা হবার পর স্ত্রীর স্তনে প্রথমবার মুখ দিয়ে দুধ খেলে কিছু হবে না দ্বিতীয়বার দুধ খেলে কিছু হবে না কিন্তু তৃতীয়বার যদি খাওয়া হয় তাহলে নাকি ওই স্ত্রী মায়ের সমতুল্য হয়ে যায় এটা শুনেছি কতটুকু সত্যি বাচ্চা হবার পর স্ত্রীর স্তনে মুখ দেয়া যাবে কিনা বা চোষা যাবে কি না
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বামী-স্ত্রীর সহবাস আনন্দময় করার জন্য সহবাসের পূর্বে চুম্বন, মৈথুন, স্তন মর্দন ও চোষা এবং শরীরের যেখানে স্পর্শ করলে বা চুম্বন করলে সহবাসের আগ্রহ বাড়ে এগুলো সবই করা উচিত।
তবে খেয়াল রাখবে; স্তন চুষতে গিয়ে যেন স্ত্রীর দুধ গলায় না যায়।
স্ত্রীর-দুধ-পান-করা স্বামীর জন্য হালাল নয়।
উল্লেখ্য, ইচ্ছাকৃত অথবা ভুলক্রমে স্ত্রীর দুধ পান করলে স্বামীর জন্য স্ত্রী হারাম হবে না। প্রশ্নে যা উল্লেখ করেছেন, এই কথার কোন ভিত্তি নেই।
সতর্কতার জন্য আপনি আপনার স্ত্রীর স্তন চোষা থেকে বিরত থাকতে পারেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন