ইদ্দত পালনের জন্য কি নিয়ত শর্ত?
প্রশ্নঃ ৭০৮৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো মেয়ে তালাকপ্রাপ্ত হলে পরবর্তী বিয়ের আগে অবশ্যই ইদ্দত পালন করতে হবে তবে মেয়েটি যদি তালাকের অনেকদিন পরে ইদ্দত সম্পর্কে অবগত হয় যেটা আগে সে জানতো না, তখন বিয়ে না করে তালাকের ২-৩ বছর পর ইদ্দত পালন করে ৩মাস ১০ দিন এর পরে বিয়ে করতে পারবে কিনা? আর তখন ইদ্দত পালনের নিয়ম কি হবে? জাযাকাল্লাহ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইদ্দতের মূল বিষয় হলো, তালাক হয়ে যাওয়ার পর অথবা স্বামীর মৃত্যুর পর দিনাতিপাত করা। সময় অতিবাহিত করা।
নারী তার তালাকের পর তিনটি মাসিক অতিবাহিত করতে হবে। মাসিকের বয়স অতিবাহিত হয়ে থাকলে তিন মাস অতিবাহিত করতে হবে।
স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন অতিবাহিত করতে হবে।
গর্ভাবস্থায় তালাক হলে অথবা স্বামী মারা গেলে সন্তান প্রসব পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এটাই হলো মৌলিকভাবে ইদ্দত। অবশ্য ইদ্দতকালে অপ্রয়োজনে বাহিরে না যাওয়া, সাজগোজ না করা এগুলো হলো প্রাসঙ্গিক।
অতএব কোন নারীর তালাকের পর দুতিন বছর অতিবাহিত হয়ে গেলে তার অজান্তেই কিন্তু ইদ্দত পালন হয়ে গেছে। এখন সে ইচ্ছে করলে অন্যত্র বিবাহ করতে পারবে। নতুন করে কিন্তু ইদ্দত পালনের কোনই প্রয়োজন নেই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন